নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঝঞ্ঝা ,আমি ঘূর্ণি , আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি ,আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই,আমি মুক্ত জীবনানন্দ

দ্যা প্রোক্রাস্টিনেটর

ভালবাসি ঘুরে বেড়াতে, আর প্রকৃতির মাঝে হারাতে..

দ্যা প্রোক্রাস্টিনেটর › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা ব্রেক আপ এন্ড ডাউন

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৪১



এখনকার সময়ে মানুষের সবচেয়ে আক্ষেপ - অভিযোগের বিষয় হল একা দোকা ,
আই মিন সিঙ্গেল ডাবল । ছোট বেলায় দেখেছি প্রেম ভালবাসা গুলোতে ম্যাচুরিটির একটা বিশাল
প্রভাব থাকত , পরিবার , সমাজ অনেক কিছু চিন্তা করেই তখনকার ভালবাসা গুলো গড়ে উঠত , অবশ্য
এটাও ঠিক যে আজকের দিনের মত ৩৩ পয়সা মিনিট কথা বলার সুযোগ তখন আকাশ কুসুম কল্পনা ছিল মাত্র ।

যা হোক কয়েকটা ঘটনা এই মুহুর্তে খুব মনে পড়ছে ,
# আমি তখন বগুড়া জিলা স্কুলে পড়ি ,
ঘনিষ্ট এক বন্ধুর রিলেশন হল পাশের ভি এম ( গভ. গার্লস হাই স্কুল ) স্কুলের এক মেয়ের সাথে ।
খুব অল্প সময়ের মধ্যেই এই জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করল । আমি নিজেও ভাবতাম
এরা সফল কারণ ওদের পরিবার
ও বিষয়টা মেনে নিয়ে ছিল , এবং একটা সুন্দর সমাপ্তির দিকেই এগোচ্ছিল সবকিছু ।
স্কুল কলেজের গন্ডি পেরিয়ে ছেলেটি ভর্তি হল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে
আর মেয়েটি একটি নামকরা প্রাইভেট মেডিকেল কলেজে । এবার সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার পালা
কিন্ত বিধি বাম কয়েকদিন আগে শুনতে পেলাম তাদের ব্রেক আপ হয়ে গেছে, প্রায় ছয় বছরের ও বেশী সময় তাদের
এই রিলেশন টিকে ছিল । পরে অবশ্য জেনেছি যে মেয়েটি ঐ মেডিকেলেরই এক সিনিয়র ভাইয়ের সাথে এঙ্গেজড ।

# আমার আরেকজন ফ্রেন্ড , সে পড়ছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ,
গেম পাগল আমার সেই বন্ধুটি ফেসবুকের কল্যাণে হঠাৎ জড়িয়ে পড়ল রিলেশনে । যা হোক এবার বন্ধু
আমার সব কাজ ফেলে মোবাইল নিয়ে সাধনা শুরু করে দিল , ক্লাস পড়াশোনা সব ধূমকেতুর ন্যায় বিদায় নিল।
ফলাফল স্বরূপ সেমিষ্টার ফাইনাল পরীক্ষায় পেল ডাব্বা , অবশ্য প্রাপ্তির তখনও অনেক কিছু বাকী ছিল ,
কিছুদিনের মধ্যেই মেয়েটিও তার পাওনা বুঝিয়ে দিল , বন্ধুটি তখন ভীষন অসহায় ,
এরপর জানা গেল মেয়েটির মাল্টিপল পার্টনার রয়েছে , তারপর বাকীটা ইতিহাস ...............



