নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

কিশোর মাইনু

কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।

কিশোর মাইনু › বিস্তারিত পোস্টঃ

চারশ বিশ(৪২০): অপবাদে জর্জরিত এক সংখ্যা

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

ফোর-টুয়েন্টি(420) বা ৪২০।
আমরা মনে হয় না খুব একটা ভাল অর্থে ব্যবহার করি।দুই বাংলায় অবশ্য খোকা ৪২০,জামাই ৪২০ নামের ছবি বের করে কিছুটা কলংকমোচনের চেষ্টা করা হচ্ছে।

তারপর ও ৪২০ মানেই আমরা লম্পটদের বুঝি।
কিন্তু কেন?!?!?
বাংলাদেশ,ভারত,পাকিস্তান এবং আফগানিস্তানের রাষ্ট্রীয় পেনাল কোডের ৪২০ নাম্বার ধারায় প্রতারক/ঠকবাজদের শাস্তির কথা বলা হয়েছে।যার ফলাফল প্রতারকদের ৪২০ উপাধীর বিশাল সম্মান দেওয়া হচ্ছে।
সম্মান বলছি কেন?!?!?
নাহ,ব্যংগ করে না।সিরিয়াসলি সম্মান কথাটি বলেছি।কিন্তু কেন?!?!?
চলুন,দেখা যাক।

তিন অংকের ১ম চারটি মৌলিক সংখ্যা হল ১০১,১০৩,১০৭ এবং ১০৯।আর এই চারটি সংখ্যার যোগফল হল ৪২০।১ম ২০টি জোড় সংখ্যার যোগফল হলো ৪২০।এবং ৪২০ হলো ২০তম Pronic Number যা পরপর ২টি সংখ্যার গুণফল আকারে লেখা যায়->২০*২১=৪২০।১ থেকে ৭ পর্যন্ত সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায় এমন ক্ষুদ্রতম সংখ্যা হল ৪২০।
তবে সবচেয়ে মজার ব্যাপার হলো ৪২০-র উৎপাদক নিয়ে।
৪২০র মোট উৎপাদক ২৪টি।এবং ৪২০কে উল্টালে ও পাওয়া যায় ২৪।এরকম Non-Trivial সংখ্যা খুজে পাওয়া অনেক কঠিন।৪২০ হলো এরকম প্রথম সংখ্যা,তার পরের ২টো হল ২৩০০০,৪৪১০০০।এর পরের টি ট্রিলিয়ন ঘরের।
৪২০ আবার একটি হর্ষদ সংখ্যা।এইরে,এটা আবার কি?!?!?
হর্ষদ মানে হচ্ছে আনন্দদায়ী।
৪২০->৪+২+০=৬।
এখন এই ৬ দিয়ে আবার ৪২০ কে ভাগ করা যায়।তাই এটি হর্ষদ সংখ্যা।এমন অবশ্য আরো অনেক আছে।কিন্তু এমন খুব কম আছে->৪ হর্ষদ সংখ্যা,৪২ হর্ষদ সংখ্যা,৪২০ হর্ষদ সংখ্যা।৪২০/৬=৭০ ও একটি হর্ষদ সংখ্যা।৭০->৭+০=৭।৭০/৭=১০ ও একটি হর্ষদ সংখ্যা।৪২০র অংকগুলো হচ্ছে ৪,২,০।এদের সব বিন্যাস ই হর্ষদ সংখ্যা->২৪,৪২,২০৪,২৪০,৪০২,৪২০।অংকগুলোর বর্গের যোগফল (৪*৪)+(২*২)=২০ হর্ষদ সংখ্যা।এমনকি ঘনের যোগফল (৭২) ও একটি হর্ষদ সংখ্যা। [link||view this link]
হর্ষদের ক্ষেত্রে ৪২০র মত আনন্দদায়ক সংখ্যা এর একটি পাওয়া যায়নি এখনো।৪২০ শুধুমাত্র 10 Baseএ না।আরো অনেক বেসেই হর্ষদ।
যেমন,
2 Base:110100100 যোগফল 4।420কে ভাগ করা যায়।
3 Base:120120 যোগফল 6।
4 Base:12210র যোগফল 6।
6 Base:1540র যোগফল 10।
7 Base:1140 র যোগফল 6।
8 Base: 644র যোগফল 14।
9 Base:516র যোগফল 12।
11 Base:352র যোগফল 10।
16 Base:1A4-র যোগফল 15 যা দিয়ে 420কে ভাগ করা যায়।
এমন আরো অনেক আছে।১৮,১৯,২০,২৯,৩৬বেইজে ও ৪২০ একটি হর্ষদ সংখ্যা।

ও হ্যা,৪২০/420 আমাদের দেশে যদিও প্রতারক হিসেবে বোঝানো হয়,কিন্তু সারা পৃথিবীতে এটি গাজার কোড।এটি দ্বারা গাজার বার্ষিক ব্যবহার ও প্রসারণ বোঝানো হয়।প্রতি বছরের এপ্রিল মাসের ২০তারিখ গাজা সস্কৃতির সাথে নিজেকে সনাক্ত করার উপায় হিসেবে গাজা ধুমপান করা হয়।এবং উৎসবটি শুরু হয় ঠিক ৪:২০-এ।এই উৎসবটি "উইড ডে হিসেবে পরিচিত।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮

