নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথক

আমার খুব কষ্ট হয়, যখন RAJAKAR বানানটা বাংলা বর্ণমালায় লিখা হয়। এটা বর্ণমালার জন্য অপমান।

কথক পলাশ

পোশাক আর মননের গেঁয়ো ভাবটা এখনো যায়নি। তাল মেলাতে গেলেই খেই হারিয়ে ফেলি।

কথক পলাশ › বিস্তারিত পোস্টঃ

ঘুমাও বাউণ্ডুলে, ঘুমাও এবার...

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

"কে বেশি পাগল, কবি, না কবিতা

দরকার নেই সেই হিসেব দেবার।

ঘুমাও বাউণ্ডুলে-ঘুমাও এবার।"



আব্বা র নিষ্প্রান দেহটা যতক্ষণ না বাঁশের ডাই এর আড়ালে একেবারে ঢাকা পড়ে গেলো, ততক্ষণ গিট্টুমিয়া উঁকি দিয়ে দিয়ে দেখছিলো। শেষ ডাই’টা দেয়া হয়ে গেলো। তার উপরে চাটাই। গিট্টুমিয়া (পূর্ণ ওর আসল নাম) এক দৌড়ে একে আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠলো। তার সবচেয়ে প্রিয় মানুষটা চিরতরে মাটির গর্ভে হারিয়ে গেলো। সাড়ে সাত বছরের একজন মানুষ কিইবা বলতে পারে? তার আছে কেবল কান্না। কবরের পাশ থেকে সবাই চলে গেছে, দাঁড়িয়ে আছি কেবল আমি আর পূর্ণ। পূর্ণ কাঁদছে। আর আমি শেষ বারের মতো কবরের গা ছুঁয়ে দেখলাম। মাথায় ঘুরছিলো লাইন ক’টি-‘ঘুমাও বাউণ্ডুলে, ঘুমাও এবার’। বিড়বিড় করে তাই বললাম। তারপর হিরন্ময় নিরবতা!



লোকটা বাউণ্ডুলে ছিলোতো বটেই। নইলে কি আর সদ্য প্রেমিকাকে ছেড়ে যুদ্ধে যায়? তার অসমাপ্ত ডায়েরি হাতে নিয়ে বসেছিলাম স্থাণুর মতো। একদিন সে বলেছিলো, ‘বাজান, যুদ্ধের ঘটনা। লেখা শেষ হইলে ছাপাইয়া দিও। আমার তো ছাপানোর মতো টাকা নাই’। সম্মতিতে ঘাড় নেড়েছিলাম। আচ্ছা।



ডায়েরিতে হিসেব লিখা। ২৩৫০০ টাকা ধার। ৫৮০০০ টাকা ব্যাংক লোনের ৩৬৪০০ শোধ করেছেন। বাকীটাকা গুলো শোধ করার আপ্রান চেষ্টা করেছেন বলে বোঝা গেলো। ধার করে ধার শোধ করার বেশ কিছু ইতিহাস পাওয়া গেলো। আর তিনটা ডায়েরি ভর্তি কবিতা। মুক্তাক্ষরে লিখা। যেখানে কাটাকুটি হয়েছে, পরম যত্নে ফ্লুইড দিয়ে নিজের ভুল ঢেকেছেন। হায়! মৃত্যুর মতো বড় ভুলকে তিনি ঢাকতে শিখেননি। পকেটে টাকা নিয়ে বের হলাম ধার শোধ করার জন্য। ঘুরে ঘুরে শোধ করলাম একজন মুক্তিযোদ্ধার সারা জীবনের সঞ্চয়। সঞ্চয় মানে এখানে দেনা। সারাজীবন খরচ করে গেছেন এমনকি শেষ পর্যন্ত জীবনটাও। সঞ্চয় করবেন কি করে! সন্ধ্যে বেলায় ঘরে ফিরলাম। নির্ভার।



