![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমার আবেগ আমার চেতনায় আমি লালন করি একটা বৈষম্যবিহীন দেশ যার সপ্নে বিভোর হয়ে আমার বাবা চাচারা যুদ্ধে গিয়েছিলেন । বাচ্চু রাজাকার আমার ফুফাকে হত্যার জন্য পাগলের মত ধায়াইয়া নিয়ে বেরিয়েছেন , যে গল্প শুনলে এখন ও আমার রক্তে কাঁপন ধরে । আমার চেতনায় আমি লালন করি বাঙলা মাকে , আমার পথপ্রদর্শক আমার দেশের শ্রেষ্ঠ সন্তানেরা যারা দেশ কে ভালবেসে জান দিতে হিসেব করেনি ।
কিন্তু এখন আমি যখন দেশের ক্রান্তি লগ্নে আমার আদর্শগত কারনে জামাতকে সমর্থন না দিয়ে শাহবাগএ যোগদান করি , আমার বাবা মা বোন ভাই সবাইকে শাহবাগের জনস্রোতে শামিল করি তখন ওরা আমাকে শাহবাগী বলে গালি দেয় , আমাকে নির্দ্বিধায় বলে বসে নাস্তিক । ওদের গালিতে জর্জরিত আমি হতাশ হয়ে বাবার কাছে গিয়ে কেদে ফেলি , বাবা অবাক হয়ে বলে না এ সম্ভব নয় আমার দেশের মানুষ এমন নয় , তিনি আমাকে বার বার বুঝানোর চেষ্টা করেন কোঁথাও কোনও অপশক্তি হয়তো এগুলো ছড়াচ্ছে , দেখিস সব ঠিক হয়ে যাবে ।
গত দুইবছর যাবত পড়ালেখা করে যখন বি সি এস দিলাম মনে অনেক আশা ছিল যে অন্তত ভাইভা পর্যন্ত যাব , কিন্তু সরকারের নুতন কোটা নীতির কারনে ভাল পরীক্ষা দিয়েও জালে আটকা পড়ে গেলাম । আমার যে সব বন্ধুদের কোটা আছে তারা অনেক সহজেই পার হয়ে গেল। তাদের অনেকেই অবাক হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে । আমি কোটা পদ্ধতির বিপক্ষে নই , আমিও বলি কোটা থাক , আমরা তাদের ত্যাগের মূল্য দিতে পারবনা কোনোদিন তাই তাদের সন্তানদের কিছুটা সুজক দিলে আমার আপত্তি নাই , বরং আমি খুশি । কিন্তু তাদের সুযোগ দিতে গিয়ে যদি আবার মেধাবীরা বঞ্ছিত হয় তবে তাঁর একটা সহনীয় পর্যায় পর্যন্ত রাখা উচিৎ , কোটা ব্যাবস্থা সংস্কার করে তা ১০-১৫% এ নিয়ে আসার পক্ষে আমি । আর এই দাবি নিয়ে যখন আমি আবার শাহবাগে গেলাম পুলিশ লাঠি চার্জ করে আমাদের উঠিয়ে দিল , আমাদের সবুজ ক্যাম্পাসে টিয়ার ছুঁড়ে রাবার বুলেট ছুঁড়ে রণক্ষেত্রে পরিনত করল । একটু পরে এতে যোগ দিল ছাত্র লীগ না পুলিশ কে রুখতে নয় সাধারন স্টুডেন্টকে রুখতে ( কারন টা নাই বা বললাম ) আর এ করতে গিয়ে সাধারন ছাত্র মারা ক্লাস থেকে বের করা কোনও কৌশল বাদ থাকল না , একটু পরে হলে হলে বলে দেওয়া হল এ আন্দোলনের সাথে থাকলে হল এ থাকা যাবে না ( কারন টা এবার ও না বললাম ) কিছুক্ষন পরে ক্যাম্পাসে প্রচার করা হল আমারা যারা এ আন্দোলনের পক্ষে তারা নাকি জামাত শিবির ! আবার অবাক হলাম , চোখ ফেটে কান্না আসছিল কিন্তু লজ্জায় কাঁদতে পারলাম না ।
আমারা ওদের প্রয়োজনে নাম নেই শাহবাগী আবার ওদের প্রয়োজনে নাম নেই জামাত শিবির । আমাদের নাম দেবার ক্ষমতা আমাদের নাই , কারন সাধারন মানুষের ক্ষমতা থাকেনা । নাম দেবার ক্ষমতা থাকলে আজ্জ ............না থাক আবার একটা নাম যোগ হবে পরে আবার আমার সাথে । বাবা তুমি কি এই বৈষম্য দেখার জন্য যুদ্ধে গিয়েছিলে ...........................।
