নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম হলো শান্তির বাণী।।।।\nfacebook id www.facebook.com/mujib.boksh

বকস মুজিব

আমি খুব সাধারণ একজন মানুষ। আমি মুসলিম এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।।।

বকস মুজিব › বিস্তারিত পোস্টঃ

সপ্ন দেখা পাপ,মহাপাপ!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

সপ্ন দেখা পাপ,মহাপাপ!


সবই ফাঁস হয়,মেডিকাল ও..!!!
প্রতিবছরই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, এটাই সত্য। কখনও পুকুর চুরি হয়, কখনো ছোট্ট ডোবা চুরি।
....কিন্তু এ বছর যা হয়েছে, তা পুকুর চুরি নয়, একদম মহাসাগর চুরি। অন্যবার হয়ত ৫ পার্সেন্ট স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হতো, এবার ৫০ পার্সেন্টেরও বেশি স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত।
..
এই চান্স না পাওয়ার বেদনা আপনি আমি অনুভব করতে পারবো না।যে ছেলেটি বাবার গরু বিক্রির টাকা দিয়ে কোচিঙয়ে ভর্তি হয়েছে, দুবেলা খেয়ে মেসে থেকে পড়াশোণা করেছে, সে ছেলেটি যখন দেখে তার আশেপাশের সহপাঠিরা পরীক্ষার আগের রাতে লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনছে, সেই ছেলেটিই বলতে পারবে কষ্ট কাকে বলে!
..
...যে মেয়েটি প্রচন্ড অসুস্থতার সাথে লড়াই করেও পড়াশোনা চালিয়েছে, অপারেশন এর ১০ দিনের মাথায় কোচিং এ গেছে, নিজের একমাত্র বড় বোনের বিয়েতেও একটুও আনন্দ করে নি, প্রিয় দাদু মারা যাবার পরও গ্রামের বাড়িতে যেতে পারে নি, সে মেয়েটি যখন প্রশ্নফাঁসের কারনে চান্স পায় নি, কেমন লাগছে তার!
..
সহপাঠি আত্মীয় স্বজনের নানা তির্যক মন্তব্য, লাঞ্চনা/গঞ্জনা উপেক্ষা করে যে ছেলেটি/ মেয়েটি একবছর জীবন থেকে বিদায় করে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছে, তার কী অবস্থা ভাবতে পারেন?
..
এই প্রশ্ন ফাঁসের যুগেও কিছু ছেলে মেয়ে নিজের যোগ্যতায় চান্স পেয়েছে, এদের অবস্থাই বা কী! সেই জোচ্চুরদের জন্য এরা বলতে পারবে না, আমরা চান্স পেয়েছি বললেও কেউ বিশ্বাস করবে না! ২০১৫ সাল, শুনলেই সবাই তির্যক হাসি দিবে।

কত জনের কত সপ্ন ছিল।সপ্ন গুলো বইয়ের পাতায় ছিল লুকায়িত। কিন্তু মাত্র কিছু মুহূর্তে সপ্ন সপ্ন চূর্মার হয়ে গেলো..........
এদেশে সপ্ন দেখতে নাই...সপ্ন দেখা পাপ!! মহা পাপ!!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:

ক্রমেই দেশের চোর, ডাকাতের সংখ্যা বাড়ছে প্রতিদিন; প্রতিবারের প্রশ্ন ফাঁস হচ্ছে; রোধ করার জন্য বৃটিশ বা আমেরিকানদের আনা দরকার।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

বকস মুজিব বলেছেন: টিক বলচ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.