নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যাকটাস

ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বাংলাদেশ একটি পৌড় দেশ

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০২

মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং পৌড় দেশ বাংলাদেশ
:::::::::::::::::::::::::::::::::::::::::
আপনারা ইতোমধ্যে সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ৩০ বছর বয়সীদের পৌড় বলে আখ্যায়িত করেছেন। তাকে আজ প্রমান করতে হবে জাতীয় সংসদে দাড়িয়ে তিনি যা বলেন তা- সত্য। তা না হলে দুঃখজনক হলেও এটাই প্রমানিত হবে যে জাতীয় সংসদ একটি ব্যঙ্গ বা কৌতুক করার স্থান। এই বক্তব্যের সমালোচনা করতে যেয়ে রবি ঠাকুরের জুতা আবিস্কার কবিতার কথাটা মনে পড়ে গেল।
::::::::::::::::::::::::::
কহিলা হবু, `শুন গো গোবুরায়
কালিকে আমি ভেবেছি সারা রাত্র,
মালিন ধুলা লাগিবে কেন পায়
ধরণী-মাঝে চরণ ফেলা মাত্র
:::::::::::::::::::::::::::::::::::::
অর্থাৎ "হবু রাজা গবু মন্ত্রীকে ডাকিয়া কহিল মালিন ধূলা কেন লাগিবে পায়। সমস্ত রাজ্যের ধূলা সব ঝেটিয়ে বিদায় করো।
গবু মন্ত্রী সমস্ত রাজ্যের ঝাড়ুদারকে খবর দিয়ে সব ধূলা ঝেটিয়ে বিদায় করার নির্দেশ দিলেন। যে কথা সেই কাজ। পরদিন ধূলা ঝাড়া শুরু হল..যা হবার তাই হলো। সমস্ত রাজ্যের সবকিছুতে ধূলায় ভরে গেল। আকাশ বাতাস সব অন্ধকার হয়ে গেল। রাজা মশায় কহিলেন উহু গবু... সমস্ত রাজ্যতো ধূলায় ভরে গেল। ধূলা তাড়াবে কি করে? গবু মন্ত্রী পরদিন সমস্ত রাজ্য পানি দিয়ে ধূলা তাড়ানোর ব্যবস্হা করতে বললেন। পরিনামে যা হবার তাই হলো.. সমস্ত রাজ্য কাদায় ভরে গেল। হাবু রাজা এবার ক্ষীপ্তপ্রায় বললেল উহহু...এভাবে হবে না। সমস্ত রাজ্য চামড়া দিয়ে ঢেকে দাও। অতঃপর গবু মন্ত্রী রাজ্যের যতো চর্মকার আছে সবাইকে ডেকে বললেন সমস্ত রাজ্য চামড়া দিয়ে ঢেকে দিতে। চর্মকারদের রাত দিন হারাম হলো..এতো চামড়া তারা কোথায় পাবে!
অনেক ভাবনার পর অবশেষে এক চর্মকারের মথায় একটা বুদ্ধি এলো...সে রাজাকে প্রস্তাব করলো সমস্ত রাজ্য না ঢেকে শুধু রাজা মশায়ের পা দূখানা যদি ঢেকে দেয় কেমন হয়??
অবশেষে জুতা আবিস্কার হলো.. হবু রাজা মহা খুশি হলেন।
এতো বছর পরেও রবীন্দ্রনাথ এর সেই উপলব্ধি বড় বাস্তব।
মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদকে দয়া করে হবু রাজা ও গবু মন্ত্রী পরিষদ করে করে তুলবেননা! ঐ স্থানটা এখনো আমাদের ভরসার যায়গা দখল করে আছে।
৩০ বছর পর যদি সবাই পৌড় অর্থাৎ বৃদ্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ ডিজিটাল দেশ না হয়ে পৌড় দেশ হবে।
ত্রিশোর্ধ সবাইকে বৃদ্ধ ভাতা দিতে হবে। ৩০ বছর বয়সে যদি বৃদ্ধ হয় এবং তার করা নিয়ম অনুযায়ী ২৯ বছর বয়স পর্যন্ত যদি ছাত্রলীগ হয় তাহলে যুবলীগের অস্তিত্ব কোথায়?? তিনি কি বলতে চাচ্ছেন দেশে বর্তমানে কোন যুবক নাই? সবাই হয় ছাত্র না হয় পৌড়??
মাননীয় প্রধানমন্ত্রী সব যায়গায় মন গড়া কথা বলা যায় না!! আপনি যুবক সম্প্রদায়কে নিয়ে যে ব্যঙ্গ করেছেন তা হয় আপনি আইন এবং সকল নিয়ম কানুনে প্রয়োগ করবেন নতুবা যুবকদেরকে নিয়ে জাতীয় সংসদে ব্যঙ্গ করার জন্য ক্ষমা চাইবেন!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

মামুন আকন বলেছেন: আপনার কাথার সাথে একাত্ততা জ্ঞাপন করলাম

২| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

তারেক ভূঁঞা বলেছেন: একমত

৩| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

হাফিজ বিন শামসী বলেছেন:


যুবলীগে যারা আছে তারাই শুধু যুবক। বাকীরা সবাই পৌড়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.