নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CamEye

CamEye › বিস্তারিত পোস্টঃ

আমার ফটোগ্রাফি শুরুর গল্প!

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১:১৭

আমি ফটোগ্রাফি ভালোবাসি! জানি বর্তমানে কাকের থেকে ফটোগ্রাফারের সংখ্যা বেশি! তবে আমি নিজেকে ফটোগ্রাফার বলতে সাহস পাইনা, যেদিন সেরকম কোনো স্বীকৃতি পাবো তখন বলবো!
যাই হোক, ফটোগ্রাফি সম্মন্ধে আমার প্রথম ব্লগ আজ লিখছি। আজকে ফোটোগ্রাফিকে কিভাবে ভালোবাসলাম, কিভাবে শুরু করলাম, কত দূর এগোলাম এসব নিয়ে লিখবো!

আমি আমার এই ১৯ বছরের জীবনে প্রথম সজ্ঞানে ফটো তুলি ২০১০ সালে, ব্যাংকে একাউন্ট খোলার জন্য। তার আগে কখনো সজ্ঞানে ফটো তুলিনি নিজের, তবে ছোট বেলায় তোলা হয়েছিল।
আমার নিজের বা মানুষের ফটো তুলতে ভালো লাগেনা! আমি পোর্ট্রেট ছাড়া সব তুলতে ভালোবাসি।
যখন ছোট ছিলাম, আমার খালারা স্টুডিও থেকে ফটো তুলে আনত, আমি দেখে অবাক হয়ে যেতাম! একটা মানুষ হুবহু কিভাবে কাগজে ফুটে ওঠে?? (কিন্তু টিভিতে ছবি দেখে অত অবাক হতাম না)
খুব কৌতুহল হতো! তারপর আব্বার কাছে শুনলাম কিভাবে ফটো তোলা হয়। তখন সেই ফ্লিম ক্যামেরা। তবে বাড়িতে ক্যামেরা না থাকায় কোনো দিন ফটো তোলার সুযোগ হয়নি!
তারপর অনেক দিন পর, আমি হয়তো তখন পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার একটা দূর সম্পর্কের মামার বাড়িতে বেড়াতে গেছিলাম, ওখানে মামার একটা ক্যামেরা ছিল! ওখানে দেখলাম কিভাবে ফটো তুলতে হয়, তবে সুযোগ পেলামনা! কারণ তখন ফিল্মের দাম মধ্যবিত্তের কাছে আকাশ ছোঁয়া। যাইহোক, ক্যামেরাটির উপর আমার নজর পড়ে গেল! প্ল্যান শুরু করলাম কিভাবে হাতানো যায়! বায়না জুড়ে দিলাম মায়ের কাছে, কাজ হলোনা! জেদ শুরু করলাম (ছোটতে খুব জেদি ছিলাম), খাওয়া বন্ধ করে দিলাম (এই পদ্ধতি ব্যবহার করে ছোটবেলায় অনেক অন্যায় আবদার পূরণ করেছি), তবুও কাজ হলোনা। কারণ আব্বা আমাকে কিছুতেই ক্যামেরা নিতে দেবেনা! আর আব্বার জেদ বরাবরই আমার থেকে ১ কাঠি উপরে(এখনও)!

সেবার ক্যামেরা পেলাম না, কিন্তু তাতে কৌতুহল আরো বেড়ে গেল! তারপর আস্তে আস্তে মোবাইল ফোন এলো। তখন ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়ি, গ্রামে অনেকে মাল্টিমিডিয়া ফোন কিনতে শুরু করলো(বেশির ভাগ চাইনা, যাদের একটু সামর্থ ছিল তারা নোকিয়া), সবাই ফটো তুলতো, দেখতাম আর ভীষণ ইচ্ছে করতো ফটো তুলতে(কিন্তু যারা ফোন কিন্তু তাদের মাটিতে পা পড়তোনা, তাছাড়া ছোট ছিলাম তাই কেও দিতনা)! যাদের একটু দয়া হতো তারা দিত, ওই একটু পেয়েই যে ফটো তুলে আনন্দ পেয়েছি তা কখনো পাইনি!

