নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশেষ কেউ বা কিছু না। যা মনে আসে যেভাবে মনে আসে তাই লিখি।
আমি রানা, এই দেশের আর দশটা বেকার এর মতো আমিও মধ্যবিত্ত বেকার, নিজেকে শিক্ষিত বেকার বলব নাকি শুধুই বেকার বলব জানিনা। আর দশজনের মতো, বেকারত্বের হতাসাও আমাকে কুঁকড়ে কুঁকড়ে খাচ্ছে। কিন্তু সপ্ন আমার অনেক, বিশাল এই হতাশার পৃথিবীতে আমার সপ্নগুলো যেন এক একটা মহাবিশ্ব সমান।
এই সপ্নের পথে হাটতে গিয়ে কত শত মানুষের সাথে পরিচয়, কত শত আশা, কত শত হতাশা, কেউ আসে বন্ধু হয়ে, আবার কেউ আসে বন্ধুর নামে সুবিধা নিতে,এরই মাঝে আমাদের ভাল মন্দ খুজে নেওয়া, শত বাধা পার করে আমাদের এগিয়ে যাওয়া।
এই এগিয়ে যাওয়ার গল্পই রানা। এবং আমাদের সমাজের রানারা এই সকল বাধা কিভাবে পার করে তাই এই ব্লগে ক্রমে তুলে ধরা হবে।
০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
আমি রানা বলেছেন: ধন্যবাদ, পাশে থেকে অনুপ্রেরণা দিবেন।
২| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০০
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা।
জীবন হোক আরো বেশী সু্ন্দর।
০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
আমি রানা বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো সংকল্পের কথা বললেন । শুভ ব্লগিং। এগিয়ে চলুন।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
আমি রানা বলেছেন: ধন্যবাদ। পাশে থেকে সাহস দিবেন।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭
কামরুননাহার কলি বলেছেন: গুড।