নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। পড়ালেখার কারণে ঢাকায় থাকি। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

কিশোর মাইনু

কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।

কিশোর মাইনু › বিস্তারিত পোস্টঃ

অপয়া ১৩-র উপাখ্যান

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮


আমাদের মানুষের অনেক জিনিস নিয়ে অনেক কুসংস্কার ভুল ধারণা আছে। সংখ্যা ও বাদ পড়েনি কুসংস্কারের হাত থেকে। যেমন, বাংলাদেশ-ভারতে ৪২০-র কথায় ধরি। ৪২০সংখ্যাটাকে আমরা গালি বানিয়ে ফেলেছি রীতিমত। ৪২০ নিয়ে ও একটি পোস্ট দিয়েছিলাম।এখানে ক্লিক করে পোস্টটি থেকে ঘুরে আসতে পারেন। যাই হোক কুসংস্কারের ক্ষেত্রে ধরলে ১৩কে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি চলে তার ধারে কাছেও নেই অন্য কোন সংখ্যা। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত, ১৩তম ধাপটি জীবনের শেষ ধাপের একটি চক্র। তাদের বিশ্বাস- চক্রের ১২টি ধাপ জীবিত অবস্থায় সম্পন্ন হয়। সুতরাং ১৩ নম্বর ধাপ মৃত্যুকেই নির্দেশ করে। তাই ১৩-কে তারা মৃত্যু ও ধ্বংসের প্রতীক মনে করত। এভাবেই ১৩ সংখ্যাটির সাথে আনলাকি বা অশুভ কথাটির ইতিহাসের গোড়াপত্তন হয়েছিল মিশরে। যা থেকে পরবর্তীতে গ্যালোচ-র আইডিয়া পাওয়া যায়। একজন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলোনোর স্থানটিকে গ্যালোচ বলা হয়ে থাকে। কোনো অপরাধী ব্যক্তির তার জীবনের শেষ পরিণতি হচ্ছে এই গ্যালোচ। এই ফাঁসির স্থানটি ১৩টি ধাপের সিঁড়ি দিয়ে তৈরি একটি মঞ্চ। এটা বিশ্বাস করা হয় যে, একজন মানুষকে ফাঁসিতে ঝুলানোর জন্য ১৩টি ধাপের মধ্য দিয়ে যেতে হয়। নর্স মিথোলজির এক কাহিনীতে অনিন্দ্য সুন্দর মোহময় এক জ্যোৎস্নাস্নাত রাতে ১২ জন দেবতার নৈশ ভোজের আয়োজন চলছিল। রাতে খাবার টেবিলে একসাথে বসলেন সকলে। ঠিক তখনই বিনা আমন্ত্রণে সেই ভোজ সভায় উপস্থিত হলেন ১৩তম ব্যক্তি। সকলেই হতচকিত। কারণ সেই ১৩তম ব্যক্তি ছিলেন খারাপ কাজের দেবতা স্বয়ং লোকি। অশুভের সূচনা হলো এর পরপরই। লোকি শুরু করেন যত অশান্তি। লোকির প্ররোচনায় শীত ও অন্ধকারের দৃষ্টিহীন দেবতা হোড ভালো কাজের দেবতা ব্লাডারকে হত্যা করে। সেদিন পুরো স্বর্গপুরীতে নেমে এসেছিল শোকের মাতম। সেই থেকে ১৩তম জনের উপস্থিতি অর্থ পরের বছর আর কোনো মৃত্যু সংবাদ!!! তবে ১৩ সংখ্যার গায়ে পাকাপাকিভাবে অশুভ-র সিল লেগে যায় মুলত "লাস্ট সাপার"-র পরে। যিশু-র লাস্ট সাপারে ১৩তম ব্যক্তি হিসেবে যোগ দিয়েছিলেন জুডাস ইস্কারায়োট। পরবর্তীতে জুডাস ইস্কারায়োটই যীশুর সঙ্গে প্রতারণা করেছিলেন। যীশুকে যেদিন শূলে চড়ানো হয় সেদিন ছিল শুক্রবার, তারিখটিও ছিলো ১৩। তখন থেকেই ১৩নিয়ে এত বেশী বাড়াবাড়ি হওয়া শুরু হয়েছে যে ১৩-ভীতি আলাদা একটা রোগ ই হয়ে গিয়েছে। "১৩" সংখ্যাকে ধরা হয় দুর্ভাগ্যের সংখ্যা আর এই ১৩ সংখ্যার প্রতি ভয়কে বৈজ্ঞানিক নামে বলা হয় "ট্রিসকেইডিকাফোবিয়া(triskaidekaphobia) trɪskaɪˌdɛkəˈfoʊbiə, ˌtrɪskə-/, tris-kye-dek-ə-foh-bee-ə Or tris-kə-dek-ə-foh-bee-ə; গ্রীক tris অর্থ "three", kai অর্থ "and", deka অর্থ "10" and phobos অর্থ "fear" or "morbid fear।