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
এস এম আর পি জুয়েল বলেছেন: উর্দু ভাষীরা যেমন তাদের জন্য ৯০% বরাদ্দ রেখেছিলো ঠিক তেমনি ভাবে কোটা ধারীরা কি তাদের জন্য ৫৬% বরাদ্দ রাখেছে , এর মাধ্যমে কি ছচ্ছে বুঝতে পারছেন না ? আমাদেরকে বঞ্ছিত করে আমাদের ভিতর বৈষম্য বোধ জাগ্রত করে তুলছে , সাধারন স্টুডেন্ট এবং মুক্তিযোদ্ধার সন্তানদের মুখমুখি করে দেয়া হচ্ছে , যা আমরা কখনও চাই না । আমার বাবা তো মুক্তি যোদ্ধা, তাকে আমাদের গ্রামের সবাই এ জন্য শ্রদ্ধা ও করেন , তিনি তো কোনও সুযোগের আশা করেন নি , তিনি তো সার্টিফিকেট নেন নি । যাই হোক ভাই ঠাণ্ডা মাথায় চিন্তা করুন সব পরিস্কার হয়ে যাবে ।
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
এস এম আর পি জুয়েল বলেছেন: আর আমরা কেউ কোটার বিপক্ষে নই , আমরা এর একটা যোক্তীক সংস্কার এর পক্ষপাতি ,
২| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১
হাসান আলী শিকদার বলেছেন: বৈষম্য দুর করতে যে মুক্তিযুদ্ধ কোটার মাধ্যমে আবার সেই বৈষম্য !!!
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
এস এম আর পি জুয়েল বলেছেন: আসলেই ভাই এটা একটা প্যারাডক্স ।
৩| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
স্বাধীন শোয়েব বলেছেন: হাসান বালবৈশাখী> বাকি যেই ৪৫% সাধারনের জন্য খোলা আছে সেইটাও ছাত্রলীগ না করলে হয়না, তার উপরে ঘুষ।
১৫০০০০০ উপজাতির জন্য ৫% কোটা। যারা জনসংখ্যার ১%
২০০০০০০ (অনুমিত) মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের নাতিদের জন্য ৩০% কোটা। যারা কিনা জনসংখ্যার ১.২৫%। ্বাধীনতার ৪৩ বছর পরে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কেউ প্রার্থী কিভাবে থাকে মাথায় আসেনা।
অথচ জনংখ্যার ৫০% নারীর জন্য ১০% কোটা। অথচ ভার্সিটিতে দেখতাম ছেলে মেয়ে সমসংখ্যায় আছে ক্ষেত্র বিশেষে মেয়েদের সংখ্যা আমাদের ডিপার্টমেন্টের কিছু ব্যাচে বেশিই।
সকল কোটা কমিয়ে আনতে হবে।
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
এস এম আর পি জুয়েল বলেছেন: ভাল বলছেন ভাই, তবে এই কঠিন সত্যটা অনেকেই বুঝতে চায় না , ধন্যবাদ
৪| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
হাবিব০৪২০০২ বলেছেন: আমারা ওদের প্রয়োজনে নাম নেই শাহবাগী আবার ওদের প্রয়োজনে নাম নেই জামাত শিবির
+++
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
এস এম আর পি জুয়েল বলেছেন: ধন্যবাদ
৫| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
লেজ কাটা শেয়াল বলেছেন: হাসান, আপনার বাবা আপনার জন্য যুদ্ধ করেছে। এখন আমি করি আমার সন্তানের জন্য।
১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৪
এস এম আর পি জুয়েল বলেছেন: আসলেই সত্য বলেছেন ।
ধন্যবাদ
৬| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