রাকু হাসান বলেছেন: ভাল লিখেছেন..।৪২০ সংখ্যাটি নেতিবাচক ভাবে উৎপত্তির পেছনেও মজার গল্প আছে ।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

কিশোর মাইনু বলেছেন: গাজারটা জানি।
প্রতারকেরটা খুব একটা জানিনা।
বাট আমার উদ্দেশ্য ছিল গাণিতিক সৌন্দর্য্য।তাই সেগুলো এড়িয়ে গিয়েছি।

ধন্যবাদ আপনাকে হাসান ভাই।

২| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক বিশাল তথ্য জানলাম।
ভালো লাগলো এমন তথ্য পেয়ে, ধন্যবাদ...

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কিশোর মাইনু বলেছেন: গণিতের দুনিয়ায় নিমন্ত্রণ রইল আপু।

ধন্যবাদ

৩| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক কিছু জানা হল। :)

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

কিশোর মাইনু বলেছেন: জানার কি কোন শেষ আছে?!?!আমার এই এক্টাই আফসোস।১% ও জানার আগেই আমার মৃত্যু হবে।
ধন্যবাদ

৪| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: ওরে বাবা! এতো বিশাল কাণ্ড B:-) আমি গনিত ভয় পাই :((

যাই হোক, ৪২০ নিয়ে জানলাম অনেক কিছু । ৪২০ নাটকের কথা মনে আছে ভাইয়া ? :P

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

কিশোর মাইনু বলেছেন: কেউ গণিত ভয় পায় শুনলে খুব মন খারাপ হয়।
কেননা গণিত ভয় পাওয়ার বিষয় না।দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস্টায় হচ্ছে গণিত।অসম্ভব পরিমাণে রসালো মজার একটি বিষয়।
ভয় পাবেন কেন?!?!?

আর,সরি আপু।আমি নাটক খুব একটা দেখিনা।

৫| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

দীপঙ্কর বেরা বলেছেন: অনেকরকমভাবে জানলাম

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৮

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ আংকেল।

৬| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৯

কিশোর মাইনু বলেছেন: গণিতের দুনিয়ায় স্বাগতম আপনাকে।

৭| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৬

নীলপরি বলেছেন: এতো কিছু জানতাম না । ভালো লাগলো জেনে ।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩০

কিশোর মাইনু বলেছেন: ভাল লেগেছে জেনে আনন্দিত।
ধন্যবাদ

৮| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: দেশের প্রধানমন্ত্রী একজন ৪২০ ।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

কিশোর মাইনু বলেছেন: কিছু কমুনা।

৯| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: মজার পোষ্ট।

১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কিশোর মাইনু বলেছেন: মজার বিষয় নিয়ে যাই লিখি না কেন তা তো মজার হবেই,তাই না ভাইয়া???
ধন্যবাদ।

১০| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমেই বানান ভুল দেখে হোঁচট খেলাম। ব্যবহার হবে ঠিক বানান। স্পেসিং এর দিকেও নজর দিয়েন।

পরে পড়তে পড়তে মনে হলো, বেশ ইন্টারেস্টিং, ভালো পোস্ট। ভাজে ভাজে মজার সব তথ্য!
আন্তরিক ধন্যবাদ কষ্ট করে শেয়ার করার জন্যে।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯

কিশোর মাইনু বলেছেন: খেয়াল করিনি প্রথমেরটা।ঠিক করে দিয়েছি।ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
স্পেসিং-র দিকে নজরের কথা আপনি এর আগেও বলেছেন।কিন্তু আমি ঠিক বুঝতে পারছিনা আপনি কোনন জায়গায় indicate করছেন।

ধন্যবাদ আপু।গণিতের মজার দুনিয়ায় আপনাকে স্বাগতম।

১১| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার মন্তব্যটি ঠিক স্পেসিং এ লিখলে এমন হবে:

খেয়াল করিনি প্রথমেরটা। ঠিক করে দিয়েছি। ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
স্পেসিং-র দিকে নজরের কথা আপনি এর আগেও বলেছেন। কিন্তু আমি ঠিক বুঝতে পারছিনা আপনি কোনন জায়গায় indicate করছেন।
ধন্যবাদ আপু। গণিতের মজার দুনিয়ায় আপনাকে স্বাগতম।


দাড়ি দেবার পরের শব্দ বা অক্ষরের সাথে কিছুটা গ্যাপ দরকার। একেবারে গায়ে গায়ে লাগানো থাকে আপনার লেখাগুলো। আশা করি এবারে বোঝাতে পেরেছি। :)

ভালো থাকবেন অনেক।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৬

কিশোর মাইনু বলেছেন: এভাবে হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য একজন আপু থাকলে আর কি লাগে???

অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

১২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

কিশোর মাইনু বলেছেন: :| #:-S :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.