কিছু কিছু মানুষ আবার আরো একধাপ এগিয়ে শুক্রুবারকেও অশুভ বানিয়ে দিল। ফলাফল আরো একটা কুসংস্কার-''Friday the 13th", আরো একটা ভীতি/রোগ, আরো একটা বৈজ্ঞানিক নাম "প্যারাসকভিডেক্যট্রিয়াফোবিয়া"-"paraskevidekatriaphobia" গ্রীক শব্দ Paraskeví (Παρασκευή), অর্থ "শুক্রবার", ও dekatreís (δεκατρείς), অর্থ "১৩" , আবার একে ফ্রিগাট্রিসকেইডেকাফোবিয়া-"friggatriskaidekaphobia" ও বলা হয়ে থাকে। কারণ নর্স দেবী Frigg এর নামানুসারে ইংরেজিতে Friday শব্দ আসে।
এমনেই মানুষ ভয়ে বাচে না, তার উপর মড়ার উপর খড়ার ঘা হিসেবে আরো বেশ কিছু কাকতাল এসে হাজির হল ১৩কে অপয়া প্রমাণিত করার জন্য। যেমন, অ্যাপেলো ১৩, সবাই জানে এটা সম্পর্কে। মুভিও বানানো হয়েছে এটার কাহিনী নিয়ে। কিন্তু এতগুলোর মধ্যে স্রেফ এটাকেই ব্যার্থ হতে হল?!?!? চাঁদে যাওয়ার এই Apollo 13 Mission টি সফল হয়নি অক্সিজেন টেঙ্কের একটি বিস্ফরণ (oxygen tank explosion) জনিত দূর্ঘটনার জন্য। চাঁদে মানুষ যাওয়ার একমাত্র ব্যর্থ Mission এই Apollo 13। মজার বিষয় হচ্ছে Apollo 13 launch pad থেকে 13:13 (CST) hours military timeএ launch করে। Apollo 13 এর Earth orbit insertion time ছিলো 02:25:40 p.m যোগকরে দেখেন (০+২+২+৫+৪+০) = ১৩। আবার Apollo 13 এর Splashdown time ছিলো 01:07:41 p.m যোগকরে দেখেন (০+১+০+৭+৪+১) = ১৩। Apollo 13 কিন্তু দূর্ঘটনাতে পতিত হয় ১৯৭০ সালের এপ্রিল মাসের ১৩ তারিখে। আর এপ্রিলের ১৩ তারিখ হচ্ছে বছরের ১০৩তম দিন।
উরুগুয়ের এয়ার ফোর্স ফ্লাইট ৫৭১ বিমানটিতে আন্দিজ পর্বতে ধাক্কা লেগে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়। একই দিনে সোভিয়েত এরোফ্লেট রানওয়ে থেকে মাত্র এক কিলোমিটার দূরে একটি লেকের ধারে বিস্ফোরণ ঘটে। ১৭৪ জনের মৃত্যু হয় ঐ ঘটনায়। সেইদিন ছিল ১৩ তারিখ। তখন থেকে মানুষ বিশ্বাস, এই ১৩ নম্বরই ছিল অঘটনের যত মূল। Columbia Space Shuttle নভোযানটি মহাকাশে পাঠানো হয়েছিল ১৬ জানুয়ারি ২০০৩। সংখ্যাতত্ত্বের বিচারে, তারিখটির সবকটি সংখ্যা যোগ দিলে দাঁড়ায় ১+৬+১+২+০+০+৩ = ১৩! মহাকাশ থেকে ফেরার সময় নভোযানটি দুর্ঘটনায় পতিত হয়। বিষ্ফোরণের কারণে Columbia Space Shuttle নভোযানটি ধ্বংস হয়ে যায়। নভোযানে অবস্থানকারী সকল ক্রুর দুঃখজনক মৃত্যু ঘটে।
