![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি যে, সবুজ পাতার উপকারিতা অনেক । মেহেদি পাতা সবুজ হলেও সবুজের পাশাপাশি এর গুন রয়েছে । মেহেদি পাতা জনপ্রিয় হয়ে আছে তার রং এর কারনে। নব বধু ও নতুন বরের হাতে বিভিন্ন আল্পনায় আঁকা রঙ্গিন হাতের শোভা এই মেহেদী রং না হলে তো চলে না বললেই হয়! তবে, হাত রাঙ্গানো ছাড়া ও এর বিভিন্ন ঔষধি গুন বা উপকারিতা আছে । এখন আমরা মেহেদি পাতার ৫ টি উপকারিতা নিয়ে কথা বলবো। ব্যাবহার করে দেখবেন, আশা করা যায় ভালো ফল পাবেন।
১। চুলের ঘনত্ব বৃদ্ধিতেঃ কার না ঘন কালো চুল পেতে ইচ্ছা করে। কিন্ত কাজের ব্যাস্ততার কারনে চুলের যত্ন ঠিক মত নেওয়া হয়ে ওঠে না। তাই চুল কালো করার সহজ উপায় হিসাবে গ্রহন করুন মাহেদি পাতার রস। মাহেদি পাতার রস ব্যবহারে আপনি সহজে পেতে পারেন ঘন কালো চুল।
২। সৌন্দর্য চর্চাঃ সৌন্দর্য চর্চায় মেহেদি পাতার ব্যবহার আজ নতুন নয় । সুদূর প্রাচীন কাল থেকেই এর ব্যবহার চলে এসেছে । হলুদ বাটো মেন্দি বাটো বাটো ফুলের মোও । বাঙ্গালী নারীর সৌন্দর্য চর্চায় অন্যান্য প্রাকৃতিক উপাদান হল মেহেদি পাতা । মেহেদি ছাড়া মেয়েদের সাজনি পুরোটাই যেন বৃথা যায় । তারা হাতে মেহেদি দেওয়া ছাড়া তাদের রূপ চর্চা কল্পনা ও করতে পারে না ।সৌন্দর্য চর্চায় নখ ও হাত রাঙ্গাতে আবহমান কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে মেহেদি পাতা । আর বৈজ্ঞানিক ভাবে ও দেখা গেছে যে অনেকের নখকুনি হয় । তারা যদি দিনে দু বার নখে মেহেদি পাতা দেয় তাহলে নখকুনি দূর হয়ে যায় আর হাতে দিলে হাতের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি হাতের ত্বক ও মসৃন থাকে ।
৩। খুশকি দূর করায়ঃ মাথায় ফাঙ্গাসের আক্রমনে খুশকি হয়ে থাকে । খুশকি দূর করতে কিছু মেহেদি পাতা নিন এবং সাথে একটি ডিম নিন । মেহেদি পাতার বাটা এবং একটি ডিম ভেঙ্গে একসাথে করে মাথায় দিন । এভাবে মেহেদি মাথায় আধা ঘণ্টা রাখুন । আর এ নিয়ম মেনে দুই সপ্তাহ চলুন । দেখবেন আপনার মাথা থেকে খুশকি দূর হয়ে গেছে ।
৪। পা ফাটা দূর করেঃ মেহেদি পাতার অনেক উপকারিতার মধ্যে পা ফাটা দূর করাও একটি । শীতকালে দেখা যায় অনেকেরই পা ফাটে । আবার অনেকের সারা বছর ই পা ফাটে । যাদের পা ফাটে তারা যদি মেহেদি পাতা ফাটা স্থানে ব্যবহার করে তাহলে তাদের পা ফাটাও দূর হয়ে যাবে ।
৫। চুল পাকা ও চুল উঠারোধেঃ অনেক ধরণের শ্যাম্পু বাজারে পাওয়া যায় । দেখা যায় এসব শ্যাম্পু মাথার চুল পড়া রোধ করতে পারে না । আবার অনেক সময় ত্বকের সাথে মানানসই শাম্পু পাওয়া যায় না। মেহেদি পাতা ব্যবহার করলে আপনার ৯০ ভাগ চুল পড়া কমে যাবে। এক মুটো মেহেদি পাতার সাথে একটি হরিতকি সামান্য বেটে মাথায় দিলে চুল উঠা রোধ হবে এবং চুল পাকা ও অনেকাংশে দূর হবে। তবে এভাবে আপনাকে সপ্তাহে দু বার লাগাতে হবে।
================================================================
বাংলা বইয়ের সুবিশাল অনলাইন লাইব্রেরীঃ Bangla eBooks PDF
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
নামে বইয়ের পোকা বলেছেন: বুজতে পেরেছি ভাই। ধন্যবাদ।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৫
eBooks Head বলেছেন: upokari post
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:

গুড ওয়ান। +
কিন্তু মন্তব্যশূন্য।
আমি বারবার আপনার পোস্টে আসবো। সমস্যা নেই। তবে একটা পাঠক মহল তৈরি করতে আপনাকেই কিছু করতে হবে।