![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বেশ কিছুদিন ধরে আমার ব্লগ এর আইডি ও পাস দিলে বার বার ভুল দেখায়। আমি প্রথমে আমার নিজের প্রব মরে করে কিছু বলিনাই । নিজের পাস পরিবর্তন করে ঠিক করার চেষ্টা করছি । কিন্তু গত কয়েক দিন এত্ত সমস্যা করছে যে আমি ব্লগ এ ঢুকতেই পারি নাই। বার বার পাস পরিবর্তন করেও লাভ হচ্ছে না । এমন অবস্থায় আজ আবার পুরনো পাস দিয়ে দেখি কাজ হচ্ছে আমি নিশ্চিত একটু পরে যদি আমি আবার লগ আউট করে আর ঢুকতে পারবনা ।
এখন আমার কি করনীয় ? মোডারেটরদের মেইল করেও রেসপন্স পাই না । এখন ব্লগ ছেড়ে দেওয়া ছাড়া তো উপায় দেখছিনা । এর কি কোন সমাধান নাই? আমার কি করা উচিত ? অভিজ্ঞ ভাইদের কোন কিছু জানা থাকলে আমাকে জানিয়ে একটু বিপদ থেকে উদ্ধার করুন।
২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৩
এস এম আর পি জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে আমি চেষ্টা করে দেখব ।
২| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
দুরন্ত-পথিক বলেছেন: আমারও দেখায়
অনেক দিন থেকে এই অবস্থা
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬
মিত্রাক্ষর বলেছেন: দেখুন এভাবে কাজ হয় কিনা
Click This Link