মারহাবা! মারহাবা! আর কি লাগে?!?!? এত এত কাকতালের পর মনে ভয় ডুকলে দোষের কিছু না। যার ফলাফল নিচের উদাহারণগুলো-ঔপনিবেশিক শাসক হিসেবে ব্রিটিশদেরকে মুক্তমনা বলা হলেও ১৩-এর কুসংস্কার থেকে তারাও মুক্ত নয়। ব্রিটেনে ১৩ নম্বর বাড়ি অন্য বাড়ির তুলনায় দামে কম। জুপলা নামের সম্পত্তি বিষয়ক একটি ওয়েবসাইটে এক জরিপ চালানো হয়। জরিপে দেখা যায়, ইংল্যান্ডে ১৩ নম্বরধারী বাড়িগুলোর আর্থিক মূল্য একই মানের অন্য বাড়িগুলোর তুলনায় গড়ে প্রায় চার হাজার পাউন্ড কম। মার্কিন যুক্তরাষ্ট্রের বত্রিশতম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৩ নিয়ে কুসংস্কারাচ্ছন্ন ছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক দীর্ঘমেয়াদে চারবার নির্বাচিত এই প্রেসিডেন্ট ১৩ তারিখে কোথাও সফরে যেতেন না, এমনকি হোয়াইট হাউস থেকে শুরু করে কোনো দাওয়াতেও কখনো ১৩ জন অতিথি নির্বাচন করতেন না।
কানাডার ওন্টারিওতে ১৩নং মহাসড়ক বলে কিছু নেই বা ছিলও না। জাপানে ১৩নম্বর লিফট নেই, ১২তালার পরের তালাটি আপনি ১৪পাবেন। ১৩ নাম্বার দোকান, বাসা কিছুই খুজে পাবেন না। ফর্মুলা ওয়ানে ১৩নাম্বারে কোন গাড়ি থাকেনা।
এতক্ষণ ১৩-র কুকীর্তির কথা বললাম। বেচারা মাইন্ড করে বসলে আবার সমস্যা। শালার কিছু Brain Teaser বলে দেখি পটাইতে পারি কিনা।
এই Palimdromic Pattern টা দেখুন-
১৩*৬২=২৬*৩১
১৩*৯৩=৩৯*৩১
১৩হল দুই অংকবিশিষ্ট প্রথম ফিবোনাচ্চি সংখ্যা। ১৩ হল প্রথম দুটি মৌলিক সংখ্যা ২,৩ -র বর্গের যোগফল। 2nd Primitive Pythagorean Triple(৫,১২,১৩) -র অতিভুজের মান ১৩। আবার এর প্রতিটি সংখ্যার আগে ১যোগ কর দিলেই 13th PPT(১৫,১১২,১১৩) পাওয়া যায়। ১৩-র সাথে এর অংকগুলোর গুণফল যোগ করলে বর্গসংখ্যা পাওয়া যায় আবার যোগফল বিয়োগ করলেও বর্গসংখ্যা পাওয়া যায়।
১৩+(১.৩)=৪^২
১৩-(১+৩)=৩^২
এটা খুবই দূস্প্রাপ্য ব্যাপার। চেষ্টা করে দেখতে পারেন।
আবার যেসব অংকগুলোর যোগফল একটি বর্গসংখ্যা তার মাঝে প্রথম Non-Trivial সংখ্যাটি হল ১৩। দুটি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল এবং দুটি ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফল আকারে লেখা যায় এমন ২য় সংখ্যাটি হচ্ছে ১৩।
২^২+৩^২=৭^২+৬^২=১৩
১৩ হচ্ছে একমাত্র পূর্ণ সংখ্যা যা এবং যার চতুর্ঘাত উভয়ই দুটি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল।
১৩^৪=১২০^২+১২১^২
১৩^২কে ৭থেকে ১৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আকারে লিখা যায়। আবার ১-১৩ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল ১-৬ পর্যন্ত সংখ্যার বর্গের যোগফলের সমান।
১৩^২=৭+৮+৯+...+১৮+১৯
১+২+৩+...+১১+১২+১৩=১^২+২^২+...+৫^২+৬^২
১৩^২ কে ১৩থেকে ক্রমিক সাতটি মৌলিক সংখ্যার যোগফল আকারে লেখা যায়।
১৩+১৭+১৯+২৩+২৯+৩১+৩৭=১৩^২=১৬৯
এটা হল তিন অংকের প্রথম বর্গসংখ্যা যারর অংকগুলো ছোট থেকে বড় সাজানো আছে। এরকম স্রেফ আর দুটি আছে তিন অংকের-২৫৬,২৮৯।
এবার প্যাটার্ন দেখি কিছু। ১৩-র বিপরীত পৌনপুনিকদশমিক সংখ্যা ১/১৩=০.০৭৬৯২৩০৭৬৩২০.....
৭৬৯২৩০-র সাথে ১৩-র মেলবন্ধণে তেরী হয় অদ্ভুদ এক প্যাটার্ন।
৭৬৯২৩*১৩=০৯৯৯৯৯৯
৭৬৯২৩*২৬=১৯৯৯৯৯৮
৭৬৯২৩*৩৯=২৯৯৯৯৯৭
৭৬৯২৩*৫২=৩৯৯৯৯৯৬
৭৬৯২৩*৬৫=৪৯৯৯৯৯৫
৭৬৯২৩*৭৮=৫৯৯৯৯৯৪
৭৬৯২৩*৯১=৬৯৯৯৯৯৩
৭৬৯২৩*১০৪=৭৯৯৯৯৯২
৭৬৯২৩*১১৭=৮৯৯৯৯৯১
৭৬৯২৩*১৩৯=৯৯৯৯৯৯
গুণফলের দুপাশের অংকগুলো দেখুন। কিছু পরিলক্ষিত হয়???

