নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঝঞ্ঝা ,আমি ঘূর্ণি , আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি ,আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই,আমি মুক্ত জীবনানন্দ

দ্যা প্রোক্রাস্টিনেটর

ভালবাসি ঘুরে বেড়াতে, আর প্রকৃতির মাঝে হারাতে..

দ্যা প্রোক্রাস্টিনেটর › বিস্তারিত পোস্টঃ

ঈদ উল আযহা ২০১৬

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৭




ব্যস্ততার ষোলকলা পূর্ণশেষে যখন বাড়ির পথে পা বাড়িয়েছি ঘড়িতে তখন সময় ৫ টা বেজে ৪৫ ।
গোধূলির লাল আভা ছড়িয়ে সূর্যটা তখন ডুবি ডুবি করছে । নীড়ে ফেরা পাখি গুলো
ফিরছে তাদের আপন গন্তব্যে , দিন শেষের এই দৃশ্যটুকু যে কাউকে
সম্মোহিত করবার জন্য যতেষ্ঠ । প্রকৃতির এসব লুকোচুরি দেখতে দেখতে কখন যে গাড়ি
ছেড়েছে বুঝি নি । অবশ্য চোখে তখন কেবল মায়ের মুখটিই ভাসছিল । মেডিকেলের সময় গুলো
ঠিক এতটা ব্যস্ততায় কাটে যে বাড়িতে ফোনও দেয়া হয় নাহ সময়মত । ঈদের আগের
ছুটি যেন তাই আকাশের চাঁদ হাতে পাওয়ার মতই । আমার মত গাড়িতে বসা
মানুষ গুলোর চোখে দেখছিলাম প্রিয়জনের কাছে যাওয়ার আকুলতা ।
এরপর যাত্রা পথের সহস্র বাধা বিপত্তি পেরিয়ে যখন বাড়ি পৌছলাম তখন তা
স্বর্গের চেয়ে কিছু কম ছিল নাহ ।



বহু দূরের পথ পাড়ি দিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার মাঝে যে আনন্দ তা ব্লগে লিখে প্রকাশ করা সম্ভব নয় । সে এক অনুভূতির নাম । আর বেঁচে থাকুক সেই আকুলতা , মিশে থাকুক সেই অনুভূতি আবহমান বাংলার চিরায়ত পথচলায় ।

দূর হোক যত ভেদাভেদ
দূর হোক হানাহানি
মহান রবের সন্তষ্টিতে
করবো সবে কোরবানী.........


সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক
#ZNH



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪০

ডঃ এম এ আলী বলেছেন:

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: শুভ কামনা জানবেন ডঃ এম এ আলী ভাই

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪২

মহা সমন্বয় বলেছেন: ঈদ মোবারক।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: ঈদ মোবারক .............. ভাই
বাহ বাহ এ তো ষাড় নয় ................ যেন মহা ষাড় ...............

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: শুভ কামনা রইল দাদা ..............
আপনার এবং আপনার পরিবারের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.