রাত ৮টা গ্রামের জন্য নিশুতিই বলা চলে। তার উপর মৃতশোকাহত বাড়ি। ঢোকার সময় দেখলাম গিট্টুমিয়া গেটের কাছে দাঁড়িয়ে। জিগ্যেস করলাম, ‘কি করো’? সে বললো, ‘আমার ভালো লাগেনা’। প্রতি সন্ধ্যায় আব্বা বাইরে থেকে ফেরার সময় ফোন দিতো গিট্টুমিয়াকে। গিট্টুমিয়া গেটে দাঁড়িয়ে থাকতো। তার দাদাজি’র পায়ের শব্দও তার চেনা। অন্ধকারে সে দৌড়ে যেতো আব্বার হাতে ঝুলতে থাকা বাজার কিংবা তার ফরমায়েশ হাতে নেবার জন্য। তারপর দুজন সরবে গল্প করতে করতে উঠোন পেরিয়ে ঘরে ঢুকতো। সেদিন সন্ধ্যেবেলায় দেখি পূর্ণ তার বন্ধুদেরকে বলছে-আকাশের ঐযে সবচেয়ে বড় তারাটা, ঐটা আমার দাদাজি। চুপচাপ সে বারান্দায় রাখা সোফাটাতে শুয়ে থাকে-ঠিক যেভাবে আব্বা শুয়ে থাকতেন। কিছু জিগ্যেস করলে সে বলে ‘আমার ভালো লাগেনা’। পড়তে বসে বইয়ের প্রতিটা পৃষ্ঠায় সে তার দাদাজি’র চিহ্ন খুঁজে পায়। সে পড়া ভুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। লিখতে গিয়ে বকুল ফুল বানান ভুল করে। আমি ভুল করে ডায়াল করে ফেলি আব্বার নাম্বারে। বন্ধ ফোনের ওপার থেকে দুঃখ প্রকাশ করা যান্ত্রিক কণ্ঠস্বরটাকেও আমার খুব বিষণ্ণ মনে হয়।

আমি ফুঁপিয়ে উঠি।



ছবিঃ ৮ই জুন, ২০১৩, আব্বা মারা যাবার দুইদিন আগে নিজের হাতের লিখায় আব্বার সর্বশেষ কবিতা।

মন্তব্য ৬২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: .

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৮

কথক পলাশ বলেছেন: নিরবতা হিরন্ময়।

২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার বিসিএস পোস্টিং কালীন সময়ের স্ট্যাটাসগুলো চোখে ভাসতেছে।
আপনার কর্মক্ষেত্রে যাবার প্রাক্কালে আংকেলের ব্যস্ততার কথাগুলো।
আল্লাহ, উনাকে ওপারে অনেক সুখী করুন।
নিশ্চয়ই, উনার মমতা/নির্ভরতার হাত অদৃশ্য হয়ে আপনাকে সারাজীবন ছায়া দিয়ে যাবে।

আংকেলের কবিতাটা ও পড়লাম।
এতো সুন্দর।
এতো কষ্ট দিয়ে গেলো পড়ার পর।


কবিতাগুলোর সংগ্রহ আছে?
কষ্ট করে হলেও প্রকাশ করে দিন।

ভালো থাকুন ভাই।
বাবা না থাকার কষ্টটা বুঝি।
তবুও এতটুকুন শান্তনা নিন, আপনার নিজ পায়ে দাড়ানোটা উনি দেখে গেছেন।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

কথক পলাশ বলেছেন: হুমম। কবিতাগুলো সংগ্রহে আছে। প্রকাশ করবো। কিছুদিন ওগুলো আম্মার কাছে থাক। লেখাগুলোই এখন উনার সম্বল।

৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এমন করে লেখে কেউ!!

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

কথক পলাশ বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা।

৪| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: বাকরুদ্ধ হয়ে গেলাম

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০

কথক পলাশ বলেছেন: নিরবতা হিরন্ময়।

৫| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৪

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: নির্বিকার !
সমব্যাথি !!
হিরন্ময় নিরবতা !!

