নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তব এবং সাধারন মানুষ আমার লিখার জীবন। এখানে রানা নামের একজন অতি সাধারন ব্যক্তির দৈনিক জীবন এবং তার দৃষ্টিতে সমাজের বর্তমান অবস্থা এবং এর প্রভাব তার নিজের ভাষায় প্রকাশ করা হবে।

আমি রানা

আমি বিশেষ কেউ বা কিছু না। যা মনে আসে যেভাবে মনে আসে তাই লিখি।

আমি রানা › বিস্তারিত পোস্টঃ

করোনায় বন্দী অবস্থায় আমার ভাবনা!!!(৮) প্রসঙ্গ ব্রাক্ষণবাড়িয়া

১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

আমি ব্রাক্ষনবাড়িয়ার ছেলে । কদিন যাবৎ ভাবছি কিছুই লিখবোনা। গতকালত মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল দুটি কারনে :
১) ব্রাক্ষণবাড়িয়ার কিছু মানুষের নির্বুদ্ধিতার কারনে ,বিশেষ করে কিছু পাতিনেতার কারনে, যাদের কিছু অন্ধ অনুসারি আছে এবং এই অন্ধরা তাদের নেতার কথায় মারামারি করে এবং জানাজায় শরিক হয়।
২) গোটা বাংলাদেশের কিছু মানুষ যাদের চিন্তার ক্ষমতা আসলেই অনেক কম। দু বাক্য কেন বলতে পারে অথবা দু-কলম কেন লিখতে পারে তারা যা মনচায় বলে বা লিখে। যাচাই করেনা বা চিন্তা করেনা ঘটনা কি বা এর মূলে কারা দায়ী?!
আমি গত কদিনে যা যা ঘটনা ঘটেছে তার জন্য লজ্জিত তাই বলে এইনা যে আমার ব্রাক্ষণবাড়িয়া খারাপ। ব্রাক্ষণবাড়িয়াকে খারাপ বলার আগে নিচের লিস্টটা একবার পড়ে দেখেন তারপর তাদের সাথে নিজের যোগ্যতা তুলোনা করে গোটা ব্রাক্ষণবাড়িয়াকে খারাপ বলবেন।
একজন ব্লগার বলেছে যুদ্ধের সময় ব্রাক্ষণবাড়িয়া রাজাকার পয়দা করেছে। ব্রাক্ষণবাড়িয়া যে ভাষা সেনিক ও জাতীয় বীর ও পয়দা করেছে তা তার জানা নেই।
ভালো খারাপ সব জায়গায় আছে, ফেসবুকে বউকে মারারযে ভিডিও দিল কেউত তার বাড়ি নিয়ে প্রশ্ন তুলেনি, তাহলে ব্রাক্ষণবাড়িয়া কেন???

