নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

কিশোর মাইনু

কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।

কিশোর মাইনু › বিস্তারিত পোস্টঃ

গাণিতিক শুভেচ্ছা!!!

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০১

১ কে যদি আমরা ১১ দিয়ে ভাগ দেই পাওয়া যাবে সত্যবাদী সংখ্যা। আমি যদি জিজ্ঞেস করি, “আচ্ছা বলুন তো, ১ কে ১১ দিয়ে ভাগ দিলে শূন্য পাওয়া যাবে?”, আপনারা অবাক হয়ে তাকাবেন আমার দিকে- শূন্য কোত্থেকে এল এর মধ্যে? ওই সংখ্যাটি নিজেও সেই কথাই বলে চলে।

১ কে ১১ দিয়ে ভাগ দিলে পাবে ০.০৯০৯০৯০৯০৯০৯……

বাংলাতে পড়ে শোনাই… শূন্য দশমিক শূন্য নয় শূন্য নয় শূন্য নয় শূন্য নয় শূন্য নয় শূন্য নয়… এরপর থেকে সে অনন্তকাল বলে চলে- এটা কিন্তু শূন্য নয়! এটা কিন্তু শূন্য নয়!

২ কে যদি আমরা ১১ দিয়ে ভাগ দেই পাওয়া যাবে বাংলা ভাষার সব থেকে লোভী সংখ্যা।
২ কে ১১ দিয়ে ভাগ দিলে পাবে ০.১৮১৮১৮১৮১৮....
এটা লোভী কেমনে হয়?!?!?
বেশ,বাংলায়য় পড়ি এবার, শূন্য দশমিক এক আট এক আট এক আট এক আট এক আট।আরেকটু দ্রুত পড়ি।
দশমিক একাট্যাকাট্যাকাট্যাকাট্যাকা ট্যাকা ট্যাকা ট্যাকা ট্যাকা… কী ভয়াবহ!!! সংখ্যাও টাকা চিনে গেছে!!!

১১ এর সাথে তিন সতীন কে (৩০৩) গুণ দিলে পাওয়া যাবে ৩৩৩৩ । এই সংখ্যাটি তৈরি করে মিথ্যাবাদী সংখ্যা । ১১২৩ কে যদি এই ৩৩৩৩ দিয়ে ভাগ দিলেই পাওয়া যাবে মিথ্যাবাদী সংখ্যাটি।কাউকে যদি জিজ্ঞেস করি ৩ আর ৩ এ কত হয় ম্যাক্সিমামের উত্তর ৬। অথচ ১১২৩ কে ৩৩৩৩ দিয়ে ভাগ দিলে যা পাওয়া যায় সেটা কী বলে?!?!?

তিন তিন ছয় নয়, তিন তিন ছয় নয়, তিন তিন ছয় নয়, তিন তিন ছয় নয়… !!!

১১২৩ / ৩৩৩৩ = ০.৩৩৬৯৩৩৬৯৩৩৬৯৩৩৬৯…

এরপর যদি ১১২৯ কে ৯৯৯৯ দিয়ে ভাগ দিয়ে জানতে চাই-” আচ্ছা সংখ্যা মশায়, আপনার দশমিকের পরে যে সংখ্যা গুলো আছে, সেখানে ৩ আছে কতবার? সে সুন্দর উত্তর দিয়ে দেবে ” এক বারো নয়”একটু মনোযোগ দিয়ে দেখলেই চোখে পড়বে

১১২৯/৯৯৯৯=০. ১ ১২ ৯ ১ ১২ ৯ ১ ১২ ৯ ১ ১২ ৯

গাণিতিক শুভেচ্ছা!!!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার। সম্প্রতি একটা হিন্দি ছবি দেখেছি- শকুন্তলা দেবী। ওটা হিউম্যান কম্পিউটার নিয়ে :) ওখানে রিভল্ভিং নাম্বার বলে একটা সংখ্যা চক্র দেখানো হয়। ----- আরো অনেক ইন্টারেস্টিং ম্যাথস আছে ওটাতে।

আর এরকম গাণিতিক সংখ্যার উপর আমার ঘরে বেশ কয়েকটা বই আছে :)

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৯

কিশোর মাইনু বলেছেন: দেখতে হবে মুভিটি। ইন্টারেস্টিং মনে হচ্ছে।
আমার সম্পুর্ন একটি থাক ই আছে গাণিতিক বই নিয়ে।

শুভেচ্ছা

২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৩

অধীতি বলেছেন: বেশ মজা পেলাম।সংখ্যা নিয়ে মজার গল্প আরো হোক।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৯

কিশোর মাইনু বলেছেন: ইনশাল্লাহ। আমার ব্লগবাড়ি থেকে একবার ঘুরে যাওয়ার নেমন্তন্ন রইল। এরকম পোস্ট আর ও পাবেন।

৩| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক দিন পরে গণিতের মজার কিছু চোখে পড়লো

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১২

কিশোর মাইনু বলেছেন: বিলম্বের জন্য দু:খিত। এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

৪| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: পোষ্ট টা পরে পড়বো। এখন প্রচন্ড মাথা ব্যথা করছে।

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৬

কিশোর মাইনু বলেছেন: #:-S :|| Hope u get well soon...

৫| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৯

করুণাধারা বলেছেন: বাহ্! সংখ্যা নিয়ে চমৎকার পোস্ট। ভালো লাগলো।

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩২

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ। ভাল আছেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.