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০

কথক পলাশ বলেছেন: দোয়া করবেন আব্বার জন্য।

৬| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৩

বাঘ মামা বলেছেন: বাবা ভালো থাকুক

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০

কথক পলাশ বলেছেন: বাবা ভালো থাকুক।

৭| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৮

মহামহোপাধ্যায় বলেছেন: আপনার পোস্ট আর স্ট্যাটাসের ফাঁক গলে কিছু আদর আমরাও অনুভব করতাম। সেই সুখও কপালে আর রইল না।


পবিত্র মাসে প্রার্থণা করি তার জন্য। এটুকুই করতে পারি।


ভালো থাকবেন ভাইয়া। আপনাকে যে ভালো থাকতেই হবে।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২

কথক পলাশ বলেছেন: আমি সিলেট থেকে যতবার বাড়ি গেছি, আব্বা বাস স্টপেজে বসে থাকতেন আমার অপেক্ষায়।
আমাকে সাথে নিয়ে বাড়ি ফিরতেন তিনিও।

৮| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩১

অচিন.... বলেছেন: কি বলবো ঠিক বুঝতে পারতেছিনা।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

কথক পলাশ বলেছেন: দোয়া করবেন। আপনার বাবা-মা'র প্রতি খেয়াল রাখবেন।

৯| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: পবিত্র মাসে প্রার্থণা করি তার জন্য। এটুকুই করতে পারি।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২

কথক পলাশ বলেছেন: এর চেয়ে বেশি কিছু চাইবার নেই।

১০| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: শ্রদ্ধা এবং সমবেদনা রইলো। উনার আত্মা শান্তিতে থাকুক।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

কথক পলাশ বলেছেন: নিশ্চয়ই তিনি পৃথিবীর চেয়ে ভালো জায়গাতে আছেন।
অথবা, তিনি কোথাও নেই।

১১| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৫

নস্টালজিক বলেছেন: আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রত্যাবর্তণকারী!

উনার আত্মার মাগফেরাত কামনা করছি!


১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫

কথক পলাশ বলেছেন: "প্রত্যাবর্তনের পথে কিছু কস্ট'লি অতীত থেকে যায়..."

১২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “...আমি আঁধারকে বেশি ভালোবাসি”
সত্যের পরশে আক্রান্ত হলো হৃদয়। বিস্মিত হলাম ‘আঁধারকে’ ভালোবাসার বাস্তবতা খুঁজে পেয়ে। ফুঁপিয়ে ওঠার মতোই অবস্থা...

মৃত্যুর পূর্বে ভিক্টোর হুগোর শেষ কথাটি ছিলো এরকম, “কালো রঙের আলো দেখতে পাচ্ছি।”

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫

কথক পলাশ বলেছেন: আব্বার ডায়েরি খুলে এই কবিতা পড়ে বাকরুদ্ধ হয়ে বসেছিলাম।

১৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

ত্রিনিত্রি বলেছেন: শ্রদ্ধা মেশানো নীরবতা ছাড়া আর কি দেয়ার আছে।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

কথক পলাশ বলেছেন: "নিজের বলতে এই টুকুই তো!
চলতে পথে হঠাৎ দেখা সূর্যাস্ত।"

১৪| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩০

শায়মা বলেছেন: ভাইয়া

ভালো থাকুক বাবা।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৮

কথক পলাশ বলেছেন: ভালো থাকুক বাবা।

১৫| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৮

নাহুয়াল মিথ বলেছেন: শ্রদ্ধা

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৮

কথক পলাশ বলেছেন: তুই তো শেষ পর্যন্ত ছিলি।
তোর কল্যাণ হোক।

১৬| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫

আরজু পনি বলেছেন:

কি বলবো বুঝতে পাচ্ছি না !

বাবার জন্যে সালাম আর দোয়া রইল ।।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২০

কথক পলাশ বলেছেন: প্রতি ঈদের আগের রাতে আব্বা আমাদের সবার জামা কাপড়, পাঞ্জাবি, আম্মার শাড়ি-সব নিজে হাতে ইস্ত্রি করে দিতেন।
সেই লোভে আমি নতুন কাপড় কিনতাম না। পুরনোটাই আব্বার হাতে ইস্ত্রি করিয়ে নিতাম।

১৭| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

সায়েম মুন বলেছেন: এই লেখাটির কথা দীর্ঘদিন মনে থাকবে।

আপনার বাবার প্রতি শ্রদ্ধা। উনার আত্মার শান্তি কামনা করছি।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৪

