| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি,এ,এস,আহমেদ জেরার্ড
--------------------------------
আমি লিখতে পারিনা আজ আর
কোনো প্রেমের কবিতা
আঁকতে পারিনা প্রেয়সীর
বিষণ্ণবদনের সে ছবিটা।
কবিতা সে পথে পথে ঘুরে বেড়ায়
রক্তগঙ্গায় বায় দাঁড়
জানিনা কার ললাটে এঁকে দিতে
বিধাতার হাবিয়া নার।
কবিতা মজলুমের তরে,জালিমের ঘরে
জ্বলন্ত আগ্নেয়গিরি
পুড়িয়ে করে ছারখার দম্ভ তার,ফলাতে
আসে যে দাদাগিরি।
কবিতা থাকতে চায় না আর,গম্ভীর
কবির কলমের কালিতে সাদা কাগজে
সে আজ মরুর তপ্ত বালিতে মজলুম
শোণিতে ভাসে খুনির ঝাঁঝে।
কবিতা আজ রক্তস্নাত ছিন্নভিন্ন মাছুম
অবনী
তাই প্রতি কণা রক্তের বদলা নিতে
উদ্ধত
হয়েছে জননী।
তোমরা কেউ কি?শোননি,সে
বিদ্রোহী কবিতার প্রলয়ঙ্করী আবাজ
ঈশান কোণে ধ্বংস বিষাণ বাঁজিয়ে
আজ করছে যে সাজ।
থরথর কাঁপছে ঈশ্বর অম্বর,এ শহর হবে আজ
রক্ত নহর
তৃষ্ণা মিটবে না কবিতার,বইয়ে দিয়ে
তার শত রুধির লহর,লাশের বহর।
সে দাহের কবিতা,নাই তার মৃত্যুডর,
তাই পাঁজর ভাঙে মরমর
বেঈমান খোদা,দাদা ভগবান শয়তান,
মৃত্যুযন্ত্রণায় করে ধড়ফড়।
ফাসেক মুনাফেক ঘষেটি বেটি শয়তান,
সময় থাকতে হ সাবধান
নইলে উছলিলে কবিতার বাণ,লুঠিয়ে
তোর শাণ,দিবে গর্দান।
©somewhere in net ltd.