আমি জানি এরকম অনেক উদাহরণ আপনাদের কাছেও আছে ।
রিলেশনের সফলতা বা বিফলতার তর্কে আমি যাব
নাহ শুধু এতটুকুই বলতে চাই রিলেশন নামক যে ফ্যাশন
আমাদের সমাজে শুরু হয়েছে তা কি আদৌ আমাদের জন্য
ভাল কিছু বয়ে নিয়ে আনছে ? অন্তত সমসাময়িক ঘটনা পরিপ্রক্ষিত আমাদের
ভাল কিছুর দিকে ইঙ্গিত করছে না ।
কিছু পরিসংখ্যান দেখা যাক -

#ইউএনউইমেন-এর এক জরিপের তথ্যমতে, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন্তত ৮৭% ছাত্রী কোনো না কোনো ভাবে যৌন হয়রানির শিকার হন। যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি কামরুল হাসান মজুমদারকে শাস্তিস্বরূপ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ২০১৫ সালে। গত চার বছরে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক যৌন হয়রানির অভিযোগ দায়ের হয়েছে।উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির উচ্চ হার



#জাতিসঙ্ঘের তথ্য মতে, বিশ্বের ৩৫ শতাংশ নারী নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশের ৮৭ শতাংশ বিবাহিত নারীই আপন গৃহে নির্যাতনের শিকার হচ্ছেন। এর মধ্যে ৬৫ শতাংশ শারীরিক নির্যাতন, ৬ শতাংশ যৌন নির্যাতন, ৮২ শতাংশ মানসিক ও ৫৩ শতাংশ অর্থনৈতিক নির্যাতনের শিকার। - See more at: Click This Link

#যৌন হয়রানির ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় সাহারা অধ্যুষিত আফ্রিকা মহাদেশে৷ এখানকার মধ্যাঞ্চলে ২১ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকায় ১৭.৪ শতাংশ যৌন হয়রানির ঘটনা ঘটে৷ তবে আফ্রিকার এই হারে আমরা বিস্মিত না হলেও উন্নত দেশ, যেমন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেরে পরিসংখ্যান আমাদের চমকে দেবে ৷ সেখানে নারীদের প্রতি যৌন হয়রানির হার ১৬.৪ শতাংশ৷ DW.COM |

#এমনকি পুলিশ প্রশাসনের কাছেও নিরাপদ নয় নারী ,
Click This Link



তবে এত সবের সমাধান বেশির ভাগ ক্ষেত্রেই আইনের ছকেই সীমাবদ্ধ থাকছে।
নৈতিকতার অবক্ষয় , সাংস্কৃতিক আগ্রাসন , ধর্মীয় অপব্যাখ্যা সামগ্রিক পরিবেশকে করে তুলছে বিষাক্ত
যার বিষবাস্প নিশ্বাসে ভালবাসায় ঘটছে ব্রেক-আপ আর সমাজ হচ্ছে ব্রেক ডাউন ।
ফররুখ আহমেদ তার কবিতায় বলেছিলেন , রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
আর আমি বলি , রাত কি আদৌ পোহাবে পাঞ্জেরি ?
#ZN

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:১৫

অশ্রুকারিগর বলেছেন: সত্যিকারের ভালবাসা এক টাকার নোট, হিসাবে আছে বাস্তবে নাই।

২| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:১২

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: হমম , ভালই বলেছেন , তবুও যে দু এক জনের কাছে আছে তারাও বের করেন নাহ ,

৩| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:২০

শায়মা বলেছেন: এই জন্যই ভালোবাসাবাসির আগের প্যাটার্ণই ভালো!!!!!! প্লেটোনিক লাভ! রুল করা প্রয়োজন!:)


নইলে মর্ডান ভালোবাসার মর্ডান রূপের সাথে এমনি ব্রেক আপ ক্যাচ আপ চলবে। নারীর সাথে পুরুষেরাও হবে নির্যাতিত। সমাজে জন্মাবে অপরাধীগণ!!!!! :(

৪| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৩৭

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: ফিরিয়ে দাও সেই ভালবাসা
লও এ নব্য ফ্যাশান
হতাশার মাঝে জাগাও আশা
ভেঙ্গে সভ্য অভিমান ...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.