কথক পলাশ বলেছেন: ধন্যবাদ সায়েম মুন।
দোয়া করবেন আব্বার জন্য।

১৮| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নির্বাক হয়ে গেলাম। এই প্রথম কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

কথক পলাশ বলেছেন: মাঝে মাঝে না বলাতেও অনেক কিছু বলা হয়ে যায়।

১৯| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪২

তন্দ্রা বিলাস বলেছেন: শ্রদ্ধা এবং সমবেদনা রইলো। উনার আত্মা শান্তিতে থাকুক।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৫

কথক পলাশ বলেছেন: ঘুমাও বাউণ্ডুলে-ঘুমাও এবার।

২০| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

আন্না০০৭ বলেছেন: বাবা হারানোর কষ্টের তীব্রতাটা চেনা এই কষ্টের স্বান্তনা আসলে হয় না।
আপনার বাবাকে চিনি আপনার লেখার মাধ্যমে যাকে নিয়ে আপনার গর্বের শেষ নেই।
তাঁর প্রতি কৃতজ্ঞতা আর শ্রদ্ধা।তাঁর মতন নিঃস্বার্থ সন্তানেরা থাকেন বলেই দেশ বেঁচে থাকে।
পরম করুনাময়ের আশ্রয়ে আপনার বাবা ভাল থাকুক আমিন।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

কথক পলাশ বলেছেন: আপনার প্রোফাইল সাদা হয়ে গেছে জানি আঙ্কেলের অন্তর্ধানের পর। তবু মাঝে মাঝেই উঁকি দেই আপনার ব্লগে। ভাবি, হয়তো মৌনতা ভেঙ্গে লিখা শুরু করেছেন।

হতাশ হই। আপনার লিখায় আঙ্কেলকে খুঁজে পাইনা।

ভালো থাকুন সব বাবা।

২১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: কষ্ট লাগছে অনেক, কিন্তু কি বলবো বুঝতে পারছি না। আপনার বাবার জন্য অনেক দোয়া থাকলো, খোদা উনাকে বেহেস্ত দান করুন। :(

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

কথক পলাশ বলেছেন: দোয়া ছাড়া কিছু আর চাইবার নেই উনার জন্য।

"তাঁর আর কোথাও যাবার নেই,
কিচ্ছু করার নেই।"

২২| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯

আরিফ রুবেল বলেছেন: কেউ হবে না কারও প্রতিবেশি
আমি আঁধারকে বেশি ভালবাসি


বিনম্র শ্রদ্ধা রইল যোদ্ধার প্রতি

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫

কথক পলাশ বলেছেন: শ্রদ্ধা যোদ্ধার প্রতি।

২৩| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

সমুদ্র কন্যা বলেছেন: সবাইকেই একদিন যেতে হয়...

আপনার বাবা ভাল থাকুন, শান্তিতে থাকুন।

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০

কথক পলাশ বলেছেন: তিনি ভালো আছেন, এই আশা ছাড়া কী-ই বা করার আছে!

২৪| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: আমি আপনার এই লেখাটা তিন বার পড়ছি গত দুই দিনে।
বাবাদের জন্য অনুভূতি একেবারেই আলাদা। আমিও আমার বাবার ডায়েরি ( হিসাবপত্র লেখার ) , তার পরনে লাস্ট যে লুঙ্গি , গেঞ্জি , পাঞ্জাবী ছিল , সাথে একটা গামছা এগুলো আমি রেখে দিছি। বাবার অনুভব টা একেবারেই আলাদা। এখন কাছে নেই বলেই আরও বেশি করে অনুভব করি। বাবার জন্য দোয়া করা ছাড়া ভিন্ন কোনো পথ নেই এখন।

আপনার বাবার জন্যও আমি দোয়া করবো । ভালো থাকুন ।

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

কথক পলাশ বলেছেন: আমরাও রেখে দিয়েছি আব্বার পরনের শেষ কাপড়গুলো। তাতে এখনো বাবা'র সেই পুরনো পরিচিত গায়ের গন্ধ।
কানে এখনো বাজে কিছু কিছু ফোন, "বাজান, ভালো কিছু লিচু কিনছি। তুমি কি আসতে পারবা?"

