![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।
Angels & Demons
ড্যান ব্রাউনের সৃষ্টি একটি অনবদ্য বই।বেস্ট সেলার।
বইটি পড়েছিলাম ২০১৪-১৫তে,বংগানুবাদ।অসাধারণ লেগেছিল।বইটির পড়তে পড়তে চমৎকিত হয়েছিলাম।এই এক বই দিয়েই ড্যান ব্রাউনের ফ্যান হয়ে গিয়েছিলাম।পড়ে একে একে তার প্রায় সব বই ই পড়েছি রবার্ট ব্রাউনকে নিয়ে লেখা।
তাই যখন নেটে "Angels & Demons" নামের মুভিটি খুজে পেলাম তখন উত্তেজিত হয়ে উটেছিলাম যে ছবির ভিতর না জানি কি আছে।উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছিল নামকরা অভিনেতা টম হ্যানক্স।
কিন্তু ছবিটি দেখার পর সত্যি বলতে আমি খুবই হতাশ।কারণ বইটির কাহিনীতে প্রচুর কাটাছেড়া করা হয়েছে আমার মতে যা না করলেও চলত।
বইটিতে শুরুতেই রবার্টের কাছে লোক আসে সার্ন থেকে।কারণ সার্নের একজন বিজ্ঞানী খুন হয়েছেন এবং যার বুকে Illuminati ব্রান্ডেড করা হয়েছে। এবং তার মেয়ের নাম ড.ভেট্রা যিনি সার্নের ই আরেকজন বিজ্ঞানী।সেখান থেকে তারা দুজন একত্রে ভ্যাটিকানে যায়।
কিন্তু মুভিটিতে খুন হওয়া বিজ্ঞানীর বুকে কোন ব্রান্ড ছিলনা,সে ভেট্রার বাবা ছিলনা,এবং লাশ ও প্রথম সেই দেখতে পায়।
এবং ড্যান ব্রাউনকে নেওয়ার জন্য লোক পাঠায় ভ্যাটিকান পুলিশ থেকে।এবং সেখানেই ভেট্রা আর রবার্টের প্রথম দেখা হয়।
বইয়ে শেষ পর্যায়ে ক্যামারেলেংগো গির্জার উপরে হাজার হাজার মানুষের সামনে আত্মহুতি দেন।কিন্তু মুভিতে দেখা যায় সে গির্জার ভিতরে আত্মহুতি দিয়ে দেয় এবং সেটা সুইস গার্ডের কয়েকজন সদস্য ছাড়া আর কেউ ই চাক্ষুস করেনা।
অথচ বইয়ের মধ্য এই দুটি ঘটনার গুরুত্ব কোন অংশেই কম ছিলনা।
মুভিটি অসাধারণ হয়েছে।অভিনেতারা চমৎকার অভিনয় করেছেন।মুভিটি প্রথমে দেখলে হয়ত প্রিয় মুভির তালিকায় নাম থাকত এর।কিন্তু বইটি আগে পড়াই এবং বেশ কিছু গুরুত্বপুর্ন জায়গায় বইয়ের সাথে মুভিটির মিল না পাওয়ায় ঠিক খুশি হতে পারছিনা মুভিটি দেখে।
৩১ শে মে, ২০১৮ রাত ৩:০৩
কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ ভাই
২| ৩১ শে মে, ২০১৮ রাত ২:৪১
কানিজ রিনা বলেছেন: ডিজিটাল ফরট্রেস, ইনফার্নো, এঞ্জেল এন্ড
ডেমনস, আরও কয়টি বই আছে নাম মনে
নেই। ইনফার্নো কিছুটা আধ্যাতিকতা আছে।
বেশ ভাল লাগল ড্যান ব্রাউনের বই পড়া
ব্লগার একজন আছে। ধন্যবাদ।
৩১ শে মে, ২০১৮ রাত ৩:১৪
কিশোর মাইনু বলেছেন: এঞ্জেল এন্ড ডেমনস বইটি পড়েই আমার প্রথম ইলুমিনাতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়।এর পর একে একে ড্যান ব্রাউনের লেখা রবার্ট ল্যাংডনকে নিয়ে লেখা সব বই ই পড়েছি।
৩| ৩১ শে মে, ২০১৮ রাত ২:৪৪
রাকু হাসান বলেছেন: বইটি পড়ি পড়ি করে পড়া হয় না । খুব ভাল বই । রিভিউ ভাল লেগেছে । আমার ব্লগে আপনি সহ সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার প্রথম উপন্যাস ‘‘আলালের ঘরে দুলাল ’’ নয় !!
৩১ শে মে, ২০১৮ রাত ৩:০৮
কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ
৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: ড্যান ব্রাউন পড়েছি আহামরি ভালো লাগে না। এর চেয়ে ওল্ড ম্যান এন্ড ত্য সি অনেক বেশি ভালো লেগেছে।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৭
কিশোর মাইনু বলেছেন: একেকজনের চয়েয়া একেকরকম।
স্বাভাবিক।
ধন্যবাদ ভাইয়া
৫| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৯
ব্লগার_প্রান্ত বলেছেন: লেখাটি দেখতে ও পড়তে ভালো হয়েছে। লাইক দিলাম,
৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৫
কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ
৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫২
ক্স বলেছেন: ডিসেপশন পয়েন্ট আরেক্তা মাস্টারপিস - সিনেমা দেখার অপেক্ষায় আছি।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৮
কিশোর মাইনু বলেছেন: বইটি পড়েছেন ভাই?!?!?
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: সাউথ ইন্ডিয়ান মুভি দেখেন না??
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭
কিশোর মাইনু বলেছেন: দেখি ভাইয়া।।।
প্রচুর পরিমাণে।।।
রিভিউ ও তো দিয়েছি প্রায় ২/৩টা মুভির।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ রাত ২:২৬
কাইকর বলেছেন: সুন্দর রিভিউ