![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি ঘুরে বেড়াতে, আর প্রকৃতির মাঝে হারাতে..
ভাইয়া আর ভাবী যখন ঈদ শপিং এ..............
শপিং তো আজ করলা অনেক
পকেট করে ফাকা
Problem নাই , কম কি আর
আছে তোমার টাকা
ওড়না ছাড়াই ম্যাচিং
আবার হিলটা এত উঁচু
ফ্যাশান এখন এরকমই
তুমি বোঝ না ছাই কচু
বুঝলাম কিন্তু এটা কি বল
২০০ টাকার কাপড়ে যে ২০০০ টাকার সিল
ছাড়নো ওসব, দাও তো
আগে গহনার যত বিল
পোশাকের কি নামের বাহার
পিলে যায় চমকে
বুঝলে তো কেন এসব দেখে
আমরা যাই থমকে
পাশের বাড়ির ভাবির শাড়ি
২০,০০০ টাকা দাম
খোঁজ নিয়ে দেখো ভাই
নিশ্চয়ই করে ডান বাম
মূল্যবৃদ্ধির চাপে নাকি
Public অতিষ্ট
এখানে তো দেখছি ক্রেতার চাপে
দোকানীরাই পিষ্ট
তোমার সাথে পারব নাকো
চল এবার বাড়ি
আমিও তো ভাবছি সেটাই
চল তাড়াতাড়ি ..............
#ছবি কৃতজ্ঞতা ; ইন্টারনেট
#ZN
©somewhere in net ltd.