![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি ঘুরে বেড়াতে, আর প্রকৃতির মাঝে হারাতে..
আমায় নহে গো ভালোবাসো শুধু
ভালোবাসো মোর গান
বনের পাখিরে কে চিনে রাখে
গান হলে অবসান ।
চাদেরে কে চায় জোসনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে
তুমি বুঝিবে না
আলো দিতে কত পোড়ে
কত প্রদীপের প্রাণ ।
যে কাটা লতার আখিঁজল
ফুল হয়ে উঠে ফুটে
ফুল নিয়ে তার দিয়েছো কি কিছু
শূন্য পত্র পুটে ।
সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে
কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে
বেদনার মহা সাগরের কাছে করো সন্ধান ।
১৯ শে জুন, ২০১৬ রাত ৩:৪৩
দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: সত্যই নজরুলের লিখা গুলো যেন এক একটি হ্নদয়স্পর্শী অনুপ্রেরণা.......
২| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৫
শায়মা বলেছেন: এই গানের প্রতিটা কথায় এক সময় খুব অবাক হতাম আর মুগ্ধতা তো ছিলোই!
৩| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:১১
দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: হমম , আমি তো এখনো অবাক হই , এতটা রিয়েলস্টিক ছিল তার চিন্তা গুলো , ভেবেই কুল পাই নাহ
৪| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: গান কর কি ?
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৫৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ কবিকে এত সুন্দর কবিতা লেখার জন্য ।