![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই অল্প ভাষী মানুষ। তাও ব্লগটি ওপেন করলাম দেখি কিছু লিখতে পারি কিনা
আমরা ঘুমের মাঝে কত হরেক রকমের সপ্নই না দেখি ! আজ জেনে নিন সেই স্বপ্ন সম্পর্কে কয়েকটি মজার তথ্য:
প্রতিটি মানুষই স্বপ্ন দেখে। যদি আপনি মনে করেন আপনি স্বপ্ন দেখেন না তার অর্থ হয় আপনি তা মনে রাখতে পারেন না নয়ত আপনি জটিল কোন মানসিক রোগে ভুগছেন। সাইকলজিষ্টদের মতে রাতে অনিদ্রা হওয়ার অর্থ আপনি হয়ত অন্য কারো স্বপ্নে জীবিত। গড়ে একজন মানুষ বছরে ১৪৬০টি স্বপ্ন দেখে। অর্থাৎ প্রতি রাতে গড়ে প্রায় ৪ টি। আপনি কখনই একসাথে নাক ডাকতে এবং স্বপ্ন দেখতে পারবেন না। আমাদের মস্তিষ্ক কোন চেহারা তৈরী করতে পারে না। আমরা স্বপ্নে যে সব চেহারা দেখি তার সবগুলোই আমরা আমাদের জীবনে কখনও না কখনও দেখেছি। আমাদের জীবনে আমরা পথে ঘাটে অসংথ্য চেহারা দেখি যা মনে রাখতে পারি না। কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড তা ধরে রাখে এবং স্বপ্নে তা দেখায়। মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে কাটায়। সাধারনত গর্ভবতী মহিলারা অন্যান্যদের চেয়ে বেশী স্বপ্ন মনে রাখতে পারে। তার কারণ, গর্ভকালীন সময়ে তাদের অতিমাত্রায় হরমোনের পরিবর্তন হয়। স্বপ্ন দেখার ৫ মিনিটের মধ্যে আমরা তার ৫০শতাংশ ভুলে যাই, ১০ মিনিটের মধ্যে ভুলে যাই প্রায় ৯০ শতাংশ। আমরা সাধারনত প্রায় ৯০ থেকে ১৮০ মিনিট স্বপ্ন দেখি যেখানে, গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব হয় ১০ থেকে ১৫ মিনিট। সবচেয়ে লম্বা সময় স্বপ্ন দেখি সকালে যার স্থায়িত্ব ৩০ থেকে ৪৫ মিনিট। সাধারণত শিশুরা দুঃস্বপ্ন বেশি দেখে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
আন্নীআক্তার৭৮৬ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
হাসান রাজু বলেছেন: হুম স্বপ্ন দেখি কিন্তু কিছুই মনে থাকে না। আফসোস ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
আন্নীআক্তার৭৮৬ বলেছেন: আমারও একই অবস্তা, তবে কিছুটা মনে রাখতে পারি সকাল পর্যন্ত তারপর সব ভুলে যাই।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
ডট কম ০০৯ বলেছেন: সেই দিন আমি এমন ভয়ংকর স্বপ্ন দেখছি সেইরাম ভয় পাইছি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
আন্নীআক্তার৭৮৬ বলেছেন: ভয়ংকর স্বপ্ন দেখে ভয় পাওয়াই স্বাভাবিক। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
তানভীর তুর্য্য বলেছেন: আমি বেশ কয়েকদিন ধরে অদ্ভুত সব স্বপ্ন দেখছি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
আন্নীআক্তার৭৮৬ বলেছেন: আশা করি যেন ভালো স্বপ্ন দেখেন। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
সনেট কবি বলেছেন: আমি সব চমৎকার স্বপ্ন দেখি। যাতে আমার মন ভাল থাকে। তবে স্বপ্নে সুস্বাদু খাবার খেতে দারুণ লাগে। সে সময় স্বপ্ন ভাঙলে আফসুস লাগে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
আন্নীআক্তার৭৮৬ বলেছেন: স্বপ্নে কি দেখবো সেখানে আমাদের কোনো হাত থাকে না. তাহলে আপনি চমৎকার স্বপ্ন কিভাবে দেখেন? যাইহোক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০
আহমেদ জী এস বলেছেন: আন্নীআক্তার৭৮৬ ,
স্বপ্ন নিয়ে ভালো লিখেছেন ।
স্বপ্নরা চিরকাল স্বপ্নই থেকে যায়, ধরা দেয়না !
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
আন্নীআক্তার৭৮৬ বলেছেন: ঠিক বলেছেন।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: সকালে ঘুমালে আমি বেশী স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে আমার খুব ভালো লাগে।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম বলেছেন, "যা তুমি ঘুমিয়ে দেখ তা স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমাতে দেয় না সেটাই স্বপ্ন"
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯
আন্নীআক্তার৭৮৬ বলেছেন: ভালো বলেছেন। মন্তব্য করে জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: গত একমাস ধরে আমি অদ্ভুত সব স্বপ্ন দেখছি।