নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।
১/ আমাদের যখন জন্ম হয় আমরা তখন কথা শুনে শুনে কথা বলতে শিখি। তাহলে যেসব শিশু কানা হয়ে জন্ম নেই ওরা ভাষা শিখে কীভাবে?
একইভাবে জন্মান্ধদের তো কোন কিছু সম্পর্কেই ধারণা নেই, তাহলে তারা স্বপ্নের মধ্যে কি দেখে?
২/ফায়ার ট্রাকের নাম ফায়ার ট্রাক কেনো যেখানে তারা পানি ভর্তি হয়ে থাকে, Water Truck হলেই কি ভাল হত না?
৩/ কমলা ফলের রঙ কমলা বলে এই ফলের নাম কমলা, নাকি ফলের নাম কমলা বলে ফলের কালারের নাম কমলা?
১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৬
কিশোর মাইনু বলেছেন: সরি ভাই, মাঝে মধ্য অদ্ভুদ অদ্ভুদ কিছু চিন্তা চলে আসে মাথায়, কেন আসে কোথাথেকে আসে, বুঝিনা।
Btw, thanks for the information, I didnt knew that.
আর আমার আরো ৩/৪টা পয়েন্ট ছিল ভাই, কাটা কেমনে পড়ল বুঝলাম না
২| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৫১
ধুলো মেঘ বলেছেন: যেসব শিশু কালা হয়ে জন্ম নেয়, তারা মুখে উচ্চারণ করে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারেনা। অর্থহীন গাইগুই টাইপের শব্দ করে। আশপাশের মানুষদেরকে বুঝে নিয়ে কাজ করতে হয়।
১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৭
কিশোর মাইনু বলেছেন: I actually feel sorry for them.
৩| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেরজা তপনের সংগে সহমত।
৪| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: রাইট।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:০০
শেরজা তপন বলেছেন: তাহলে যেসব শিশু কানা হয়ে জন্ম নেই ওরা ভাষা শিখে কীভাবে?
এতদিন পরে আসিয়া কি প্রশ্ন করিলেন বুঝিলাম না ভাই কিশোর মাইনু!
আমার কাছে এক অন্ধ বলেছিল যে, তারা সপ্নে সবই দেখে যা আমরা দেখি। আসলে জন্মান্ধেরা রঙ ও প্রকৃতি বলতে কি কল্পনা করে সেটা উদ্ধার করা প্রায় অসম্ভব! এটা উপলব্ধি করতে হলে আপনাকে জন্মান্ধ হতে হবে।
তবে বিজ্ঞানের-তো একটা ব্যাখ্যা আছে নিশ্চিত;
প্রকৃতপক্ষে যারা জন্ম থেকে অন্ধ তারা চাক্ষুষ ইমেজ বা স্বপ্ন দেখে না। স্বপ্নগুলি মস্তিষ্কে সঞ্চিত স্মৃতিগুলির পাশাপাশি বাইরের বিশ্বের অভিজ্ঞতার মাধ্যমে বিকাশিত হয়ে মস্তিষ্কের সার্কিট থেকে উদ্ভূত হয়। গবেষণায় দেখা গেছে, যে সকল অন্ধ ব্যক্তিদের স্বপ্ন যারা পরবর্তী জীবনে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের সপ্নের রঙ, চালচলন এবং চাক্ষুষ প্যাটার্নগুলি দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিদের মতোই থাকে। যাইহোক, জন্মান্ধ লোকেরা তাদের জাগ্রত জীবনে কীভাবে দেখতে হবে তা বোঝে না, তাই তারা তাদের স্বপ্নে কোন ইমেজ দেখতে পারে না।
যাই হোক আপনার লেখার থেকে মন্তব্য অনেক বেশী বড় হয়ে গেল