নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঝঞ্ঝা ,আমি ঘূর্ণি , আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি ,আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই,আমি মুক্ত জীবনানন্দ

দ্যা প্রোক্রাস্টিনেটর

ভালবাসি ঘুরে বেড়াতে, আর প্রকৃতির মাঝে হারাতে..

দ্যা প্রোক্রাস্টিনেটর › বিস্তারিত পোস্টঃ

ঢাকা মেডিকেল ও আবেগের নগ্ন বিস্ফোরন

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১



যা হোক ঢাকা মেডিকেলের ৮ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও পুরো অনলাইনে ভাইরাল হয়েছে অনেক আগেই । কথা সত্য
এখানে ডি এম সি কে দোষারপ করার কোন যৌক্তিকতা থাকতে পারে নাহ । কোন প্রতিষ্ঠানই
কখোনই বলে না এসব করতে ।তবে তুলাধুনো করার এহেন সু্যোগ হাতছাড়া
করার মত মোটাবুদ্ধির লোক সুযোগ সন্ধানীরা নয় । এটা জানা কথা । তাই তাদের নাক সিটকানো
আমাদের বিশেষ চিন্তার উদ্রেক করে না। তবে হ্যা আকাশ সংস্কৃতির আগ্রাসন কথাটা
একটা সময় তৃণসম ছিল বলেই হয়ত বা আমাদের কোনো মাথা ব্যাথা ছিল নাহ কিন্ত আজ তা বিশাল মহিরূহে
পরিণত হয়ে তার বিশ্রী ফুলের উৎকট গন্ধ ছড়িয়ে সমাজ কে করছে কলুষিত । এর অর্থ এই নয় যে
আমরা বিশ্বপ্রযুক্তি থেকে দূরে থাকব , কিন্তু এটিও মনে রাখতে হবে যে , ক্যান্সার রোগীকে
রেডিওথেরাপি দেওয়ার সময় তা যেমন শরীরের ক্যান্সার সেল( cell - কোষ) গুলোকে ধংসের
পাশাপাশি কিছু ভাল সেলকে ধংস করে ঠিক তেমনি নিজ কৃষ্টি কালচার কে সিকোঁয় তুলে আমদানি
করা সংস্কৃতির ম্যালিগন্যান্ট দিক গুলো কিন্তু আজ স্পষ্ট প্রতীয়মান ।



বিশ্বের বিভিন্ন দেশের , এমনকি আমাদের দেশেরও অনেক মডেলের নামে বেনামে অতীতে
এরকম ঘটনা দেখা গেলেও ঢাকা মেডিকেলের এই ঘটনা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার সার্বিক
প্রতিফলন নিয়ে প্রশ্ন তুলতেই পারে । তাই একতরফা ভাবে ডি এম সি বা মেডিকেল সেক্টর কে
চিহ্নিত করা সমীচীন হবে কি ? বন্ধুবর একজনের উক্তি মনে পড়ল , '' তলে তলে সবাই গাড়ী চালায় , আর
আমরা জিগাইলে কয় হরতাল '' যা হোক আমি সবাই কে খারাপ বলছি নাহ , গুটিকতক মানুষের জন্য পুরো
সমাজেই অনৈতিকতার বিষবাষ্প ছড়িয়ে পড়তে পারে ।



পুনশ্চ , সুশিক্ষার সাথে সুস্বাস্থ্য আর সুচিন্তার সাথে সুন্দরমনের হাতে হাত রেখে পথ চলাটা একান্ত প্রয়োজন ।
নতুবা আবেগের এমন নগ্ন বিস্ফোরন ঘটা সময়ের ব্যাপার মাত্র ।



#ZNH

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
সুসাস্থ্য < সুস্বাস্থ্য

বিষবাস্প < বিষবাষ্প


বানানগুলো দয়া করে ঠিক করে নিন ভাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: দুঃখিত , রাত্রিতে আসতে পারি নি
ধন্যবাদ ডানা ভুলগুলো ধরিয়ে দেবার জন্য
ঠিক করে নিয়েছি
ভাল থাকবেন

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো পোষ্ট,ছিল।ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৮

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: অনুপ্রাণিত হলাম
ভাল থাকবেন ফয়েজ ভাই

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০

সাকিন সিকদার (জেন) বলেছেন: করছে ঠিক আছে। কিন্তু স্টাইল করে সেলফি ভিডিও করার কি দরকার ছিলো ! পপুলারিটি বাড়ানোর জন্য মানুষ আর কত নিচে নামবে। এতে আসলেই কি তাদের সম্মান বাড়ে!! যেই সম্মানের জন্য নিজেদের আত্নসম্মান বিলিয়ে দিচ্ছে। মেয়েটার জন্য খারাপ লাগতেছে! ওর পুরো জীবনটাই শেষ হয়ে গেছে, ওর শরীরের সব কিছুই এখন সবার কাছে অনাবৃত। আশা করি এই ঘটনা থেকে অনেকেই শিক্ষা নিবে। আর ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: খারাপ এটাই যে খারাপ লাগা থেকে আমরা কদাচিৎ শিক্ষা নেই
আর একমত জেন ভাই , ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