এত কিছু দেখেই মনে হয় ইতালি আর তিব্বত ১৩কে সৌভাগ্যের সংখ্যা হিসেবে বেছে নিয়েছে। ইতালির কাম্পানিয়ায় কারো সৌভাগ্য কামনায় বলা হয় ট্রেডেসি, যার অর্থ ১৩। থাইল্যান্ডে এপ্রিলের ১৩তারিখ বছরের নতুন দিন হিসেবে পালন করা হয়, যার নাম সংক্রান্দিন।

যুক্তরাস্ট্র গঠিত হয়েছিল ১৩টি রাজ্য নিয়ে। তাই যুক্তরাস্ট্রের প্রথম পতাকায় ছিল ১৩টি তারা। রাজ্য বাড়ার সাথে সাথে তারার সংখ্যা ও বেড়েছে। আমার জানামতে এখন রাজ্য ও তারার সংখ্যা ৫০টি। যুক্তরাস্ট্রের জাতীয় পতাকায় লাল-সাদা ডোরা ১৩টি। যুক্তরাস্ট্রের রাস্ট্রীয় সিলমোহরে ঈগলের এক পায়ে ১৩টি জলপাই, সাথে ১৩টি পাতা, অন্য হাতে ১৩টি তীর এবং মাথার উপরে ১৩টি তারা।
তথ্যসুত্র:
১) Click This Link
২) Click This Link
৩) Click This Link
৪) Click This Link
৫) Click This Link
৬) পাই-জিরো টু ইনফিনিটি
৭) গণিতের পাটশালা(পোর্টাল)
৮) উইকিপিডিয়া

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: না জানি কীসেরও লাগি প্রাণ করে হায় হায়...