১:আইনমন্ত্রী ব্রাহ্মনবাড়িয়ার
২:মৎসমন্ত্রী ব্রাহ্মনবাড়িয়ার
৩:খাদ্যমন্ত্রী ব্রাহ্মনবাড়িয়ার
৪:সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র ব্রাহ্মনবাড়িয়ায়
৫:২য় বৃহওম বিদ্যুৎ কারখানা ব্রাহ্মনবাড়িয়ায়
৬:সবচেয়ে বড় সার কারখানা ব্রাহ্মণবাড়িয়ায়
৭:সবচেয়ে বড় রেলওয়ে জংশন ব্রাহ্মণবাড়িয়ায়
৮:আখাউড়া স্হলবন্দর ব্রাহ্মণবাড়িয়া
৯:আশুগঞ্জ নৌবন্দর ব্রাহ্মণবাড়িয়া
১০: আশুগঞ্জের সাইলো ব্রাহ্মণবাড়িয়ায়
১১:সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার
১২:ভাষাসৈনিক 'অলি আহাদ' ব্রাহ্মণবাড়িয়ার
১৩:কবিঃ 'আল মাহমুদ, অদ্বৈত্য মল্লবর্মনের, আব্দুল কাদির, হাসান ইমাম, সানাউল হক' ব্রাহ্মণবাড়িয়ার
১৪:মিল্লাত গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, টেকনো ড্রাগস, কিউট কোম্পানি, লিব্রা কোম্পানি, মেসার্স হেলাল এন্ড ব্রাদার্স(আমানত শাহ), মাছিহাতা সোয়েটার কোম্পানি, হামীম গ্রুপ, চ্যানেল ২৪, মোমেন কন্সট্রাকশন, ইগলু আইস-ক্রিম ব্রাহ্মণবাড়িয়ার
১৫বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল শহিদ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া
১৬:সাবেক সেনাপ্রধান ব্রাহ্মণবাড়িয়ার
১৭:সুরসম্রাটঃ 'ওস্তাদ আলাউদ্দিন খা, ওস্তাদ আয়েত আলী খা, আব্বাস উদ্দীন খা, আফতাব উদ্দিন খা' ব্রাহ্মণবাড়িয়া
১৮:'ধীরেনদ্রনাথ দত্ত' এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া
১৯:দেশবিখ্যাত পুতুলনাচের আদিঘর ব্রাহ্মণবাড়িয়া
২০:মোরগ লড়াই এর আদিঘর ব্রাহ্মণবাড়িয়া
২১:রেমিটেন্স আয়কারী জেলাগুলোর মধ্যে ২য় ব্রাহ্মণবাড়িয়া
২২:৫ জন বীরউত্তম এর মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার
২৩:অর্থনীতিবিদ 'আকবর আলি' ব্রাহ্মনবাড়িয়ার
২৪:সাবেক গভর্নর 'সালাহউদ্দিন আহমেদ, নাজিম উদ্দিন' ব্রাহ্মণবাড়িয়ার
২৫:সাবেক বিডিআর মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়া
২৬:পিআইবি, শিহ্মা অধিদপ্তর মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ার
২৭:নাসার মহাকাশ গবেষক 'আব্দুস সাত্তার খান' ব্রাহ্মণবাড়িয়ার
২৮:১ম মুসলিম ব্যারিষ্টার 'আব্দুর রসুল' ব্রাহ্মণবাড়িয়ার
২৯:উপমহাদেশের বিখ্যাত আলেমঃ 'হযরত সিরাজুল ইসলাম, মুফতী ফজলুল হক আমিনী, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম' ব্রাহ্মণবাড়িয়ার
৩০:বাংলার ক্রিকেট এর লিটল মাষ্টার 'আশরাফুল' ব্রাহ্মণবাড়িয়ার
৩১:অভিনেতাঃ 'আলমগীর, ইরিশ যাকের, জাকিয়া বারী মম, সাজু খাদেম' ব্রাহ্মণবাড়িয়ার
৩২:গায়কঃ 'আখি আলমগীর, আরেফীন রুমী, জনি খন্দকার, পড়সী, শেখ সাদি খান, সৈয়দ আব্দুল হাদি' খুরশেদ আলম ব্রাহ্মণবাড়িয়ার
৩৩:মোটিভেশনাল স্পিকার 'সোলায়মান সোখন' ব্রাহ্মণবাড়িয়ার
৩৪: বাংলাদেশের প্রথম মহিলা জজ রাবেয়া ভূইয়া
ব্রাহ্মণবাড়িয়ার
৩৫: বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোঃ আফজাল ব্রাহ্মণবাড়িয়ার।
৩৬: জাতীয় নিরাপত্তা গো‌য়েন্দা সংস্থা (NSI) মহাপ‌রিচাল‌ক মোঃ শামসুল হ‌ক ব্রাহ্মণবা‌ড়িয়ার
৩৭:জাতীয় বীর 'আবদুল কুদ্দুস মাখন' ব্রাহ্মণবাড়িয়ার
৩৮:দেশের জন্য জীবন দিয়ে পৃথিবীর বুকে বিরল ইতিহাস তৈরী করা সরাইলের ক্ষুদিরাম ব্রাহ্মণবাড়িয়ার।
৩৯:এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে জন্ম নিয়েছিলো সৈয়দ আকবর হোসেন বকুলের মতো সন্তান যিনি এই দেশের জন্যে জন্যে শহিদ হয়েছিলেন। তাঁর আপন ছোট ভাই আর তাকে এক দঁড়িতে বেধে পাকিস্তানি সেনারা ব্রাশ ফায়ার করে মার্ডার করে কুরুলিয়া খালের পাড়ে ফেলে রেখেছিলো।
এই রশিতে বাঁধা ছিলো সরাইলের ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ির দুই সন্তান।
লাশ যখন পানি থেকে উঠানো হয়েছিলো তার পেটের মাংস খসে খসে পড়ে যাচ্ছিলো।
আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হতে পেরে গর্বিত

