নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

কিশোর মাইনু

কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।

কিশোর মাইনু › বিস্তারিত পোস্টঃ

ইলুমিনাতি ও দা সিম্পসনস-র করা কিছু ভবিষ্যৎবাণী

২৭ শে মে, ২০১৮ রাত ১১:৫৯

ইলুমিনাতি

এই টপিক নিয়ে আমি গত বছর একটি পোস্ট দিয়েছিলাম।পোস্টটিতে আমি চেস্টা করেছিলাম কিছু ধারণা দেওয়ার।
আমি ইলুমিনেতির কিছু Prediction-র কথা উল্লেখ করেছিলাম তখন।
যেমন:৯/১১,ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া।

এই পোস্ট এ তেমন ই কিছু ভবিষৎবাণী অথবা Prediction-র কথা উল্লেখ করব।তবে একটু বিস্তারিত ভাবে।

দা সিম্পসনস(The Simpsons) এক সময়ের খুব ই জনপ্রিয় এক কার্টুন সিরিজ।17th December,1989তে এই সিরিজটি চালু হয়।
উইকিপিডিয়ার তথ্য অনুসারে এ পর্যন্ত ২৯টি সেশনে ৬৩৯টি এপ্লিসোড প্রচারিত হয়েছে।
[এই কার্টুন নিয়ে ও একটি পোস্ট দিতে পারি,যদি আপনারা পাশে থাকেন]

এই কার্টুন টি ইলুমিনেতির অধীনে।আরো সোজা ভাষায় বললে এই কার্টুনের সুচনা ইলুমিনেতি ই করে।অসংখ্যবার কার্টুনটিতে ইলুমিনেতির সাইন দেখানো হয়েছে।ইলুমিনাতির Predictionর অধিকাংশই এই কার্টুনেই প্রথম জনসম্মূখে এসেছে।আমি 'আজ যে কয়টি Prediction র কথা উল্লেখ করব,তার প্রত্যেকটির ই কোন না কোনভাবে এই কার্টুনে এসেছে।

Siegfried and Roy tiger attack
১৯৯৩সালে প্রচারিত ৫ম সেশনের দশম এপিসোড "$pringfield"-এ দেখানো হয় মি.বার্ন্সের ক্যাসিনোতে Gunter এবং Ernst নামের দুইজনের যোথ টিম বাঘ-সিংহ নিয়ে খেলা দেখাতে আসে।কিন্তু তাদের খেলার সমাপ্তি ঘটে যখন তাদেরই এক সাদা বাঘ তাদের উপর হামলা করে|

এর ১০বছর পর ২০০৩সালের ৩রা অক্টোবর লাস ভেগাসের এক শোতে দই জার্মান জাদুকর SIEGFRIED & ROY প্রতিবারের মতই তাদের ট্রেডমার্ক সাদা বাঘ-সিংহদের নিয়ে খেলা দেখাচ্ছিলে।হঠাৎ একটি সাদা বাঘ রয়ের উপর হামলা চালায়।রয় বেচে গেলেও তাদের জুটিটি ভেংগে যায়।


Horse meat scandal
১৯৯৪ সালের পঞ্চম সেশনের ১৯তম এপিসোডের নাম ছিল ‘Sweet Seymour Skinner’s Baadasssss Song’।
এই পর্বে দেখানো হয় কার্টুনের একটি চরিত্র Lunchlady Doris নানারকম মশলাপাতি দিয়ে ঘোড়ার মাংস সহ শরীরে বিভিন্ন অংশ রান্না করছেন তার কাস্টোমারদের জন্য।
তার ১৯ বছর পরে ইউরোপে Horse meat Scandalর জন্ম।ইউরোপের বিভিন্ন নাম করা স্থানে বিভিন্ন খাবার এবং ফাস্টফুডে গরু-মহিসের মাংসের নাম দিয়ে বা মাংসের সাথে ঘোড়ার মাংস একত্র করে মিশিয়ে বিক্রি করতে গিয়ে ধরা খায় অনেকে।

Twin Tower 9/11
১৯৯৭সালে প্রচারিত নবম সেশনের প্রথম এপিসোড "The City of New York vs Homer Simpsons"।
কার্টুনের একটি চরিত্র লিসার হাতে একটি Bus Coupon Ad যাতে বোঝানো হচ্ছে যে New York যাওয়ার বাসের টিকেটের দাম অনলি 9$।কুপনে দামটি যেখানে লেখা হয়েছে ঠিক তার পেছনে The Word Trade Center।সবমিলিয়ে Adটি পড়লে আসে New York 9 11।এবং পুরো দুনিয়ায় জানে এই জগত কাপানো ঘটনাটি কোন সালে ঘটেছিল।
[৯/১১ নিয়ে আরো অনেক প্রেডিকশন পাওয়া গিয়েছে।আপনাদের সাপোর্ট থাকলে ৯/১১র ভবিষৎবাণীগুলো খুব শীগ্রই আপনাদের সামনে পোস্ট আকারে হাজির করব।]

Ebola Virus outbreak
১৯৯৭ সাল,Season 9,Episode 3,"Lisa’s Sax" পর্বে Marge নামের একজন Burt নামের একজনকে একটি বই পড়ার জন্য আমন্ত্রন জানায়।বইটির টাইটেল ছিল "Curious George and The Ebola Virus"।

