![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির পোড়া গন্ধ চিনো তুমি ? চিনোনা আমি জানি । চিনলে পরিচয় থাকলে আমার কলিজা পড়া গন্ধ তোমার নাক এড়িয়ে যাবে এমনটি অসম্ভব । আমার মনে আছে তোমার নাক আমার পনের দিন আগে খাওয়া সিগারেট এর গন্ধ পায় আর এই তাজা গন্ধ পাবেনা !
তুমি বল আমি নাকি বদলে গেছি , আমিতো বদলাইনি বদলেগেছ তুমি , আমি আগেও তোমার বিষয়ে যেমন উম্মত্ত ছিলাম এখনও তেমন আছি কিন্তু আগে তোমার কাছে মনে হত আমি খুব কেয়ারি কিন্তু এখন মনে হয় ফ্রেন্ডহয়ে এত কেয়ার করার কি দরকার ?
জানি তুমি বুঝবে না , তবুও এই বেহায়া মন তো মানে না । মনে আছে এক বৃষ্টির সন্ধ্যা তুমি আমার গলা জড়িয়ে ভিজেছ , যা আমি সৃতির থলেতে পুরে রেখেছি ফরমালিন দিয়ে । কিন্তু তোমার মতে বন্ধু হয়ে তুমি এতটুকু করতেই পার । আর তোমার খুব ঘেন্না লাগে আমি কেন এটাকে প্রেম হিসেবে দেখি । আমারও হয়তো তোমার মত ঘেন্না লাগত যদি আমি তোমার মত নিজের প্রতি যত্নশীল হতাম। একজনের গলা জড়িয়ে আর একজনের স্ট্যাটাস হিসেব করতাম , আমার ছেলেমানুশি ঝেড়েফেলে তোমার মত মেয়ে মানুষী করতাম । এই বিষয়ে প্রশ্ন করলে তোমার সোজা উত্তর ; এটাই পৃথিবীর নিয়ম ।
ধন্যবাদ তোমায় আমাকে পৃথিবীর নিয়ম শিখানোর জন্য । এখন আমার সময় গুলো আমাকে প্রচুর সময় দেয় , এখন বিকেল গুলো আর ছোট্ট হয়ে যায় না , এখন আর রাত গুলো অপেক্ষার নয় । আমার জগত একান্তই আমার হয়ে থাকে । এখন নীল আকাশটা শুধু আমার , এখন রাতের উজ্জ্বল তারাটাও শুধুই আমার । বিশ্বাস কর এখন আর কারও জন্য গল্প জমাইনা , এখন শুধু নিজের সাথে গল্প করি । নিজে নিজের এত আপন হওয়া যায় তুমিই শিখালে । ধন্যবাদ তোমার প্রতি ...............
৩০ শে মে, ২০১৩ ভোর ৬:২৩
এস এম আর পি জুয়েল বলেছেন: তাই নাকি ? তবে তো ঠিকই আছে , পোস্টটা তো কষ্ট পাবার জন্যই দেয়া । পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:২২
খেয়া ঘাট বলেছেন: বড় দুখি দুখি কথা।
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
এস এম আর পি জুয়েল বলেছেন: দুঃখ পাইনাই তো তাই দুঃখী দুঃখী কথা কইয়া ফিলিংস লওয়ার চেষ্টা চালাইতাছি !
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬
ইকরাম বাপ্পী বলেছেন: Eta ki rubel naki? Pic rubel....nam juyel..... Bujlam na kisui...... Manush ta kida?
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১
এস এম আর পি জুয়েল বলেছেন: হুম আমিই তো রুবেল ! ভাই আপনি কি বাপ্পি ভাই নাকি। ভাই আমার পুরো নাম বোধয় আপনার না মালুম
আমার নাম জুয়েল ও ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ রাত ১:৪১
নূর আদনান বলেছেন: ভাই পড়ে কেমন জানি কস্ট কস্ট লাগলো