ছদ্দবেশি লৌকিক বলেছেন: আমাদের অভিবাভক দের খেয়াল রাখতে হবে বিষয়টা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: অবশ্যই ভাল বলেছেন লৌকিক ভাই
তবে নিজেদের সচেতনতার জায়গা টুকু সচল রাখাটাও জরুরী

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো একখানা পোষ্ট,

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২১

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: ধন্যবাদ , ধ্রুবক আলো
ভাল থাকবেন

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

গোফরান চ.বি বলেছেন: কী জঘণ্য?

সব ছাগুদের কাজ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: হমম , ওরাই তো যত সব আকাইম্মার দল

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমার প্রশ্ন হল- মেয়েটা ভিডিও করতে অনুমতি কেন দিলো। এমন ভিডিও লিকেজ নতুন কিছু না।

ঘরের ভেতর কে কি করছে আমাদের মাথা ব্যাথা নেই। কিন্তু সেটা সবার সামনে প্রকাশ না হলেই হলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: আমার প্রশ্ন হল- মেয়েটা ভিডিও করতে অনুমতি কেন দিলো

<উত্তরটা তো বোধহয় মেয়েটাও দিতে পারবে নাহ

ঘরের ভেতর কে কি করছে আমাদের মাথা ব্যাথা নেই। কিন্তু সেটা সবার সামনে প্রকাশ না হলেই হলো
< বিষয়টা এরকম হয়ে গেল নাহ যে , আমরা সিগারেট খাব সমস্যা নেই কিন্তু
ক্যান্সার হলেই সমস্যা

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫০

রক্তিম দিগন্ত বলেছেন: এইটার জন্য ঢাকা মেডিক্যালকে কোন বুদ্ধুজীবিরা দোষারোপ করছে?

আর, ভিডিওটা করবেই কেন? এটা তো সুস্থ মস্তিষ্কের কাজ না।
দ্বিতীয়ত, সেটাকে বাইরে সবার জন্য ছেড়ে দিবে কেন? এটাও তো সুস্থ মস্তিষ্কের কাজ না।

সর্বশেষ, এটা নিয়ে এত লেখালেখি করে এই ভিডিওটাকে আরো পপুলার কেন বানানো হচ্ছে? এটারও কি কোন যৌক্তিকতা আছে? সবাই তো সমালোচনার তালে অ্যাডভার্টাইজ করছে। এটা কোন ধরণের কাজ?

এই ভিডিওটা এখন হট টপিক, ইস্যু পেয়ে সবাই ই লিখছে। আর, ঐ ভিডিওয়ের মানুষগুলো যদি অপ্রকৃতস্থ অবস্থায়ও কাজটা করে থাকে - এখন হুশ ফিরে হয়তো তারা সুইসাইডের পথ বেছে নিবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: এইটার জন্য ঢাকা মেডিক্যালকে কোন বুদ্ধুজীবিরা দোষারোপ করছে?

<এসব বুদ্ধিজীবিরা আমদের চারপাশেই থাকে

আর, ভিডিওটা করবেই কেন? এটা তো সুস্থ মস্তিষ্কের কাজ না।
দ্বিতীয়ত, সেটাকে বাইরে সবার জন্য ছেড়ে দিবে কেন? এটাও তো সুস্থ মস্তিষ্কের কাজ না।

< হ্যা ঠিকই বলেছেন , পুরো বিষয়ের কোনটাই সুস্থ মস্তিস্কের কাজ নয়

সর্বশেষ, এটা নিয়ে এত লেখালেখি করে এই ভিডিওটাকে আরো পপুলার কেন বানানো হচ্ছে? এটারও কি কোন যৌক্তিকতা আছে? সবাই তো সমালোচনার তালে অ্যাডভার্টাইজ করছে। এটা কোন ধরণের কাজ?


< ভিডিও পপুলারিটি সেক্ষেত্রে সাইড ইফেক্ট , তবে এই অ্যাডভার্টাইজ দেখে আপনিও তার দর্শক হচ্ছেন কিনা সেটা আপনার সুস্থতার ব্যাপার

আর হ্যা প্রকৃত হুশ ফিরে আসলে সুইসাইড চিন্তার বাইরে থাকবে




৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৩

নতুন বলেছেন: কথা সত্য
এখানে ডি এম সি কে দোষারপ করার কোন যৌক্তিকতা থাকতে পারে নাহ ।


কথা কইলো কোন াবালে ডিএমসির দোষ দেবে?

আর কে মুড়ি কি ভাবে খাইলো সেইটা দেখার ঠিকাদারি আমাদের জনগনকে কে দিলো?

