![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন আগে একটা কৌতুক শুনছিলাম , কৌতুক টা এমন ...............
এক নাবিক কাম জলদস্যু একবার সমুদ্র অভিযানে গেল । তো অভিযানে যাওয়ার কিছু দিন পর তার সহকারী নাবিক দূর থেকে দেখতে পেল একটা শত্রু জাহাজ তাদের দিকে আসছে , তো সহকারী দ্রুত নাবিককে জানাল । নাবিক এই সংবাদ পেয়ে চিৎকার দিয়ে বলে উঠল আমার লাল পাজামা নিয়ে আয় । তো সে লাল পাজামা পরে যুদ্ধ করল এবং জয়লাভ করে প্রচুর সম্পদ পেল । কিছুদিন পরে সহকারী আবার চিৎকার করে বলে উঠল হুজুর জাহাজ ! নাবিক জিজ্ঞেস করল কয়টা ? সহকারী বলল দুইটা হুজুর ! নাবিক আবার চিৎকার দিয়ে বলল লালা পাজামা নিয়ে আয় , লাল পাজামা পরে সে আবার যুদ্ধে জয়লাভ করল। এমনি করে তিন জাহাজ , চার জাহাজ এর টিম পরাজিত করে এগিয়ে যেতে লাগল । এই খবর রাজ্যে পৌঁছানো মাত্র রাজা ব্যাপক খুশি হয়ে তাকে সংবর্ধনা দেয়ার বাবস্থা করলেন , সারা দেশে ছড়িয়ে পড়ল তার লাল পাজামার কাহিনী । সংবর্ধনা অনুষ্ঠানে রাজা জানতে চাইলেন তার লাল পাজামার রহস্য । তখন নাবিক বলল । রাজা মশাই আমি লাল পাজামা পরে যুদ্ধ করি যাতে যুদ্ধের সময় আমার শরীরের রক্ত আমার পাজামায় পড়লে বুঝা না যায় , আমার সৈন্যরা যদি দেখে আমি রক্তাক্ত তারা মনবল হারিয়ে ফেলবে তাই যাতে রক্ত আড়াল করা যায় তাই লাল পাজামা পরি । রাজা তার এই বিচক্ষনতায় মুগ্ধ হয়ে তাকে ব্যাপক পুরস্কার দিলেন , এবং সারা জীবন দস্যুগিরি করার অনুমতি দিয়ে দিলেন ।
এভাবে করে একের পর এক যুদ্ধ জাহাজের বহর পরাজিত করে চলছিলেন নাবিক কেরামত । একদিন আবার সহকারী চিৎকার করে উঠল হুজুর জাহাজ আসে ! কেরামত বলল কয়টা ? সহকারী বলল হুজুর ১০টা ! কেরামত এবার চিৎকার দিয়ে বলে উঠল আমার হলুদ পাজামা আন হারামজাদা ....................................................................................!!!!!!!!!!!!!!!!!
রাতের আধারে আওমিলীগ এর বিলবোর্ড খালি করাকে কেমন যেন মনে হচ্ছে আওয়ামীলীগ এবার হলুদ পাজামা চাচ্ছে
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫
এস এম আর পি জুয়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ।
২| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৭
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: জটিল
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬
এস এম আর পি জুয়েল বলেছেন: কি কন ? ক্যামনে জটিল ? হিসেব তো খুব্বি সোজা !
পড়ার জন্য ধন্যবাদ
৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
মুক্তকণ্ঠ বলেছেন:
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭
এস এম আর পি জুয়েল বলেছেন:
৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮
এস এম আর পি জুয়েল বলেছেন:
৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯
রাজাধিরাজ বলেছেন: মিথ্যা-বেসামাতির বিলবোর্ড রাতের অন্ধকারে দখল করে আবার ঠাপ খেয়ে ঠাপের জ্বালা সহ্য করতে না পেরে অন্ধকারেই প্রস্থান। জয়বাবা ঠাপ-বাবা।
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯
এস এম আর পি জুয়েল বলেছেন:
....... বাবা ................
৬| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬
মদন বলেছেন:
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫
এস এম আর পি জুয়েল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৯
ননদালীনাজ বলেছেন: ভাল লাগল