![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে দেশে মানুষ জন্ম গ্রহন করুক না কেন তার সাথে জড়িত থাকে তার মৌলিক অধীকার সমূহ, যেমন অন্ন, বস্র, বাসস্থান,নিরাপত্তা,স্বাধীনতা ইত্যাদি।
প্রথমে আমাদের পরাধীনতার ইতিহাসের কিছু অংশ দেখি:
আমরা যখন ভারত বর্ষের সাথে স্মপৃক্ত ছিলাম তখন বৃটিশ শাসকেরা প্রতিনিয়ত আমাদেরকে শোষণ, নিপিড়ন, নির্যাতনে পিষে মারতো। বাকশূন্য মোখে প্রতিনিয়ত মুক্তি চেয়েছিলাম, চেয়েছিলাম আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে। তাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ,লাক্ষো-কোটি নির্যাতন সয্য করে, রক্ত ঝড়া আত্মনাদ আর লাক্ষে লাক্ষে মানুষের জীবন বির্সজনের বিনিময় সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে ছিলাম। ভেবে ছিলাম আমরা স্বাধীন হয়েছি। স্বপ্ন দেখেছি ডানা মেলে মুক্ত আকাশ পাড়ি দেবো। কিন্তু বাস্তবে;বাড়ণ, নিজের মায়ের কাছের শিক্ষা ভাষায় কথা বলতে পারবনা। তাদের দেয়া ভাষায় কথা বলতে হবে । তখন নাগরিকরে স্বাধীন চিন্তাধারা মাটিতে লুটিয়ে পড়ে, আবারও পরাধীনতা প্রতিবাদ, নির্যাতন,রক্তপাত বিনিময় কেড়ে আনি মায়ের ভাষা। তাতেও রক্তপাতের যবনিকাপাত হয়নি, আমরা অর্জনের নেশায় মাতোয়ারা হই। কথায় কথায় আমাদের উপর নির্যাতন,নিপিড়ন,যুলুম বন্ধ নেই। ধীরে ধীরে আমরা শপথ নেই,আর রক্তচক্ষু ভয় করবনা
অন্যায়ের প্রতিবাদ করবো তারপর একাত্তর, পাশবিক নির্যাতন,বর্বরতা,মা বোনের সম্রম নিয়ে মেলা,রক্ত আর নরবলী। পেলাম স্বাধীনতা আমার গর্ব, আমার মাটি , আমার দেশ,আমার চির ঠিকানা। কিন্তু ঘা শুকাতে না শুকাতে নুনের ছিঁটা। সেই ৭৫। আরে যাদের হাত ধরে স্বাধীনতা তাদেরকেই হত্যা।বাঃহ বাঙ্গালী , বাঃহ তুদের প্রতিদান। তারপর স্বাধীন দেশে নামে বেনামে নির্মম হত্যাযজ্ঞ। আমরা স্বাধীনতা পেয়েছি এবার ক্ষমতা আর গদির দরকার।চারপাশে ক্ষমতার মহরা। লাশের উপর লাশের রাজনীতি।আজ স্বাধীন দেশের ৪২বছর পর প্রশ্ন জাগে? আমরা নাগরিক হিসাবে আমারদেশের মৌলিক অধিকার গুলো কী পাচ্ছি? আমাদের সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তা কী আছে? কেন ক্ষমতা,গদির বিবাদে আমরা সাধারণ জনগন জীবন্ত বলী হই? রাজনৈতিক দল গুলোর আর কত অকাল জীবনের দরকার? আর কতো রক্তপত হলে আমরা পাবো জীবনের নিরাপত্তা সহ আমাদের মৌলিক অধিকার।রাজনৈতিক দল গুলোর স্বাধীন স্বাধীন গলাবাজী কবে বন্ধ হবে ,বাস্তবে কবে স্বাধীনতার সূর্য সাধারণ জনগন দেখবে? কবে বোক ফুলিয়ে গলাচেচিয়ে বলতে পারবো, আমরা স্বাধীন, আমার দেশে আমাদের নিরাপত্তা আছে?
( আমি আপনাদের মতো এতো শিক্ষিত নই, শব্দে,বানানে ভুল হলে দয়া করে ক্ষমা করবেন)
©somewhere in net ltd.