সংগ্রহ
ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: সব খানেই ভালো মন্দ আছে, তবে কিছু কিছু বিষয়ে কমন সেন্স রাখতে পারার বিষয়টাও মাথায় রাখা উচিত!

১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৯

আমি রানা বলেছেন: তাদের কমন সেন্স নেই বলেই এমন কাজ করেছে।

২| ১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৫

শুভ্র মিহির বলেছেন: জানাজার কথা বাদ দিন। লুডু খেলা নিয়ে মারামারি সেটা নিয়ে কি বলবেন । ওস্তাদ আলাউদ্দিন খা অনেক নাজেহাল হয়েছেন ঐ বর্বরদের দ্বারা ।
https://www.youtube.com/watch?v=JiHpH2cZITI

১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৯

আমি রানা বলেছেন: মারামারির কিছু কারন আছে, তারা ঝগড়া করে মেম্বার চেয়ারম্যান এর কাছে যায়। এবং মেম্বার চেয়ারম্যানরা তাদের স্বার্থ উদ্ধারে এমন কাজ ঘটায়। রিপোর্টেই বলা হয়েছে।
ওস্তাদ আলাউদ্দিন খা কে নাজেহাল করেছে কিছু উগ্র ধর্মীয় গোষ্ঠির লোক যাদের কেন্দ্রিয় নেতা অন্য জেলার লোক।

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৫

শুভ্র মিহির বলেছেন: https://www.youtube.com/watch?v=JiHpH2cZITI

৪| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

রাজীব নুর বলেছেন: সব কথার এক কথা হলো- গতকাল কাজটা তারা মোতেও ভালো করে নাই।

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৩

আমি রানা বলেছেন: খারাপ সবসময় খারাপ।

৫| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৮

শুভ্র মিহির বলেছেন: গোলাম আজম যে আপনাদের সন্তান সেটা তো উল্লেখ করলেন না

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৪

আমি রানা বলেছেন: হা আমাদের তবে নিজামি কাদের? কাদের মোল্লা কাদের? সাকা চৌধুরী কাদের? ওরা বাংলাদেশের ছিলনা????

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪১

আমি রানা বলেছেন: সোহানাজোহা বলেছেন:

শুভ্র মিহির আপনার গ্রামের বাড়ি / জন্মস্থান কোন জেলা? গ্রামের বাড়ি আছে না নাই? থাকলে বলেন? সেই জেলায় যতো রাজাকার আলবদর আছে তার নাম আমি জানাবো।

৬| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৩

সোহানাজোহা বলেছেন:




শুভ্র মিহির আপনার গ্রামের বাড়ি / জন্মস্থান কোন জেলা? গ্রামের বাড়ি আছে না নাই? থাকলে বলেন? সেই জেলায় যতো রাজাকার আলবদর আছে তার নাম আমি জানাবো। ব্রাক্ষণবাড়িয়া জেলার নামে রাজীব নুর, রেজা ঘটক নামক ঘটকের মাথা পুরো নষ্ট হয়ে গেছে। সম্ভবত ১৪টা ইঞ্জেকশান দিতে হবে।

