| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহুবল সম্বল,
ছেঁড়ে কম্বল,
বাঁজা মাদল,
সাজা ধরনীতল,
রক্তচক্ষু টলমল,
রণ ক্ষিতি চল।
খুনে জবজব,
খোদার ভব,
অরুণ বরুণ তরুণ দল,
মজলুম শব,
স্বৈরোভব চরণ দল,
তটিনীর বুকে,
অবনীর শোকে,
শোষকের জয়,
শোণিত বয়,
কলকল।
পিপাসিত মজলুম বক্ষ রুক্ষ,
শানিত অটনি চালা সুক্ষ্ম,
তটিনী হোক রুধির দরিয়া,
যাও বীর যাও নাও বাইয়া,
সাম্য শান্তির গান গাহিয়া,
জালিমের মৃত্যু বার্তা নিয়া,
কাঁপুক ধরিত্রী বুক,
বাঁচুক সাবিত্রী,
নাচুক গায়ত্রী,
দক্ষ বীর,
ছুড় তীর,
এফোঁড় ওফোঁড়,
কর ভেদ লক্ষ।
লৌয়ে লালে-লাল,
মায়ের আঁচল।
ওহে যুবান!
জান করে কোরবান,
রণকেলী চল,
পথেপথে কেল্লাফতে,
মৃত্যুরথে
অকুতোভয় আজ হ সামিল,
হবে জয় গড়তে স্বরাজ,
সত্য কর তামিল।
লভুক লয় পাপীষ্ঠ,
লভুক জয় সত্য ন্যায়নিষ্ঠ।
জ্বালাবে পোড়াবে,
পুতুল খেলবে,
কতদিন? জারজ পরাধীন,
লড় এবার লড়,
আবার তুল ঝড়,
নেই কি?গরজ হতে স্বাধীন।
ছুড় তার মৃত্যুবাণ,
গেয়ে জীবনের জয়গান,
জাগুক প্রাণহীন,
ফিরুক প্রাণে প্রাণ-
সীমাহীন।
ছড়ুক সুরভিত সৌরভ,
আকাশে-বাতাসে,
গোর লাশে,
নিঃশ্বাসে-বিশ্বাসে,
ধ্বংস লভুক-
ইবলিস সেলফিস,
বেঈমান বেটা বগবান,
আর ঈশ্বরভব।
গরল হোক সরল,
ধ্বংস লুটাক স্বৈরী দল,
লভুক লয় বিশ্ব মোড়ল।
©somewhere in net ltd.