নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম হলো শান্তির বাণী।।।।\nfacebook id www.facebook.com/mujib.boksh

বকস মুজিব

আমি খুব সাধারণ একজন মানুষ। আমি মুসলিম এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।।।

বকস মুজিব › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন, যে ব্যক্তি ঋণ পরিশোধ করেনি তার হজ্জ শুদ্ধ হবে কি?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৭




যে ব্যক্তি ঋণ পরিশোধ করেনি তার হজ্জ শুদ্ধ হবে কি?
যে ব্যক্তি হজ্জ আদায় করলো কিন্তু তার জিম্মাদারিতে অন্যদের পাওনা ঋণ রয়ে গেছে তার হজ্জ সহিহ হবে; যদি হজ্জের রুকন ও শর্তগুলো পরিপূর্ণভাবে আদায় করা হয়। সম্পদের সাথে বা ঋণের সাথে হজ্জের শুদ্ধতার কোন সম্পর্ক নেই। তবে যে ব্যক্তির ঋণ আছে সে ব্যক্তির জন্য হজ্জ না করা উত্তম। যে অর্থ সে হজ্জ আদায়ে খরচ করবে সে অর্থ ঋণ আদায়ে খরচ করা উত্তম এবং শরয়ি বিবেচনায় সে সামর্থ্যবান নয়। এ বিষয়ে আলেমগণের ফতোয়া নিম্নরূপ:

১- হজ্জ আদায় করার জন্য যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে তার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা বলেন: ইনশাআল্লাহ হজ্জ সহিহ। হজ্জের শুদ্ধতার উপর ঋণ গ্রহণের কোন প্রভাব নেই। শাইখ আব্দুল আযিয বিন বায, শাইখ আব্দুর রাজ্জাক আফিফি, শাইখ আব্দুল্লাহ গাদইয়ান।

২- তাঁরা বলেন; “হজ্জ ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে- সামর্থ্যবান হওয়া। সামর্থ্যের মধ্যে রয়েছে- আর্থিক সামর্থ্য। আর যে ব্যক্তির উপর ঋণ রয়েছে, ঋণদাতারা যদি ঋণ আদায় করার আগে হজ্জ আদায়ে বাধা দেয় তাহলে সে ব্যক্তি হজ্জ আদায় করবে না। কারণ সে সামর্থ্যবান নয়। আর যদি তারা ঋণ আদায়ে চাপ না দেয় এবং সে জানে যে, তারা সহজভাবে নিবে তাহলে তার জন্য হজ্জ আদায় করা জায়েয আছে। হতে পারে হজ্জ তার ঋণ আদায় করার জন্য কোন কল্যাণের পথ খুলে দিবে।”

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার ব্যাখ্যা !!
আমাদের সবার বুঝে আসুক। আমিন-

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:

হজ শুদ্ধ বা অশুদ্ধের কোন নিয়ম নেই; আপনি বকবক করছেন।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

বকস মুজিব বলেছেন: অবশ্যই আছে গাজী ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.