৭| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালোমন্দ সব দেশে, সব জেলা, সব থানা, ইউনিয়ন ও গ্রামে আছে।
এক জনের জন্য যেমন পুরো গ্রামের বদনাম হয় তেমনি কতিপয় লোকের
জন্য পুরো জেলা ও দেশের বদনাম হয়। মক্কাতে কি চোর নাই? বরিশালে
আঃ রহমান বিশ্বাস যেমন ছিলো তেমনি শেরেবাংলা, বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর,
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, জীবনানন্দ দাশ, কুসুমকুমারী দাশ, অশ্বিনীকুমার দত্ত, সুফিয়া কামাল,
সরদার ফজলুল করিম, আলতাফ মাহমুদ, মেজর জলিল, আবু জাফর ওবায়দুল্লাহ, আবদুল গাফফার চৌধুরী,
আগা বাকের, বি ডি হাবিবুল্লাহ,আবদুল জব্বার, সুরকার আবদুল লতিফ. কবি আসাদ চৌধুরী. কবি মুকুন্দ দাস,
মিঠুন চক্রবর্তী, হানিফ সংকেত, ড. কামাল হোসেন, মনোরমা বসু. কবি মোজাম্মেল হক,
বিচারপতি জগন্নাথ পারে, অভিনেতা রাজিব, অভিনেতা নাসির খান, অভিনেতা গোলাম মোস্তফা
বিপ্লবী নেতা নির্মল সেন, কলামিস্ট সাদেক খান রাজনীতিবীদ বেগম সেলিমা রহমান, রাজনীতিবীদ এনায়েত উল্লাহ খান
বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষ, চারণ কবি মুকুন্দ দাস.অমৃত লাল দে, রাজনীতিবিদ শরত্চন্দ্র গুহ, শিক্ষাবিদ কালীচন্দ্র ঘোষ
চারুশিল্পী বলহরি. কবি সুফিয়া কামাল. সৈয়দ হাতেম আলী. খান বাহাদুর হেমায়েত উদ্দিন খান
বৃটিশ বিরোধী কৃষক নেতা ও শহীদ রহিমউল্লাহ , কবি হুমায়ূন কবির, সশস্ত্র বৃটিশ বিরোধী বিপ্লবী বলখী শাহ
জারী সম্রাট আবদুল গনি বয়াতী. ঔপন্যাসিক অমরেন্দ্র ঘোষ. রাজনীতিবীদ আমির হোসেন আমু, শাহরিয়ার নাফীস (ক্রিকেটার)
অভিনেতা মোশাররফ করিম. স্পীকার আঃ জব্বার খান. স্পীকার আব্দুল ওহাব খান. আগা বাকের খান, উৎপল দত্ত ও ছিলেন। তাই কোন জেলাকেই খারাপ বলা ঠিক না। কারন সব জেলা মিলেই সোনার বাংলা।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৮

আমি রানা বলেছেন: যাদের নাম বলেছেন তারা প্রত্যেকেই বাংলাদেশ।
আবেগের বশে যা ইচ্ছা বলা যায়না।এটাও অনেকের জানা দরকার।

৮| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৭

শুভ্র মিহির বলেছেন: আপনি যেভাবে বিখ্যাত মানুষের ফিরিস্তি দিলেন

৯| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রানা সাহেব আবার আসতে বাধ্য হলাম আপনার পোস্টে
আচ্ছা সোহানাজোহা কোন লিংগের প্রজাতি!!
ধরতে পারছিনা ।। এদের হীনমন্যতার কারনে দোষ হয়
জেলার বা এলাকার। তার পোস্টটি পড়ে দেখলে তার প্রমাণ
মিলবে। আমার মন্তব্যটি সে ডিলেট করে দিয়েছে অথচ তার
পোস্টে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমন করা হয়েছে। ছি !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.