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

কিশোর মাইনু বলেছেন: #:-S :| :-<
সুন্দর ছন্দ। কিন্তু বুঝিনাই।

বাই দ্যা ওয়ে, ধন্যবাদ রাজীব ভাই।

২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশে দেশে এরকম দেখেছি
যতদুর মনে পড়ে চীনে লিফটে ১৪ পাইনি

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০০

কিশোর মাইনু বলেছেন: জ্বী ভাইয়া। আমি যতটুকু জানি চীন,জাপান, কোরিয়া, রাশিয়াতে ১৩কে যতটা সম্ভব এভোইড করে চলার চেষ্টা করে।
ধন্যবাদ। আপনি সম্ভবত আমার ব্লগে প্রথম মন্তব্য করলেন।
ধন্যবাদ আপনাকে। বাকি পোস্টগুলোতে দাওয়াত রইল।
শুভকামনা।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ১৩ নম্বরটি প্রাচীন ইরানী (ফারসি) সভ্যতা এবং জরোস্ট্রিয়ানিজমের মধ্যে অশুভ বলে বিবেচিত ছিল । নূরুজের ঐতিহ্যের শুরু থেকে, প্রতিটি নতুন ইরানী বছরের ১৩ তম দিনে সিজদা বে-দার বলা হয় এবং মনে করা হতো এই দিন অশুভ শক্তি মানুষের জন্য সমস্যা সৃষ্টি করে। তাই এই দিন মানুষ শহুরে এলাকা ছেড়ে গ্রামাঞ্চলে গিয়ে ক্যাম্প করে থাকতো।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

কিশোর মাইনু বলেছেন: এগুলো জানতাম না। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ভাল থাকবেন।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৮

কালো_পালকের_কলম বলেছেন: অনেক কিছু জানতে পারলাম

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: এসব নিছক কুসংস্কার।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

কিশোর মাইনু বলেছেন: কুসংস্কারের কথা বাদ দিন আংকেল, Brain teaserগুলো কেমন লাগল সেটা বলুন।

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: তথ্যবহুল পোস্ট
লাইক দিলুম :)

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৩

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ও তথ্য সমৃদ্ধ পোস্ট ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

কিশোর মাইনু বলেছেন: সুস্বাগতম আপনাকে আমার ব্লগবাড়িতে।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

ফোয়ারা বলেছেন:

ভাইজান, ১৩ শব্দটাকে আমিও ভয় পাই। একবার আমার রোল ১৩ হইছে। সেই বছর আমার পড়া খারাপই গেছে।


আপনার পোস্টে অনেক কিছু জানা হল। আমিও কোনদিন বিখ্যাত হলে আপনার পোস্টে আমি চলে আসতাম।☺

১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪০

কিশোর মাইনু বলেছেন: :D :D B-)
ভাল বলেছেন।
বাট ১৩ নিয়ে ভীতি কেন???
রোল নম্বরের কারণে না আরো কিছু আছে?!?!? ;)

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে কাকতালীয় ভাবে কিছু ঘটে গেলে পরে তার রটনা করা হয় বলেই এসব কুসংস্কার যুগে যুগে টিকে আছে।

সবকিছু মানুষের বিশ্বাসের উপর নির্ভরশীল।

কেমন যাচ্ছে দিন কাল ?

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

কিশোর মাইনু বলেছেন: ভাল বলেছেন।

ভাল। সবসময়ের মতই।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



ওরে বাবারে ১৩ থেকে দুরেই থাকমু ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

কিশোর মাইনু বলেছেন: তাইলে তো ভাই, আমার পোস্ট দেওয়ার মূল উদ্দেশ্য ই ব্যার্থ হয়ে গেল

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগে দাওয়াত রইলো :)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

কিশোর মাইনু বলেছেন: ঘুরে আসলাম।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

কালীদাস বলেছেন: ম্যাথের ট্রিকসগুলো মজার!
অনেক বাস, ট্রেন, প্লেনে দেখেছি ১৩ নাম্বার রো রাখে না।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

কিশোর মাইনু বলেছেন: জ্বী ভাইয়া। এখনো মানুষ এসব সাংখ্যিক কুসংস্কার থেকে মুক্ত হতে পারে নি।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৫৪

বলেছেন: আনলাকী থার্টিন সবসময় লাকী হয়ে যায় --- দারুণ তথ্য বহুল আলোচনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ ল ভাই।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.