![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি ঘুরে বেড়াতে, আর প্রকৃতির মাঝে হারাতে..
আমি : আচ্ছা তাহলে এখন ঘুমাই ,
সে : হমম , তো ধরে আছে কে
আমি : এই যে গেল তো ইঞ্জিন গরম হয়ে
সে : এই খবরদার তোমাকে বলছি নাহ যে, এই কথা যেন আর না শুনি
আমি : ওহ হো sorry , sorry
সে : লাগবে নাহ , আমার সরি
আমি : মুখ ফসকে বেড়িয়ে গেলে কি করব ?
সে : নাহ লাগবেই নাহ , এএহ......... নিবো না আমি
আমি : ইশশ sorry তো বাবা
তবে কি জানো রাগলে কিন্তু তোমাকে সত্যি অনেক সুন্দর লাগে , অসম্ভব রকমের
সে : আমাকে রাগাতে তোমার খুব ভাল লাগে নাহ ?
আমি : খুউব খুউব , হা হা হা হা হা
সে : মানুষ যে এত খারাপ হতে পারে তা তোমাকে না দেখলে বুঝতামই নাহ
আমি : আচ্ছা একটু শোন ?
সে : পারব না .......
আমি : শোন নাহ একটুউউ
সে : পারব নাহ , বললাম নাহ
আমি : এ্যা হ্যা হ্যা হ্যা , এ্যা হ্যা হ্যা হ্যা ,
সে : ইশশ , আচ্ছা তুমিইই এই যে ছোট বাচ্চাদের মতো করো , কদিন পর তো তুমি ..........
আমি : কি , বলো , কদিন পর কি ? বলো বলো
সে : কিছু নাহ , পারব নাহ , লজ্জা লাগতেছে তো
আমি : হা হা হা হা , বলো নাহ
সে : ইশশ , যাও , কিছু নাহ ......
আমি : আচ্ছা ঠিক আছে , তাহলে একটু শোন এখন
সে : কি কি , কি হয়েছে
আমি : বলছি সকাল সাতটায় হসপিটালে যেতে হবে , একটা ইমারজেন্সি OT আছে ,
ডেকে দিও
সে : পারব নাহ আমি , এলার্ম দিয়ে রাখো
আমি : দিবা নাহ ডেকে ?
সে : নাহ
আমি : দিবাই না ?
সে : বললাম তো
আমি : ঠিক আছে , তাহলে কাল ওটি তে যাব আমি ,
সে : কিইইই , একদম মাথার উপর বাড়ি দেব ,
আমি : কেন , না আমি
সে : চুপ, একদম, কোন কথা নাহ , ঘুমাও এখন , শুভ রাত্রি
আমি : হা হা হা হা , শুভ রাত্রি
#ছবি কৃতজ্ঞতা : ইন্টারনেট
#ZHN
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৪
সাকিব ইফতেখার বলেছেন: শুভ রাত্রি
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:১৮
মহা সমন্বয় বলেছেন: হা হা হা হা , শুভ রাত্রি