এই ভিডিও আছে পণ` সাইটে... সেখানে কোন কোন হাজি সাহেবেরা গিয়া দেইখা আসছে? যারা সমালোচনা করছে তারা সবাই পণ` দেখে... ছি ছি করছে। এটাও তো এক রকমের ভন্ডামী...

এই সব লেখা আর ফেসবুকে সমালোচনা করে এই সব কিছুরে আরো লাই দেওয়া হইতেছে। আর কিছুই না।

এখন জামানা পাল্টাইছে... ভিডিও প্রায় সবাই করে... বেশির ভাগই মুইছা ফালায়... কিছু প্রতারনা করে ছড়িয়ে দেয়... এই যা।

ঐ মেয়ে অবশ্যই নিজের ইচ্ছায়ই ভিডিও করছে কিন্তু হয়তো নিজে ভিডিও ছড়ায় নাই। ( ছেলে করেছে বা ছেলের বন্ধু বা মোবাইল মেরামতের দোকানদার করছে এই কাজ)

এই সব নিয়ে এতো লাফালাফির কি দরকার।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০১

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: <এই সব আবালের দেশে কোন অভাব নাই
< তবে গঠনমুলক সমালোচনা থাকা উচিৎ
<এটাই তো আমাদের কাজ , লাফালাফি করে সব সমান করে দেওয়া :D

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪২

অগ্নিবেশ বলেছেন: লিন্ক কৈ ?

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: হা হা হা হা হা ................. আবার লিংক ????? / !!!!!! :P
গুগলে জানে ........... অগ্নিবেশ

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৪

সাজ্জাদ সরকার সাজু বলেছেন: এটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয়...তাদের নিয়ে এত ভাবার সময় কোথায় পায় মানুষ?

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: আসলে ভাবনাটা নিজেদের নিয়ে যেন এরকম কিছু আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়ে পরিণত না হয়
ভাল থাকবেন সাজু ভাই

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩২

রুবিনা পাহলান বলেছেন: গোপন বিষয় যখন গোপন না রেখে তা বাজারে উঠায় তারা যে কতটা মানষিক বিকারগ্রস্ত তা বোঝার আর বাকী থাকে না। আর একান্তই আমার মত এই যে----এরাও তো অসুস্তই এর চেয়েও অসুস্থ যারা এর যথার্থ ব্যক্তির শাস্তির কথা না বলে ফালতু কথা বলে ইজ্জত গেলো বলে ঐ নন্দ ঘোষের।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: <পুরোপুরি একমত আপু
ওরকমটাই হওয়া উচিৎ ছিল
ভাল থাকবেন

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অযৌক্তিক।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: < হমম , সেটাই বলছি ........... রাজপুত্র

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

মুশশাররাফ হোসেন সৈকত বলেছেন: লেখাটা নৈতিকতাবাদী (moralist) প্রপাগান্ডা। সব নৈতিক অভিভাবক (moral guardian) রা ঝাপাইয়া পড়সে। হাউ ফানি, হাউ স্টুপিড, হাউ স্যাড। assertions carry connotations and emotional loads relative to the audience.

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: < Moralist propaganda ???????

কিন্তু ভাল কিছু হোক না ক্ষতি কি ?
শুধু নেতিবাচক কেন ভাবছি আমরা ?

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

আবু ইশমাম বলেছেন: তলে তলে সবাই গাড়ী চালায় , আর আমরা জিগাইলে কয় হরতাল

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

আবু ইশমাম বলেছেন: ফেসবুকের পর এবার ব্লগেও ভাইরাল...৮ মিনিট ১৭ সেকেন্ডে । ভাল মজা

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অবাধ আকাশ সংস্কৃতির প্রবেশ অনুমতি আর ধর্মীয় এবং নৈতিক শিক্ষা থেকে দূরে আসার সংস্কৃতির প্রায়শ্চিত্য আমরা ভোগ করছি এখন। :|

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৭

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: < শুধু তাই নয় নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতিও ভুলতে বসেছি আমরা :((

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

এডওয়ার্ড মায়া বলেছেন: ৮ মিনিটের ঘটনায় যারা ডি এম সি কে দোষারোপ করে তারা আবাল !
আবাল কিনা বলে,ছাগল কাডল পাতা খায় ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: < হমম , খায় বটে ................. B-)

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

ধ্রুবক আলো বলেছেন:
তবে নিজেদের সচেতনতার জায়গা টুকু সচল রাখাটাও জরুরী

আপনার কমেন্টটা খুব ভালো করছেন, ইদানিং সচেতনতা মনে হয় ডিকশনারি থেকে হারিয়ে যাচ্ছে!! মানে মানুষের জ্ঞানের ডিকশনারি থেকে,, কিভাবে এসব কান্ড করে তা এখন চিন্তা ভাবনায় আসে না।
আপনার জন্য শুভ কামনা রইলো, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.