![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ একজন মানুষ। আমি মুসলিম এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।।।
ছবিগুলো আফগানিস্তান, পাকিস্তান, ইরাক কিংবা সিরায়ার কোনো ছবি নয় । এই মৃত মানুষগুলো আমার দেশেরই মানুষ । তারা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে । আজ বাংলাদেশে কারো কোনো প্রতিবাদ করার অধিকার নেই । প্রতিবাদ করলেই গুলি । ন্যায্য প্রতিবাদ করলেও গুলি খেতে হবে । টাঙ্গাইলে মায়ের সামনে ছেলেকে উলঙ্গ করে নির্যাতনের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলে সেই এলাকাবাসীকে পুলিশ গুলি করে এখন পর্যন্ত নাকি 3 জনকে মেরেফেলেছে । ছাত্ররা ভ্যাট বিরোধী আন্দোলন করল সেখানেও গুলি । এই হল স্বাধিন বাংলাদেশ !!! এই হল গণতান্ত্রিক বাংলাদেশ !!! এ এমন একটি স্বাধিন দেশ যে দেশের জনগণের প্রতিবাদটুকু করার অধিকার নেই । প্রতিবাদ করলেই গুলি । পাক হানাদারদের জামানার সাথে এই জামানার কোনো কি পার্থক্য আছে ? এখন এই বিষয়টি গবেষনার দাবী রাখে যে পাক হানাদারদের 23 বছরের শাসনে কতজন প্রতিবাদ মিছিল করতে গিয়ে প্রাণ হারিয়েছে (যুদ্ধ ব্যতিত) আর স্বাধিন এই বাংলাদেশে কতজন প্রাণ হারিয়েছে । তাহলেই বুঝব যে আমরা কতটা স্বাধিন আর কতটা পরাধিন । এমন একটি দেশের জন্য বুঝি লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়েছিল ? কি লাভ হয়েছে স্বাধিন দেশ পেয়ে ? দেশ তো স্বাধিন হয়েছিল প্রতিবাদ করার অধিকারের জন্য । দেশ তো স্বাধিন হয়েছিল , নিজ অধিকার আদায়ের জন্য । আজ কি কেউ তার নিজ অধিকার আদায়ের জন্য কোনো কথা বলতে পারে । আজো বৈসম্য দেশের সর্বত্র । জুলুম অন্যায় সর্বত্র । ক্ষমতার দাপটে সবি হয় । ন্যায় বিচার নির্বাসনে । কোনো জীবনেরই কোনো নিরাপত্তা নেই । সরকার ও তার বাহিনী চাইলেই যে কাউকে বিনা বাক্য ব্যয়ে হত্যা করতে পারে তাকে কারো কাছে কৈফিয়ত দিতে হয় নাহ । জরিমানা দিতে হয় নাহ । ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হয় নাহ । এমন একটি দেশ পাবার জন্য আমরাই দায়ী । আমাদের অনৈক্যই আজ আমাদের করে দিচ্ছে । কারো মাঝে দেশ প্রেম নেই । দল প্রেমই মুখ্য হয়ে দাড়িঁয়েছে । দল প্রেম দেশটাকে নরক বানিয়ে দিচ্ছে । যতদিন নাহ পুরো জাতি এক হতে পারবে যত দিন নাহ জাতি দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে পারবে ততদিন এই ভাবে ধ্বংস হতে থাকবে । কিছু করার নেই । আমরা যতদিন এইভাবে নিরব থাকব ততদিন এইভাবে লাশ পরতে থাকবে । যতদিন নাহ পুরো জাতি এক হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়াবে ততদিন এই ভাবে প্রাণ ঝড়তে থাকবে অন্যায় অবিচারও চলতে থাকবে । এখানেই বড় কষ্ট লাগে যে , জনগণের রক্ত ঝড়া পরিশ্রমের ভ্যাট ট্যাক্স এর টাকায় পেট চালানো বাহিনীরাই সেই জনগণকে গুলি করে মারে !! এর চেয়ে আর কষ্টের কি হতে পারে ! যারা জনগণের টাকায় খেয়ে পড়ে বাচেঁ তারা সেই জনগণকেই বন্দুক দেখায় !!! এই হল স্বাধিন দেশের নমুনা । আমি বিট্রিশ দেখিনি , পাক হানাদারদেরও দেখিনি তবে আমি স্বাধিন দেশের বাহিনীদের দেখেছি !!! গত 10 বছরে এইসব বাহিনীদের হাতে কত হাজার মানুষ প্রাণ হারিয়েছে তার একটা অনুসন্ধান বের করলেই স্বাধিন দেশের নমুনা বের হবে ।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
আমি এক অপদার্থ বলেছেন: আপনারেও গুলি করবে। সাবধান
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: যতদিন নাহ পুরো জাতি এক হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়াবে ততদিন এই ভাবে প্রাণ ঝড়তে থাকবে অন্যায় অবিচারও চলতে থাকবে । এখানেই বড় কষ্ট লাগে যে , জনগণের রক্ত ঝড়া পরিশ্রমের ভ্যাট ট্যাক্স এর টাকায় পেট চালানো বাহিনীরাই সেই জনগণকে গুলি করে মারে !! এর চেয়ে আর কষ্টের কি হতে পারে ! যারা জনগণের টাকায় খেয়ে পড়ে বাচেঁ তারা সেই জনগণকেই বন্দুক দেখায় !!!!!!!!!
ছেলের সামনে মায়ের ধর্ষন কতটুকু যন্ত্রনার!!!! সেই অপরাধে অপরাধীদের বিচার চেয়ে করা বিক্ষোভে গুলি করে ৩ জনকে মারে!!!!
তবে কি তারা ধর্ষকদের বাঁচাতে চাইছে?
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
বকস মুজিব বলেছেন: কবে মুক্তি পাব
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের দুস্টলোক হচ্ছে পুলিশ; তবে, পুলিশকে পিটানোর চেস্টা করা বেকুবী
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
ভবোঘুরে বাউল বলেছেন: ধরা যাবে না ছোঁয়া যাবেনা, বলা যাবে না কথা।
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!