নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঝঞ্ঝা ,আমি ঘূর্ণি , আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি ,আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই,আমি মুক্ত জীবনানন্দ

দ্যা প্রোক্রাস্টিনেটর

ভালবাসি ঘুরে বেড়াতে, আর প্রকৃতির মাঝে হারাতে..

দ্যা প্রোক্রাস্টিনেটর › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কের এদিক সেদিক

২২ শে জুন, ২০১৬ রাত ৯:৩০




### পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কোন সম্পর্ক নেই । প্রায়ই আমরা নিত্যনতুন সম্পর্কে জড়িয়ে এ পড়ি । সময়ের দোলাচোলে অনেক সম্পর্ক আবার ভেঙ্গেও যায়। ভাঙ্গা গড়ার এই বহমান স্রোতে ভেসে কিছু সম্পর্ক আমাদের হাসায় আবার কিছু বা কাঁদায়। কখনওবা সম্পর্কের টানে আমরা পা বাড়াই অচেনা পথে আবার কখনওবা নিজের স্বত্তাকেই হারিয়ে ফেলি অন্যের মাঝে । সম্পর্ক তা যেমনই হোক না কেন এটিকে টিকে রাখার জন্য বা উত্তরোত্তর উন্নয়নের জন্য চারটি বিষয় মূল ভূমিকা পালন করে । ক্ষুদ্র মস্তিস্ক উদ্ভুত সেইসব বিষয়ে কিছু কথা লিখতেই আজকের এই প্রয়াস ............... তবে তার আগে কিছু পুস্তকে বিদ্যা অর্জন করা যাক ................

১৮২৮ সাল থেকে প্রকাশিত জনপ্রিয় Merriam-Webster Dictionary সম্পর্ক বা Relationship এর সংায় লিখেছে ,
# the way in which two or more people, groups, countries, etc., talk to, behave toward, and deal with each other

: a romantic or sexual friendship between two people

Cambridge Dictionary বলছে ,
# A relationship is a close romantic friendship between two people

এবার আসল কথায় আসা যাক , সম্পর্কের মূল চারটি বিষয়ের প্রথমটি হল বিশ্বাস ,
- আপনি যে মানুষটির সাথে সম্পর্ক করতে চান তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে , বা এভাবেও বলা যায় যে আপনি যাকে বিশ্বাস করেন তার সাথেই আপনি সম্পর্ক করতে চান । কখনওবা কেবল বিশ্বাসের কারণেই একটি সম্পর্ক গড়ে উঠে এবং টিকে থাকে ।



দ্বিতীয়টি হল শেয়ারিং ,
- আপনি যাকে বিশ্বাস করেন তার সাথে শেয়ারিং করুন আপনার ভাল লাগা ,খারাপ লাগা সবই । এক কথায় পরস্পরকে জানা ; এবং এখানেই আপনার বিশ্বাসের প্রথম প্রয়োগ ঘটবে ।

তৃতীয়টি হল বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং,
- এবার দুজনের শেয়ার করা বিষয় গুলোকে দুজনের বুঝতে হবে অন্তত এতটুকু যে কার কি ভাল লাগে বা লাগে না আর এটিই বর্তমান সময়ের Burning question ।

চতুর্থটি হল বিসর্জন বা স্যাক্রিফাইস,
- Sacrifice এর অভাবেই বেশীর ভাগ সম্পর্ক ভেঙ্গে যায় । আজকালকার সম্পর্কের ক্ষেত্রে অবশ্য Sacrifice ধূমকেতুর ন্যায় কদাচিৎ
প্রতীয়মান হয় ।

ইতিতে , হুমায়ূন আহমেদের ভাষায় পৃথিবীর শ্রেষ্ট উপহার হচ্ছে ভালবাসা আর সেই ভালবাসায় বেঁচে থাকুক পৃথিবীর ভাল সম্পর্ক গুলো ........
#HR_1224

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ রাত ৯:৩৬

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: ব্লগে এটি আমার নিজের দ্বিতীয় লেখা তাই পরামর্শ বা সমালোচনা একান্ত ভাবে কাম্য

২| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৯

মহসিন ৩১ বলেছেন: ..." এবার আসল কথায় আসা যাক , সম্পর্কের মূল চারটি বিষয়ের প্রথমটি হল বিশ্বাস ,......"
আমার মনে হয় এটা হল একটা doctrine , যেটা আপনি বোঝাতে চাইছেন।
আমার মতে বাকি তিনটি বিষয় হল মানুষ পরস্পর মানুষের কতটা নৈকট্য প্রাপ্ত বা অন্য কথায় বললে বলা যায় সেসব emotional বিষয় ; যেসব ব্যাপারগুলি মানুষকে ঘিরেই আবর্তিত হতে থাকে সবসময় ।

৩| ২৪ শে জুন, ২০১৬ রাত ২:২২

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: doctrine হমম তা বলতে পারেন ..............
emotion তো অবশ্যই তবে চারপাশের সম্পর্ক গুলোতে এই বিষয় গুলো দেখেছি খুব প্রকট

৪| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৮

শায়মা বলেছেন: খুবই সুন্দর তথ্যগুলো তবে বাংলায় আর একটু বিশ্লেষন করে এই কোটেশন গুলো জুড়ে দিলে আরও ভালো হত!:)

আমিও যখন প্রথম নিকে প্রথম ব্লগ লিখি অবাক হয়ে ভাবতাম কত কিছু লিখতে চাই আমি পারিনা অন্যেরা কিভাবে পারে! আরও অবাক হতাম এত এত টপিক কেমনে খুঁজে পায় তারা!


এখন আমার মাথায় এত এত টপিক আছে কিন্তু সময় নেই বা ইচ্ছেটাও কমে যাচ্ছে!:(

৫| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:১৯

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হলাম ,
চেষ্টা করব আরো ভাল লেখার ,
নিয়মিত পরামর্শের আশায় রইলাম 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.