![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের পাশেই আবাসিক একটা এলাকা। প্রায়শই
ঐখানটায় যাই। আমার উদ্দেশহীন হাটাহাটির একটা
উৎকৃষ্ট স্থান।
.
পথিমধ্যে একটা ছাগল পড়ে থাকতে দেখলাম।
ছাগলটা দেয়াল থেকে পড়ে গিয়ে ঘাড়টা মটকে
ফেলেছে। একটা ছোট্ট বাচ্চা তার সাধ্যিমত
ছাগলটাকে সারিয়ে তুলার চেষ্টা করছিল।
.
আমাদের বুদ্ধিজীবীদের যদি এই পরিমাণ
বিবেকবোধও থাকত তবে আজ বিশ্বজুড়ে এতো
প্রাণহানি ঘটত না।
.
মানুষ তো মানুষেরই জন্য।
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩
ক্যান্সারযোদ্ধা বলেছেন: হুম.. বাস্তবতা খুবই কঠিন।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: মানুষ তো মানুষেরই জন্য
সহমত।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০
এস কাজী বলেছেন: ভাল লাগলো ছবি দুটো দেখে ।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ। ভাই শাহরিয়ার কবির।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ভাই এস কাজী, সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশে বুদ্ধিজীবি নেই; হয়তো এই ছেলেটাই প্রথম
৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬
ক্যান্সারযোদ্ধা বলেছেন: হা হা, ধন্যবাদ ভাই চাঁদগাজী।
৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৩
সুমন কর বলেছেন: ছেলেটি দারুণ একটি কাজ করেছে। ভালো শেয়ার। +।
আপনি যখন অন্য কারো'র মন্তব্যের প্রতি উত্তর দিবেন। তখন নিচের ছবির মতো সর্ববাম পাশের এ্যারোতে ক্লিক করে জবাবটির উত্তর দিবেন। তাহলে উনি জানতে পারবেন।
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ ভাই, সাহস যোগানোর জন্য।
১০| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২২
মানবী বলেছেন: দুজনেরই প্রাণপন চেষ্টা; একজনের বেঁচে থাকার, আরেকজনের বাঁচিয়ে রাখার।
ছবিতে দু'জনের অসহায়ত্ব স্পষ্ট!
ধন্যবাদ আপনাকে।
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৩
ক্যান্সারযোদ্ধা বলেছেন: সালাম মানবী আপাকে।
১১| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০
মানবী বলেছেন: ওয়ালাইকুম সালাম।
আপনি সেই পোস্টে ডিটেইল জানান নাই, তাই ধরে নিয়েছি আপনি আগ্রহী নন। :-)
ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়।
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮
ক্যান্সারযোদ্ধা বলেছেন: বো আমি সময়মত অবশ্যই সহব্লগারদের সাহায্য কামনা করি। ইনশাআল্লাহ! সব জানবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬
আহলান বলেছেন: আহারে ...দুঃখজনক ... !!