![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোশাক আর মননের গেঁয়ো ভাবটা এখনো যায়নি। তাল মেলাতে গেলেই খেই হারিয়ে ফেলি।
কিছু অদ্ভুত রঙ বাতাসে
টিনের চালে ঢেউ ওড়ার শব্দরা
কি জানি কি নৈবেদ্য পাতায়
অলস পোকার দল রেশম বানানো ফেলে রেখে
ঝাঁপ দিয়েছে অন্ধকারে। বোকা।
"ও গোঁসাই, বাড়ি আছো?
একটা গান বেঁধে দেও দেখি!
আসছে হাটে মজমা দেব
কামাই যা, আট আনা-আট আনা
আমারটা না হয় মাধুকরী
কিন্তু তোমারটা?"
গোঁসাইয়ের মৃদু উচ্চারণ ভীড় ঠেলে ক্লান্ত হয়ে পড়ে
গান গেয়ে পয়সার দাম আছে।
গান বেচে কি পাওয়া যায়?
একজন সন্ত লোক ক্লান্তির পা বেয়ে হেঁটে আসলো,
বড় অদ্ভুত লোকটা
কাঁধ থেকে ফেরি নামিয়ে
ওহ বুঝেছি! কাবুলিওয়ালা।
কিন্তু এ বাড়িতে তো কোন খুকি থাকেনা!
"খুকিরা এখন গ্রামে থাকে",
ছোট্ট ছেলেটা তার হারকিউলিস সাইকেলে চেপে বলল কথাগুলো
গ্রাম চিনোনা বুঝি?
"ওই যে, যেখানে খুকিরা থাকে"
হাতের তালু উল্টিয়ে-
"বুড়োটা দেখি বড্ড বোকা!"
শহর তবে কি গ্রাম ছাড়ালো?
একটুকরো সোঁদা গন্ধ কোথায় পাই!
পাট কিংবা ধান মাড়াইয়ের।
খুকি আজ বড্ড উদাস
তার বাংলা বইয়ের পাতায়
কে যেন লিখে রেখেছে "A"
হতচ্ছাড়া লিখাটা বড্ড বেশি বেমানান লাগছে
সে বোকা মেয়ে সবাই জানে
চালাক হতে বাধ্য করেনি তো কেউ!
খুকি, আমাদের অনাধুনিক খুকি
দাওয়ায় বসে দেখে
আসছে কাবুলিওয়ালা
সে হেসে ওঠে গ্রাম বিস্তারে।
একজন গোঁসাই, একজন গাতক
আর একজন কাবুলিওয়ালা
তখন,
কিছু অদ্ভুত রঙ বাতাসে
টিনের চালে ঢেউ ওড়ার শব্দরা
কি জানি কি নৈবেদ্য পাতায়
অলস পোকার দল রেশম বানানো ফেলে রেখে
ঝাঁপ দিয়েছে অন্ধকারে। বোকা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৮
কথক পলাশ বলেছেন: হা হা হা! পুত্তুম পিলাচটা আপনিই দিলেন?
ধইন্যা।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৫
হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৮
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
দীর্ঘদিন অনিয়মিত থাকার পর আবার লিখছি। ভাবনা চিন্তায় জং পড়ে গেছে।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হা হা হা। তারপর আছেন কিরাম?
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৯
কথক পলাশ বলেছেন: এইতো। দীর্ঘ একমাস দৌড়ের উপর থাকার পর, আজ থেকে পাংখা। আপনার অনেক গুলো পোস্ট পড়া বাকি। আশা করি আজ-কাল-পরশু'র মধ্যেই শেষ করতে পারব।
আপনার খবর ভালো তো?
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৩
শ।মসীর বলেছেন: কিছু অদ্ভুত রঙ বাতাসে
টিনের চালে ঢেউ ওড়ার শব্দরা
কি জানি কি নৈবেদ্য পাতায়
অলস পোকার দল রেশম বানানো ফেলে রেখে
ঝাঁপ দিয়েছে অন্ধকারে। বোকা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৫
কথক পলাশ বলেছেন: ভাই কেমন আছেন?
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আলহামদুলিল্লাহ্। আমিও পাংখা পজিশনে আছি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০১
কথক পলাশ বলেছেন:
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৮
হাসান মাহবুব বলেছেন: কিছু অদ্ভুত রঙ বাতাসে
টিনের চালে ঢেউ ওড়ার শব্দরা
সুন্দর
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০২
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩১
রাইসুল সাগর বলেছেন: কিছু অদ্ভুত রঙ বাতাসে
টিনের চালে ঢেউ ওড়ার শব্দরা
কি জানি কি নৈবেদ্য পাতায়
অলস পোকার দল রেশম বানানো ফেলে রেখে
ঝাঁপ দিয়েছে অন্ধকারে। বোকা
জটিল। +
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৫
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১০
জুন বলেছেন: একজন খুকি একজন গাতক আর একজন কাবুলিওয়ালা তুমি কোনটা পলাশ?
কাবুলিওয়ালাও নও..... খুকী ও নও.....তাহলে কি.....
