নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।
২০১৭তে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার চিরণজীবীর Khiladi No 150 থালাপাত্তি বিজয়ের অভিনীত ব্লকবাস্টার ছবি Kaththi(২০১৪)-র রিমেক।তামিল ভাষায় করা Kaththi'r আগে তেলেগুতে বের হওয়া Khiladi no 150-র হিন্দী ডাবিং বের হয়।যে কারণে দুই ছবি ই দেখা অনেকের ধারণা Kaththi,Khiladi no 150-র রিমেক,যদি ও তা ভুল ধারণা।
চিরণজীবী ও বিজয়,দুইজন সেরা অভিনেতা।অভিনয়ে কেউ কারো চেয়ে কম জাননা।কিন্তু এই একটা মুভির জায়গায় আমি চোখ বন্ধ করে বিজয়কে ভোট দেব।কিন্তু কেন?!?!?
জেলখানা থেকে এক কয়েদি পালিয়ে যায়।তাকে ধরার জন্য অন্য এক কয়েদির(নায়ক) সাহায্য নেওয়া হয়।নায়ক কয়েদি ধরতে সাহায্য করে ঠিক ই,কিন্তু নিজেই পালিয়ে যায়।তারপর ঘটনা ক্রমে এই নায়ক-(কয়েদি)র দেখা হয় তার হামসকলের সাথে,যে এক বৃদ্ধাশ্রমের ইনচার্জ।সে তার জায়গায় তার হামসকল্কে জেলে পাঠিয়ে দেয়,আর সে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেয়।
কিন্তু এক মেয়েকে পছন্দ হওয়ার কারণে প্ল্যান বাতিল করে।তারপর ঘটনাক্রমে সে তার হামসকলের আসল পরিচয় জানতে পারে।
কয়েক লাখ/কোটি টাকার লোভে সে হামসকলের জায়গা নিয়ে নেয়।তারপর ঘটনাক্রমে সে আস্তে আস্তে হামসকলের জীবনী ও লক্ষ্য জানতে পারে।তখন সে অনুতপ্ত বোধ থেকে হামসকলের মিশনকে নিজের মিশন বানিয়ে সেই মিশন পুরণ করে।
মোটামুটি এই হল কাহিনীর সারসংক্ষেপ।
জেল থেকে এক কয়েদি পালিয়ে গেলে তাকে ধরে দেওয়ার জন্য অন্য এক কয়েদি/নায়কের কাছে যখন অনুরোধ করা হয়,তখন সে দেনা-পাওনার কথা তুলে।তো Kaththi -তে বিজয় তার রুমের নস্ট ফ্যান ঠিক করে দিতে বলে।কিন্তু Khiladi 150তে চিরু মোবাইল,ল্যাপটপ,হাইস্পিড ওয়াইফাই খোজে।
আরে ইয়ার জেল নাকি মামাবাড়ি?!?!?
তাছাড়া Kaththi-তে দুই নায়কের নাম ছিল বিজয়(কয়েদি)ও জিবা।কিন্তু khiladi 150তে কয়েদিকে সম্বোধন করা হয় গুরুভাই।গুরুভাই নিশ্চয় কারো নাম হতে পারেনা।তাহলে গুরুভাইয়ের নাম কি???
শুরুতে হিরোর এন্ট্রিতে ও চিরুর এন্ট্রি খুব বেশী সিনেমাটিক হয়ে গেছে।
তারপর নায়িকার সাথে দেখা হওয়ার সিন।নায়িকার সাথে দেখা হচ্ছে ভাল কথা,সেখানে ছোট্ট বেলার প্রেম শুভলক্সমী নাম এনে একটু হাস্যকর হয়ে গেছে।
তাছাড়া মুভিতে একাধিক কমেডিয়ান রাখার কারণে মুভিটি একশনের থেকে বেশী নাটুকেপনা ও হাস্যকর বলে মনে হয়েছে আমার কাছে।
কয়েন ফাইট সিনে বাতি নিভিয়ে কোশলে ৫০-৬০জনের সাথে মারামারি করে নায়ক।একজন একজন করে মেরে নায়ক এক জায়গায় জড়ো করে। Kaththi -তে এলোপাথাড়ি পড়ে থাকে শরীরগুলো,অথচ Khiladi 150-তে চিরু গুন্ডাদের দিয়ে পিরামিড বানিয়ে তার উপর উটে বসে থাকে।খুব বেশী সিনেমাটিক।
লাস্ট ফাইটের দৃশ্যে বিজয়(কয়েদি)ই সবাইকে মারে।কিন্তু Khiladi 150তে সদাদিধা গ্রাম্য এক ছেলে হঠাত করেই হিংস্র হয়ে উটে বিশাল এক লাংগল দিয়ে ভিলেনকে মেরে ফেলে।
তারপর বিজয়ের জিবাকে উদ্দ্যেশ্য করে বলা "সবকি পানিকি ফিকরতি,তোমারি জানকি ফিকরতি,লেকিন কিসিকি ভি মেরি ফিকর নেহি তি" ডায়লগ ও একটা আলাদা মাত্রা এনে দিয়েছে লাস্ট সিনে।
সর্বোপরি দুটি সিনেমায় ভাল।কিন্তু বিজয়ের অভিনীত Kaththi ই বেটার মনে হয়েছে আমার কাছে।বাস্তবের ছোয়া আছে,বিশ্বাসযোগ্য।
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
কিশোর মাইনু বলেছেন: ইদানিং তামিল মুভিগুলো খুব সুন্দর হচ্ছে।আর আল্লু আর্জুন,রাম চরণরাও ভাল অভিনয় করছে।তাই দেখে মজা পাই।
ধন্যবাদ,রাজীব ভাই
২| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২
রাকু হাসান বলেছেন: রিভিউ ভাল হয়েছে.......তামিল মুভি কম দেখা হয় ।
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
দেখেন বাই তামিল মুভিগুলো।এখন তাদের ছবিগুলো আসলেই সুন্দর।
৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৪
নিশি মানব বলেছেন: তামিল মুভিতে কি বলে কিচ্ছু বুঝিনা। আমি শুধু দৃশ্যটাই দেখি।
এই দৃশ্যটাই ভাল লাগে।
০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২
কিশোর মাইনু বলেছেন: আমি ও তামিল বুঝিনা ভাই।।হিন্দী ডাবিং ভারশন দেখি।
৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
তামিল মুভি দেখলে হবে। পড়েন, দেশ গড়েন!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১
কিশোর মাইনু বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: আমার ছোট ভাই খুব তামিল মুভি দেখে।
আমি মাঝে মাঝে দেখি। ভালোই লাগে।