নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।
বাংলাদেশে এখন ভুড়ি ভুড়ি গোল্ডেন।SSC,HSC তে গোল্ডেনের অভাব নেই।কিন্তু তাতে কি আসলেই লেখাপড়ার মান বাড়ছে?!?!?
আমি ২০১৬তে চট্টগ্রাম বোর্ড থেকে HSC দিয়েছি।রেসাল্ট নিয়ে এখন ও confused আমি।
পদার্থবিজ্ঞান ১মে পুরো ৪০ answer করে বসে ছিলাম,পেয়েছি ১৮।নৈব্যত্তিক ৩৩টা confirm ছিলাম,পেয়েছি ২৫/২৬।কিন্তু ২য় পত্রে টেনেটুনে ৩৪ answer করেছিলাম,নৈব্যত্তিক দাগিয়ে ছিলাম ৩১টা।
অদ্ভুত ব্যাপার,৩৪ answer করে ৩৩ পেলাম,আর নৈব্যত্তিক যেখানে দাগিয়েছি ৩১টি,সেখানে পেলাম ৩২।
এরকম আমার আরো অনেক সহপাঠীর সাথে ও হয়েছে।
এমন ও পেয়েছি যে একজনের থেকে আরেকজন দেখে দেখে লিখেছে।পুরো খাতা কপি।এবং যে কপি করেছে তার হাতের লেখা ও যাচ্ছেতাই।কিন্তু সে সেই বিষয়ে A+ পেয়ে গিয়েছে,অথছ সে যার খাতা কপি করেছে সে পেয়েছে B।
আমার এক ফ্রেন্ডের সব পরীক্ষা এতই খারাপ হয়েছিল যে সে কোনোমতে A-পেলেই খুশি।কিন্তু তার রেসাল্ট চলে আসছে A+।সে নিজে এখন ও বিশ্বাস করেনা যে,সে আসলেই A+ পেয়েছে।সে বলে,"আমি কোন বিষয়েই A+ পাওয়ার answer করিনাই।আমি A+ কেমনে পাব?!?!"
ক্লাস ৮এ থাকতে এক স্যারের কাছে ইংলিশ পড়ছিলাম।
তার কাছে পড়ার সময় আমি প্রায় ৬০-৭০টা ইংলিশ খাতা কেটেছিলাম।সবগুলোই মেট্রিক পরীক্ষার্থীদের খাতা ছিল।
রেসাল্ট নিয়ে এত্ত এত্ত confusion।এবার মেট্রিক পরীক্ষার্থীদের অনেকেও তাদের রেসাল্ট নিয়ে confused।
এত্ত এত্ত confusionর ভিড়ে পড়ালেখার মান কি আসলেই বাড়ছে?!?!?
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
কিশোর মাইনু বলেছেন: তার জন্য দায়ী কে?!?!?
২| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৩৭
সুমন কর বলেছেন: নিজের জন্য পড়ো।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
কিশোর মাইনু বলেছেন: নিজের জন্য পড় বলতে ঠিক কি বুঝাতে চেয়েছেন বুঝিয়ে বলবেন কি?!?!?
৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৫১
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: দুইটা গোল্ডেন প্লাস।
পাবলিক ভার্সিটির ভর্তি পরীক্ষায় নকআউট।
এরপর উপরনিচ ভার্সিটি থেকে সিজিপিএ ৩.৮ নিয়ে বিবিএ, এমবিএ ডিগ্রি লাভ।
শেষ ঠিকানা কোম্পানির সেলস আর কাস্টমার কেয়ার।
এগুলি নিয়ে আর ভাবি না। কোয়ালিটিহীনেরা এই প্রতিযোগিতার বাজারে কোটাসুবিধা ছাড়া টিকতে পারবে না।
এখনকার স্টুডেন্টরাও মনে হয় না পাব্লিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বেশি মাথা ঘামায়।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
কিশোর মাইনু বলেছেন: ভুল বলেননি।
ঘামাতে ইচ্ছস করেনা।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩০
বিবিধ বিশারদ বলেছেন: শিক্ষার মান আসলে দিন দিন অনেক উন্নত হচ্ছে, এতই উন্নত হচ্ছে যে এর দাম এখন অনেক বেশি, বেশি টাকা খরচ করবেন তাহলে বিসিএস ক্যাডার ও হতে পারবেন। টাকা খরচ না কইরা আসছেন আপনি শিক্ষার মান নিয়া প্রশ্ন তুলতে? টাকা খরচ করে দেখেন আপনার শিক্ষার মান ও কিভাবে উন্নতির শিখড়ে পৌছে যায়। ইহাই বাস্তব।
২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১
কিশোর মাইনু বলেছেন: কিছু কমুনা।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৩৯
ইমরান আশফাক বলেছেন: স্মার্ট গরু বের হচ্ছে এখন, এরাই হবে আগামী দিনের কান্ডারী। অতএব আগামী দিন আসার আগেই এদের গলায় দড়ি বাধতে হবে।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০
কিশোর মাইনু বলেছেন: তার আগে স্মার্ট গরুগুলাকে যারা বানাচ্ছেন,তাদের গলায় দড়ি বাধা দরকার নয় কি???
৬| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:২৭
হানিফঢাকা বলেছেন: এখন মনে হয় পরীক্ষা দেওয়ার পাশাপাশি তাবিজ, কবজ, ঝাড় ফুক এই সবও করতে হবে। কোন কিছুরই ভরসা নাই। লটারির মত। লাগলে লাক, না লাগলে ফাক।
২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০
কিশোর মাইনু বলেছেন: ভাল বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কোয়ান্টিটি বাড়ছে- কোয়ালিটি নয়!!!
আপনার কনফিউশড জেনারেশন যখন জাতিগত নেতৃত্বের স্তরে আসবে-তখনকার কথা ভাবতেই শিউরে উঠতে হয়!
++++