প্লাস
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৬
কথক পলাশ বলেছেন: আপু, আমি আপাতত কথক। আর গাতক হতেও আমার আপত্তি নেই।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৯
সমুদ্র কন্যা বলেছেন: কিছু অদ্ভুত রঙ বাতাসে
টিনের চালে ঢেউ ওড়ার শব্দরা
কি জানি কি নৈবেদ্য পাতায়
অলস পোকার দল রেশম বানানো ফেলে রেখে
ঝাঁপ দিয়েছে অন্ধকারে। বোকা।
কি সুন্দর পলাশ ভাই!
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৭
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ আপু।
আমাদের সাগরপুত্র কেমন আছে?
আপনার মেহেদি রাঙ্গানো হাতের ছবিটা প্রাণবন্ত হয়েছে।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৭
শিরীষ বলেছেন: এরকম রেশম বুনে যান বসন্তপ্রসূন, আমরা গ্রামসবুজে জড়িয়ে রাখি !!
অসাধারণ !!
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১০
কথক পলাশ বলেছেন: দারুণ!
গ্রামসবুজে জড়িয়ে রাখি...
কি সুন্দর কথা!
গ্রামসবুজ।
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
নাইস! রিয়ালি নাইস!
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪১
কথক পলাশ বলেছেন: থ্যাঙ্কু আপু।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৬
শূণ্য উপত্যকা বলেছেন: একটুকরো সোঁদা গন্ধ কোথায় পাই!
পাট কিংবা ধান মাড়াইয়ের।
দিনগুলোর কথা ভুলতে চাই পারি না। ফিরে আসে আমার গ্রামের দিনগুলো।++++
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪২
কথক পলাশ বলেছেন: এই ভাগ্য এখনো আমার আছে। যখন ইচ্ছে হয়, ছুটে চলে যাই গ্রামান্তরে। হাঁটি, ১-২-৩ কিংবা আরো বেশি ঘন্টা। গ্রামের গন্ধটা অদ্ভুত।
সরল আর প্রাণবন্ত।
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৮
রাজসোহান বলেছেন: আরে জোশ
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৩
কথক পলাশ বলেছেন: কথক পলাশ আনন্দিত।
১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪১
করবি বলেছেন:
কিছু অদ্ভুত রঙ বাতাসে
টিনের চালে ঢেউ ওড়ার শব্দরা
কি জানি কি নৈবেদ্য পাতায়
অলস পোকার দল রেশম বানানো ফেলে রেখে
ঝাঁপ দিয়েছে অন্ধকারে। বোকা।
আহা কি সুন্দর কি সুন্দর করে লিখলে পলাশ!!
চমৎকার লাগলো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪০
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ আপু। কেমন আছেন?
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০১
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ঈদের শুভেচ্ছা
১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৩
কথক পলাশ বলেছেন: শুভেচ্ছা ঈদের।
ঈদ মোবারক।
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১০
রাজসোহান বলেছেন: ঈদ মোবারক
১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৪
কথক পলাশ বলেছেন: ঈদ মোবারক।
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৩
শূণ্য উপত্যকা বলেছেন: ঈদ মোবারক।
১১ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪২
কথক পলাশ বলেছেন: ঈদ মোবারক।
১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৭
মুকুট বিহীন সম্রাট বলেছেন: পলাশ বরাবরের মতই সুন্দর রচনা ।
ঈদ মোবারাক পলাশ
খুব ভালো কাটুক এই দিনটি, এমন করে জীবনের প্রতিটি দিন,
পলাশের এমন ভালো থাকার অধিকার আছে এই বাংলায়।
অন্তরের অন্তস্থল থেকে কামনা করছি আপনার সর্বাঙ্গিক মঙ্গল।
১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৪
কথক পলাশ বলেছেন: ঈদ মোবারক ভাইয়া।
ভালো থাকার অধিকার আমাদের সবারই আছে-থাকুক; এই প্রত্যাশা।
১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৪
করবি বলেছেন:
ভালো আছি। তুমি কোথায় পলাশ ?
অনেক অনেক ঈদ শুভেচ্ছা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০১
কথক পলাশ বলেছেন: আপু, এইতো আছি। ফেসবুকে আমার কনসার্টের ভিডিও আপলোড করেছি। দেখেছেন?
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: কাবুলীওয়ালা ছবি আর কবিতা দুটোই সুন্দর!
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪১
কথক পলাশ বলেছেন: থ্যাঙ্কস আপু।
কেমন আছেন?
২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৪০
ফাহাদ চৌধুরী বলেছেন:
অলস পোকার দল রেশম বানানো ফেলে রেখে
ঝাঁপ দিয়েছে অন্ধকারে। বোকা।
অপুর্ব!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০০
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ ফাহাদ ভাই।
কেমন আছেন?
২২| ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ২:৩৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অসাধারন: প্রথম পড়লাম ভাই আপনার ব্লগ আবার আসব আপনার বাড়িতে।
১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৩
কথক পলাশ বলেছেন: অবশ্যই আসবেন।
সবসময় স্বাগতম।
২৩| ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ২:৩৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অসাধারন: প্রথম পড়লাম ভাই আপনার ব্লগ আবার আসব আপনার বাড়িতে।++
১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৩
কথক পলাশ বলেছেন: থ্যাঙ্কস।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: জটিল। +
খুকি, আমাদের অনাধুনিক খুকি
দাওয়ায় বসে দেখে
আসছে কাবুলিওয়ালা
সে হেসে ওঠে গ্রাম বিস্তারে।