![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর এলাম! আসলে এর আগে একটা পোস্ট লিখেছিলাম কিন্তু কোনো এক কারণে সামুতে সেটা পোস্ট হয়নি পরে আবার সেই ফটো গুলো পোস্ট করতে চাইছিলাম কিন্তু সেগুলো আর আপলোড হচ্ছিলনা তাই অনেকটা বিরক্ত হয়েই পোস্ট করিনি!
যাইহোক ছবি গুলো দেখুন এবং আপনাদের মতামত দিন-
মাছি
ম্যাক্রোগ্রাফি হবে আর মাছির ছবি থাকবেনা সেটা হতে পারেনা! এনার ছবিটা তুলতে আমাকে কয়েক মিনিট একদম পাথর হতে হয়েছিল, এটাই মনে হয় আমার সব থেকে পরিশ্রম করে তোলা ছবি!
ধান
ছবিটা অনেকটা খেলাচ্ছলেই তোলা! তোলার পর অনেক বন্ধুদের জুম করে শুধু একটা ধানের ফটো দেখিয়েছিলাম, কেও বুঝতে পারেনি যে এটা ধান!
ফড়িং
আমি যত গুলো মডেলের ম্যাক্রোগ্রাফি করেছি তার মধ্যে সব থেকে কষ্ট হয়েছে এনাকে পোজ দিতে রাজি করতে! বাড়িতে একটা পেয়ারা গাছে ইনি রোদ পোহাচ্ছিলেন আর আমি ফোন নিয়ে বিরক্ত করছিলাম! কিন্তু যেই আমি একটু কাছে যাচ্ছিলাম আর ইনি উড়ে পালাচ্ছিলেন কিন্তু শেষ অব্দি যখন বুঝলেন আমি কোন ক্ষতি করবোনা তখন সানন্দে রাজি হলেন পোজ দিতে!
একাকীত্ব
ফটোটা একটু দেখলে মনে হবে যে একটা কুড়ি অন্যটাকে ছেড়ে পালাচ্ছে!
প্রজাপতি
ইনি খুব একটা ঝামেলা করেননি ফটো তোলাতে, নিজের কাজে ব্যস্ত ছিলেন সেই সময় ফটোটা তুলে নিয়েছি!
কলঙ্ক
এত সুন্দর একটা ফুলের মাঝে সত্যিই পোকাটা কলঙ্ক! তবে এই কলঙ্কটা ফুলের জন্য খুব জরুরি।
আজ এই কয়েকটা থাক, আপনাদের ভালো লাগলে আরো দেব পরবর্তী কালে!
সব গুলো ছবিই ফোন দিয়ে তোলা ও স্নাপসিড দিয়ে এডিট করা। সামুতে দেওয়ার জন্য পিক্সআর্ট দিয়ে ছবির সাইজ কমিয়েছি।
আরো ছবি পেতে আমার ফেসবুক পেজ দেখতে পারেন ফেসবুকে আমি
সবাই ভালো থাকবেন ও অনেক অনেক শুভেচ্ছা নেবেন!
১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৯
CamEye বলেছেন: মাছির আলাদা একটা সৌন্দর্য আছে খালি চোখে বোঝা যায়না কিন্তু ক্যামেরাতে ঠিকই বোঝা যায়! মাছির চোখ গুলো অনেক সুন্দর, কিন্তু সামুতে বোঝা যাচ্ছেনা! ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আপনার থেকে মনে হয় আমি অনেক অনেক ছোট (লেখা পড়ে মনে হয়), তাই পরবর্তীতে কমেন্ট করলে তুমি বলবেন দয়া করে!
২| ১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২৩
উৎপল চক্রবর্ত্তী বলেছেন:
পারফেক্ট ম্যাক্রোগ্রাফি !
১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৪০
CamEye বলেছেন: ধন্যবাদ!
৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৫২
ফয়সাল খালাসী বলেছেন: ভালো ছবি তুলেছেন। কোন মোবাইল?
আমি লুমিয়া দিয়ে এটা তুলেছিলুম
ভালো ছবি তুলেছেন। কোন মোবাইল?