আমরা তো পাকিদের মত বর্বর না যে নিজেদের জন্য ৯০ ভাগ রাখবো।
ছাগলডারে বলতেছি - জনসংখার অনুপাতে কোথাও কোটা রাখা হয় না,
কোটা রাখা হয় সুধুমাত্র পিছিয়ে পরা জনগোষ্ঠির জন্য, অনুন্নত রিমোট এলাকার জন্য।
আর প্রাক্তন যোদ্ধাদের (ভেটারেনস) জন্য।
কোটা সিষ্টেম বাংলাদেশের শুরু থেকেই চলছে ৪২ বছর ধরে কোন বিতর্ক ছাড়াই।
কোটা ব্যাবস্থা পৃথিবীর অনেক দেশেই চালু আছে, আছে ধনাঢ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াতেও আছে, পাসের দেশ ভারতেও ...
আমেরিকায় ২য় মহাযুদ্ধ ফেরত সৈনিক, ভিয়েতনাম ফেরত যোদ্ধাদের ও তাদের পোষ্যদের উচ্চহারে কোটা চালু আছে। ভেটরেনসদের জন্য থাকে সম্মান, আলাদা কাউন্টার আলাদা লাইন। ট্রেনভাড়া ফ্রী! বুড়ো হয়েগেলেও এদের পরিচর্যার জন্য লোক রাখা হয়।
১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৬
এস এম আর পি জুয়েল বলেছেন: ভুল তথ্য মিথ্যাচারের শামিল
আমাদের কোটা ব্যাবস্থার বয়স ৪২ বছরের নয়
আবার একটু নুতন করে জেনে নিন
১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৩
এস এম আর পি জুয়েল বলেছেন: এইচ টি ইমাম এর বাইরের কিছু বলুন , আপনি নিজে কি জানেন ? একটু খোঁজ নিন কোটার হার কোন দেশে কত ?
৭| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
আমিনাথিং বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিসি হামলা , ছাত্র রা কক্ষনো বরদাস্ত করে নাই ..
১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৮
এস এম আর পি জুয়েল বলেছেন: পুলিশি হামলা ছাত্ররা বরদাস্ত করেনাই ঠিকই , কারন পুলিশ একা ছিল , কিন্তু ওদের বন্ধু ছাত্রলীগ এখন ওদের সাথে , ওদের রুখবে কে ?
৮| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭
সাদরিল বলেছেন: হাবিব০৪২০০২ বলেছেন: আমারা ওদের প্রয়োজনে নাম নেই শাহবাগী আবার ওদের প্রয়োজনে নাম নেই জামাত শিবির
+++
১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৯
এস এম আর পি জুয়েল বলেছেন: সাদরিল , পড়ার জন্য ধন্যবাদ
৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০২
সাহোরু বলেছেন: হাসান কালবৈশাখী , এই ছাত্রলীগের ক্যাডারটারে কেউ ব্লক করে না ক্যান! আবালের বাচ্চা !
১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০০
এস এম আর পি জুয়েল বলেছেন: ব্লক করলে তো আপনি ওদের কথা শুনতেই পারবেন না , দেখুন শুনুন ওরা কি কি বলতে পারে ,
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
এরা দেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে! বেশিরভাগ দফতরে নারীকোটা ১০ ভাগও পুরন হয় নাই।
মহিলা বিদ্দ্যেষি আন্দলোন কোনদিনই সফল হতে পারে না
মেধাবী দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?
মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?
মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরীর কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।