এবং For your kind Information,ইবোলা ভাইরাসের কথা প্রথম জানা যায়,বা ব্রেকডাউন হয় ২০১৭সালে,এপিসোডটির ২০বছর পরে।

The Higgs Boson Particle
১৯৯৮সালে প্রচারিত,Season 10,Episode 2,"The Wizard of Evergreen Terrace"
এই পর্বে দেখানো হয় Homer Simpson নামের একজন কোন কিছুর ভর বের করছেন।

১৪বছর পর লার্জ হাইড্রন কোলাইডারে The Higgs Boson Particle Figured Out হয়।
তখন দেখা যায় Homer Simpsonর বের করা সেই ভরের সাথে হিগস-বোসন কণার অবিশ্বাস্য মিল।
Written by Homer Sipson on a blackboard(on the picture) is eerily accurate:“If you work it out, you get the mass of a Higgs boson that’s only a bit larger than the nano-mass of a Higgs boson actually is."

President Trump
২০০০সালের Season 11,Episode 17,"Bart to the Future"পর্বে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ভবিষৎবাণী করা হয়।এই পর্বে দেখানো হয় ট্রাম্প নামের একজন প্রেসিডেন্ট ক্যাম্পেইন করছেন।এবং প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বসে আছেন।এখানে স্রেফ নাম নয়,চেহারা এমনকি ক্যারেক্টার সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছিল।

হিলারি বিপুল পরিমাণ ভোটে এগিয়ে থাকলেও প্রায় অবিশ্বাস্য ভাবেই ট্রাম্প ই কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

Faulty Voting Machine
২০০৮সালে প্রচারিত ২০তম সেশনের ৪র্থ এপিসোডে ‘Treehouse of Horror XIX" -এ দেখা যায় হোমার সিম্পসন এক ইলেক্টনিক ভোটিং বুথ/মেশিনে বারাক ওবামাকে ভোট দেয়।কিন্তু মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে ভোটটি তার প্রতিদ্ধন্ধী John McCain র ঝুলিতে চলে যায়।

এই এপিসোডের ঠিক ৪বছর পর পেনিনসিলভানিয়ায় এক ভোটিং মেশিনে গন্ডগোল দেখা দেয়।যার ফলে প্রচুর ভোট যা বারাক ওবামাকে দেওয়া হয়েছে,যান্ত্রিক গোলাযোগের কারণে তা তার প্রতিদ্ধন্ধী Mitt Romney-র কাছে চলে যায়।

Fifa Scandal & Germany's Cup Win
২০১৪সালে প্রচারিত হয় Season 25 Episode 16 "You Don’t Have to Live Like a Referee"।

এই এপিসোডে ফিফার Executive Vice President কে American Aauthorities দুর্নীতির দায়ে গ্রেফতার করে।এবং ফিফা ক্যালেংকারির কথা আমরা পুরা দুনিয়ায় জানি।আলাদা করে বলার কিছু নেই।
এই এপিসোডে জার্মানীর কাপ জিতার ভবিষৎবাণী ও করা হয়েছিল।যার তিন মাস পর সেই বাণীকে সত্যি প্রমাণ করে জার্মানী কাপ জিতেছিল।

এমন আরো অনেক ভবিষ্যৎবাণী পাওয়া গিয়েছে সিম্পসনে।
সেগুলো না হয় অন্য কোন এক পোস্টের জন্য তুলা থাকল।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬

টারজান০০০০৭ বলেছেন: কন্সপিরেছি থিওরির মজা হইল ইহার বেশিরভাগই প্রকাশ পায় ঘটনা ঘটার পরে ! ভবিষ্যতের আর কি কি বাণী বাকি আছে জানিতে পারিলে খুশি হইতাম !

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:১১

কিশোর মাইনু বলেছেন: আমি যা যা জানি এইসব নিয়ে সবই তুলে ধরব আস্তে আস্তে।
আরো অনেক আছে।
খুব শীগ্রই ইলুমিনাতি ও সিম্পসনের প্রেডিকশন নিয়ে আরেকটি পোস্ট দিতে পারব আশা করি।
ধন্যবাদ।

২| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: চমতকার তথ্য পেলাম।
অন্যরকম পোষ্ট টি ভালো লাগলো।

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:০৫

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

৩| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

হাঙ্গামা বলেছেন: দারুন চমকপ্রদ তথ্য ...জানলাম

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৫

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় মারা যাবার প্রেডিকশনটা মিলে যায় নাকি দেখার অপেক্ষায় আছি।

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৬

কিশোর মাইনু বলেছেন: দেখা যাক সময় ই বলে দিবে।
মিলে গেলে বেশ কিছু মনে উত্তর মিলবে।

৫| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: আমি সিম্পসনস অনেক মজা করে দেখতাম। কার্টুনটি নিয়ে তাই অনেককিছু জানি। ভবিষ্যৎবানীর ব্যাপারগুলো বিশেষ করে ট্রাম্পেরটা তো খবরে শিরোনাম হয়েছিল! পোষ্টের অনেককিছুই তাই কমন পরেছে, তবুও জানা জিনিস আবারো পড়তে বেশ লাগল। প্রিয় টপিক বলেই হয়ত!

শুভেচ্ছা।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫০

কিশোর মাইনু বলেছেন: সামনে দা সিম্পসনস নিয়ে একটি পোস্ট করার ইচ্ছা আছে।আশা করি থাকবেন পাশে।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.