আমি লুমিয়া দিয়ে এটা তুলেছিলুম
১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৫৮
CamEye বলেছেন: ধন্যবাদ! এটা রেডমি নোট ৩ দিয়ে তোলা।
আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে বিশেষ করে হোয়াইট ব্যালান্স। আমার ফোনে এত সুন্দর হোয়াইট ব্যালান্স হয়না।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৭
ফয়সাল খালাসী বলেছেন: আটো হোয়াইট ব্যালান্স না দিয়ে
কড়া রোদে গরম আলোতে হোয়াইট ব্যালান্স Tungsten (১০০ ওয়াট বাল্ব চিহ্ন)
টিউব লাইটের ঠান্ডা আলোতে হোয়াইট ব্যালান্স Cloudy (মেঘ চিহ্ন) দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।
১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৪
CamEye বলেছেন: ধন্যবাদ। আপনার কথা অবশ্যই মাথায় রাখবো।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২২
নিরব জ্ঞানী বলেছেন: ছবিগুলো সত্যি অসাধারণ হয়েছে। মোবাইল দিয়ে তুললেও ম্যাক্রোগুলো ভাল হয়েছে।
১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৬
CamEye বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার তোলা ফটো দেখে অনেক অনুপ্রাণিত হই!
৬| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১০
শূণ্য পুরাণ বলেছেন: ছবির কারিগরের ছবি ভাল লেগেছে।
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭
CamEye বলেছেন: ধন্যবাদ!
৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫২
আজীব ০০৭ বলেছেন: মোবাইল দিয়ে তুললেও ম্যাক্রোগুলো ভাল হয়েছে।
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
CamEye বলেছেন: ধন্যবাদ!
৮| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো ভাল লেগেছে। সামনে আরও ছবি দেখার আশায় রইলাম
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯
CamEye বলেছেন: ধন্যবাদ আপনাকে!
৯| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩
সিগনেচার নসিব বলেছেন: দারুণ ছবি ব্লগ
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯
CamEye বলেছেন: ধন্যবাদ
১০| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ফুডু গুলোা বালা হইছে। ফুডোগ্রাফারকে এ+ দেওয়া হইলো (ইমরান বাই এর শশুরের এ+ না কিন্তু )
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০
CamEye বলেছেন: অনেক ধন্যবাদ!
১১| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪
রাতুল_শাহ বলেছেন: যারা ধান চিনে নাই, তাদের মাঠে ধান কাটতে পাঠানো হোক
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
CamEye বলেছেন: তারা অনেকেই বলছিল এটা কাঁচা ভুট্টা!
১২| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫
সুমন কর বলেছেন: সুন্দর লাগল, আপনার ছবি ব্লগ।
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
CamEye বলেছেন: অনেক ধন্যবাদ!
১৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: এক কথাই চমৎকার
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৭
CamEye বলেছেন: অনেক ধন্যবাদ!
১৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি গুলো ভাল তোলেছেন। ভাল লাগা রইল।
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৮
CamEye বলেছেন: ধন্যবাদ আপনাকে!
১৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫
নীলপরি বলেছেন: ছবিগুলো খুব সুন্দর লাগলো । সাথের লেখাগুলোও ততটাই ভালো ।
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫১
CamEye বলেছেন: ধন্যবাদ। সবাই দেখি ফটো দেন ও সঙ্গে কত সুন্দর সুন্দর কবিতা দিয়ে কাব্যিক ভাবে বর্ণনা করেন! কিন্তু আমিতো কবিতা পারিনা তাই এমন কাঠ কাঠ বর্ণনা দিলাম।
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৭
আমিই মিসির আলী বলেছেন: ফড়িং টাকে তো ভূতের মতো লাগছে।
পোস্টে ++
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৩
CamEye বলেছেন: বলেনকি মশাই, ভুত লাগবে কেন? কত সুন্দর একটা পোজ দিয়েছে, ভালো করে লক্ষ্য করুন কত সুন্দর একটা হাসি লেগে আছে ঠোটে!
ধন্যবাদ আপনাকে!
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫
আসাদুজ্জামান সুমন বলেছেন: দারুন ছবি
১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
CamEye বলেছেন: ধন্যবাদ!
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর।
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪
CamEye বলেছেন: ধন্যবাদ!
১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৪২
সায়েদা সোহেলী বলেছেন:
ছবি বর্ণনায় মহনীয় পোস্ট
১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৯
CamEye বলেছেন: বাহ, আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে!
তবে ছবিতে বর্ডার না ব্যবহার করাই ভালো।
অনেক ধন্যবাদ।
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬
ক্লে ডল বলেছেন: খুব ভাল লাগল। আরো ছবি দেখার অপেক্ষায় রইলাম।
১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮
CamEye বলেছেন: ধন্যবাদ আপনাকে!
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২২
চাঁদগাজী বলেছেন:
মাছির জ্বালায় বড় বিরক্ত, আপনি কেন মাছির ছবি তুললেন, আমি সেটা নিয়ে ভাবছি; যাক, আপনার মাছিটা বিরক্ত করছে না।