বাবাও জানেন, কর্মক্ষেত্র এতদূর থেকে আমার আসা সম্ভব না। উনার এই আহবান আমার কাছে সদ্য কেনা ফলের চেয়েও মধুর মনে হয়।


আপনার বাবা'র জন্য দোয়া রইলো। নিশ্চয়ই তিনি ভালো আছেন ওপারে।

২৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৩

শ্রাবণ জল বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করি।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮

কথক পলাশ বলেছেন: ঘুমাও বাউণ্ডুলে, ঘুমাও এবার...

২৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২

আন্না০০৭ বলেছেন: আন্টির দিকে খেয়াল রাখিয়েন যত্ন নিয়েন আগের থেকেও বেশি।। কষ্টটা তাঁরই সবচাইতে বেশি সার্বক্ষণিকের ...।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

কথক পলাশ বলেছেন: হুমম তা নিশ্চয়ই। প্রতিদিন ফোনে কথা হয় উনার সাথে।
কিছু কিছু সান্ত্বনায় মানুষের মন ভেজেনা।

আচ্ছা, আপনার পুরো নামটা কি?

২৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২

নুসরাতসুলতানা বলেছেন: প্রথমে ভেবেছি চমৎকার একটি গল্পের প্লট। শেষে এসে দেখলাম -----। আপনার বাবার জন্য দোয়া রইল।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

কথক পলাশ বলেছেন: বাস্তবের মোড়গুলো কল্পনার চেয়েও তীক্ষ্ণ বাঁক নেয়, তাইনা?

২৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫

রঙ তুলি ক্যানভাস বলেছেন: এমন লিখায় কিছু বলার থাকেনা আসলে,বাবারা ভাল থাকুক,এটাই চাওয়া।

আন্না০০৭ বলেছেন: বাবা হারানোর কষ্টের তীব্রতাটা চেনা এই কষ্টের স্বান্তনা আসলে হয় না।

মানুষ চলে যায় ঠিকই,কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়,মরেনা।কিছু স্মৃতি চোখ ঝাপসা করে দেয়,কিছু এক চিলতে হাসি নিয়ে আসে মুখে,কিছু প্রেরণা জোগায়,কিছুবা হতাশায় ডুবায় ... এভাবেই প্রিয়মানুষগুলো ছায়ার মতন বেঁচে থাকে আজীবন ...

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

কথক পলাশ বলেছেন: ঈদের দিন আমি আর আমার বড় ভাই মিলে গেলাম আব্বার কবরের কাছে। কবরটা পুরনো হয়ে গেছে। আগাছা জন্মেছে। ভাইয়া একটা বেলি ফুলের গাছ বুনে দিয়েছে কবরের গায়ে। আব্বা এখন ফুলের গন্ধে ঘুমাবে।

২৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭

আরজু পনি বলেছেন:

পলাশ, আমি কিন্তু চিনতে পেরেছিলাম ঠিকই ।।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১১

কথক পলাশ বলেছেন: হুমম। কলমের ক্যাপ কামড়ানো পলাশ। :D :D

৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

রিমঝিম বর্ষা বলেছেন:

মন খারাপ......অস্থির একটা সময় পার করছি বলেই....বহু বহুদিন পর ব্লগে আসা শুরু করেছি....... মনের আশ্রয় হবে এই আশায়...

ব্লগে ঢুকলেই প্রিয় ব্লগারদের বাড়ী যাওয়া...........

কিন্তু ভাইয়া............

'বাবা' কি....কেমন....জানিনা.......বড়ই দুর্ভাগা আমি। আর তাই লেখাটা বুকের ভেতর একটা খসখসে ব্যথা তৈরি করে.....

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

কথক পলাশ বলেছেন: "'বাবা' কি....কেমন....জানিনা.......বড়ই দুর্ভাগা আমি। আর তাই লেখাটা বুকের ভেতর একটা খসখসে ব্যথা তৈরি করে..... "

তাহলে সেই খসখসে ব্যথাটার কথাই লিখুন।

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

কোন এক অজানা মানুষ বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করছি

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

কথক পলাশ বলেছেন: দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.