![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ একজন মানুষ। আমি মুসলিম এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।।।
আজ আরবি ৯ জিলহজ, পবিত্র আরাফাত দিবস। এ দিনকে হজের দিনও বলা হয়। আজ আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন লাখ লাখ হাজি। আরাফাতের ময়দান মুখরিত হয়ে উঠেছে এই ধ্বনিতে-‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’য়মাতা লাকা ওয়ালমুল্ক্, লা শারিকা লাকা।’ অর্থাৎ—‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’
হাজিরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করছেন। পবিত্র হজ পালন করতে গত সোমবার লাখো ধর্মপ্রাণ মুসলমান মিনায় পৌঁছেছেন। গতকাল (মঙ্গলবার) তাঁরা মিনায় অবস্থান করেন। তাঁরা নিজ নিজ তাঁবুতেই নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন। মিনা থেকে আজ তাঁরা আরাফাত ময়দানে সমবেত হয়েছেন।
আরাফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর ‘মুযদালিফা'য় যাবেন তাঁরা। সেখানে কিছু সময় অপেক্ষা করে মিনার উদ্দেশে রওনা দেবেন হাজি সাহেবরা। মিনাতে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন।
আরাফাতের দিনকে হজের দিন বলা হলেও জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মক্কা শরিফ থেকে পূর্বদিকে ৯ মাইল এলাকা জুড়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যেসব হুকুম -আহকাম বিধিবিধান পালন করা হয়, সেটাই প্রধানত হজ।
ইসলাম ধর্মের মূল স্তম্ভগুলোর একটি হচ্ছে হজ। প্রায় ৩০ লাখ মানুষ এবার হজ পালন করছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছেন ১ লাখ ৬ হাজারের বেশি।
আজ পবিত্র কাবা শরিফকে আবৃত করে রাখা কাপড় বা গিলাফ পরিবর্তন করা হবে। কাবা শরিফের গায়ে পরানো হবে নতুন গিলাফ।#
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’য়মাতা লাকা ওয়ালমুল্ক্, লা শারিকা লাকা।’ অর্থাৎ—‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’
+++