তারপর ২০১৩ সালে দশম শ্রেণী পাস করে শহরে পড়তে গেলাম, আব্বা ফোন কিনে দিলো একটা নোকিয়া সাদা কালো। সেটাকে ভেঙে ফেললাম। তারপর পেলাম একটা এন্ড্রোইড ফোন, Gionee P3, তাতে ৫ মেগা পিক্সেল ক্যামেরা লাগানো! শুরু করলাম ক্লিক! শুধু ক্লিক! ক্লিক! ক্লিক! যাই দেখি তাই তুলি আর ফটো তোলার পর ভালো না লাগলে ডিলিট!

ফোন কেনার পর একদিন বন্ধুর সাথে কোথাও যাচ্ছিলাম, রাস্তার ধারে একটা সাদা ফুল দেখলাম, খুব ভালো লাগলো, করলাম ক্লিক! বন্ধু অন্য দিকে ব্যস্ত থাকায় আমার ফটো তোলা দেখতে পাইনি! ওকে যখন দেখলাম বললাম তুললাম ফটোটা, ও বিশ্বাসই করলনা! বলছে গুগল থেকে সার্চ করা! খুব ভালো লেগেছিল সেদিন যদিও জানি ওর ফটোগ্রাফির ধারণা খুব কম (এখন অনেক কিন্তু অনেক বেশি জানে) তাই ওই কথা বলেছিল! আক্ষরিক অর্থে সেটাই ছিল আমার প্রথম ফটোগ্রাফি!

এখনও সেই ক্লিক জারি আছে তবে তা মোবাইল ক্যামেরাতেই সীমাবদ্ধ! একেবারে একটা ডিএসএলআর কিনবো তাই টাকা জমাচ্ছি! একটা পেজও খুলেছি কিছু দিন আগে ফেবুতে!

‌এই ছিল মোটামুটি আমার ফটোগ্রাফি শুরুর গল্প! আপনাদের সাড়া পেলে ব্লগেও ফটো দেব! (ডিএসএলআর ভাইরা আমার ফটোগ্রাফি দেখে হাসবেন না কিন্তু)






এই সেই সাদা ফুল, আমার প্রথম ফটোগ্রাফি!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০২

রক্তিম দিগন্ত বলেছেন:
চমৎকার!

এই ভাবেই তো হাতেখড়ি।

আপনার প্রথম ছবিটাও সুন্দর হয়েছে। +

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৭

CamEye বলেছেন: ধন্যবাদ আপনাকে! পাশে থাকবেন!

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: আপনার ফটোগ্রাফির গল্প ভালো লাগল। !:#P

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২১

CamEye বলেছেন: ধন্যবাদ!

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ফটোগ্রাফি গল্পটি ভাল লাগল, ছবিটাও সুন্দর তোলেছিলেন।

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫০

CamEye বলেছেন: ধন্যবাদ আপনাকে!

৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৭

নিরব জ্ঞানী বলেছেন: মোবাইল ফোনেও কিন্তু খুব সুন্দর ছবি ওঠানো যায়। আপনার এই ছবিটাই তার প্রমাণ।

তবে ডিএসএলআর-এ ছবি তোলার মজাই আলাদা। আশা করি খুব তাড়াতাড়ি ডিএসএলআর ক্যামেরা কিনে ফেলবেন।

১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

CamEye বলেছেন: আসলেই! ফোন ক্যামেরা দিয়ে কিছুই করতে পারিনা, পুরোটাই অটো! আর ডিএসএলআর দিয়ে অনেক কিছুই করা সম্ভব! ধন্যবাদ মন্তব্যের জন্য!

৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩

মার্কো পোলো বলেছেন:
চালিয়ে যান। শুভকামনা রইলো।

১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

CamEye বলেছেন: ধন্যবাদ আপনাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.