নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঝঞ্ঝা ,আমি ঘূর্ণি , আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি ,আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই,আমি মুক্ত জীবনানন্দ

দ্যা প্রোক্রাস্টিনেটর

ভালবাসি ঘুরে বেড়াতে, আর প্রকৃতির মাঝে হারাতে..

দ্যা প্রোক্রাস্টিনেটর › বিস্তারিত পোস্টঃ

পাশ্চাত্যের ভাবধারায় বাংলার ভালোবাসা ......

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৮




Hi hellow জান
কেন অভিমান
দুইদিনেই ভালোবাসা
ভেঙ্গে খান খান

Miss you baby
You looking heavy
মনে কাম বাসনা
মুখে বলি দেবী

সারারাত Chating
মনে হয় Mating
এরকম ভালোবাসার
কত হবে Rating

Unlucky ভ্রুণ
ডাস্টবিনে খুন
এভাবে চললে কি
ভাল হবে Fortune ?

#ভালোবাসারা ভালো থাক


*পরীক্ষা সংক্রন্ত ব্যস্ততার কারণে বেশ একটা সময় পর আবার সামুতে আসলাম । প্রিয় ব্লগার আপনারা ভালো আছেন নিশ্চয় । আশা করছি আবারও নিয়মিত হতে পারব , পাশে থাকবেন।

ছবি কৃতজ্ঞতা : ইন্টারনেট
#ZNH

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



কোন পরীক্ষা দিচ্ছেন? প্রশ্ন ফাঁস হয়নি, ব্যস্ত কেন?

২| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৬

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: হা হা হা হা হা হা ......... প্রফ দিলাম , ভাই , নাহ প্রশ্ন ফাঁস হবার সু্যোগ নাই ,
ব্যস্ত ছিলাম , এখন ফ্রি ........

৩| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৪

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লাগলো +
আস্তে আস্তে নিয়মিত হোন। আছি

৪| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: ধন্যবাদ , কৃতজ্ঞ ........... ধ্রুবক আলো

৫| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৭

মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য।

৬| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: ধন্যবাদ , মোস্তফা সোহেল

৭| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

রহমান আসাদ বলেছেন: এটা কি কবিতা ছিল? মাথার উপরে দিয়ে গেল তো! যাই হোক পড়াশোনা করেন এসবে সময় নষ্ট না করে কারন এটা কবিতার কোন জাতে পড়ে না।

৮| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: কোথায় লিখা আছে এইটা কবিতা ? এইটা তো পোস্ট-মডার্ন ঘরাণার লিখা .................. মাথা নিচে দিয়ে রাখেন , লাগলে প্রবলেম হইতে পারে ..................

৯| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩

অতঃপর হৃদয় বলেছেন: B-) B-)

১০| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১

রহমান আসাদ বলেছেন: হোয়াট দ্যা ফাক! পোস্ট মডার্নিজম বোঝেন? পোস্ট মডার্নিজমের প্রথম ছোয়া তো কবিতাতেই লেগেছিল! এ .।ল বুঝবার যোগ্যতা আপনার এখনো হয়ে ওঠেনি। আগে ব্লগে মন্তব্যের রিপ্লাই দিতে শিখুন।

ঠিক আছে মাথা আমি নিচে দিয়াই রাখলাম তবে কবিতা না হলে এটা কি আপনার তৈরি বিশেষ কোন সাহিত্য? জানাবেন প্লিজ।

১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: হা হা হা হা হা হা হা , এরকম অর্ধবিকৃত মস্তিস্ক প্রসূত বিষয় বোঝার যোগ্যতা না হোক , হ্যা আমি শিখছি , শিখতে চাই আজীবন , তবে অবশ্যই তা হতে হবে পরিশীলিত ভাষায় , আমার লিখা নিয়ে না ভেবে আপনি বরং আইস্ক্রিম খেতে পারেন , এতে করে শরীর ও মন দুটোই ভাল থাকবে ..................

১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৫

প্রামানিক বলেছেন: বাংলার সাথে ইংলিশের আন্তমিল, চমৎকার লাগল। ধন্যবাদ

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৮

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: প্রামানিক ভাই আপনার মন্তব্য আমার মত অতীব খুদে লেখকদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক , আপনার সুস্থতা কামনা করছি

১২| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: অটঃ দ্যা প্রোক্রাস্টিনেটর, .... এর বাংলাটি কি হবে?

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৩

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: Definitions of procrastinator ঃ
someone who postpones work (especially out of laziness or habitual carelessness)

সহজ বাংলায় , পরে কাজ করে যে

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: আমি ভাল আছি। আপনি নিয়মিত হন।

নতুন বছরের শুভেচ্ছা।

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: অনেক দেরীতে মন্তব্য করলেন দাদা , শুভেচ্ছা আপনাকেও , ভাল কাটুক আপনার সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.