নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাইটিং উইথ ক্যান্সার। আমাকে ফেসবুকে পেতে \'মহাজাগতিক ক্যান্সারযোদ্ধা\' লিখে Search করুন।অথবা -> https://facebook.com/shipon.mia.3785/about?refid=17

ক্যান্সারযোদ্ধা

ক্যান্সারযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

আইএস-আইএল; যুক্তরাষ্ট্রীয় কল্পকাহিনী

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৭

সপ্তাহখানিক আগেও মুক্তমনা নামধারী নাস্তিকদের
মুখে আইএস-আইএল
জঙ্গির জিকির শুনতাম। বলতে বলতে মুখে ফেনা
তুলে ফেলত। আর আইএসের নাম দিয়ে ইচ্ছেমত
মুসলীমদের গালি দিত তথাকথিত মুক্তমনারা। মুসলীমরা
শত হাজার বার বলেও তাদের বুঝাতে পারেনি যে
আইএস মুসলীম নয়। তাদের কর্মকান্ড ইসলাম
সমর্থন করেনা। কিন্তু কে শুনে কার কথা, আসলে
জেগে জেগে ঘুমানো মানুষকে কেউ
কাউকে
জাগাতে পারেনা। এসব মুক্তমনারা জানত আসলে এই
আইএস তাদের পিত্রালয়ের আমেরিকা ও
পশ্চিমাদের
পালিত, তাদের সৎভাই। এখন যখন রাশিয়া আঙ্গুল তুলে
বিশ্বকে জানিয়ে দিল কি ভাবে আমেরিকা ও পশ্চিমারা
এসব জঙ্গিদের অর্থ ও অস্ত্র দিয়ে নিজ দেশের
সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেয়। এবং পরে
সামরিক অভিযান চালায়। রাশিয়া এও হুমকি দিল যে,
স্যাটেলাইট ফুটেজ সারা বিশ্বকে দেখিয়ে দিবে
কি ভাবে টুইন টাওয়ারে আমেরিকা নিজে হামলা
চালিয়ে লাদেনের নাম দিয়ে মুসলিম
দেশগুলোতে আগ্রাসন চালিয়েছিল। মুত্রমনারা এখন
কোন আওয়াজ করেনা। কারন রাশিয়ার বিরুদ্ধে
বললে এক থাপ্পরে ৬৪ টা দাঁত ফেলে দিবে। ৬৪টি
দাঁত বলার কারন আপনি যখন এদের ভুল ধরিয়ে দিবেন
তখন পাশে থেকে একজন ওদের দালালী
করবে। তাই তার দাঁত সহ ৬৪। এখন মুক্তমনা নামধারী
রিফিউজিরা
হয়ত অন্য পন্থা অবলম্বন করবে। কখনো আপনি
এসব নাস্তিকদের(মুক্তমনা নামধারী) আমেরিকা
পশ্চিমা কিংবা ইসলাম
ব্যতিত অন্য ধর্মের পিছনে লাগতে দেখবেন না।
কারন হল, ১। আমেরিকা ও পশ্চিমাদের বিরুদ্ধে
বলতে সৎ সাহস লাগে। যা তাদের নেই। ২।
আমেরিকা ও পশ্চিমারা ছাড়া এসব নোংরা কাজের জন্য
কেউ পয়সা দিবে দূরে থাক আইনের আওতায়
নিয়ে আসবে। ৩। ইসলামে কোন এজেন্টের
প্রয়োজন নেই। কিন্তু ভিন্ন ধর্মীদের ইসলাম
বিরোধী এজেন্ট প্রয়োজন। তারা যে পরিমান
বিকৃত মস্তিষ্কের অধিকারী তাতে পশ্চিমা বিশ্বে ঐ
সব কাজ সহজে এবং সস্তায় করতে পারে। এখন
মুত্রমনারা তালেবান নিয়ে কথা বলবে যে তালেবান
বোকো হারাম সব তাদের পিতার ঘরের মানে
তাদের সৎ ভাই। ওরা মানবতার কথা বলে। আমেরিকান
পশ্চিমা মানবতা। এ মানবতা বিশ্ব মানবতা নয়। যখন ইসরাইলি
রা ফিলিস্তানের শিশু নারী হত্যা করে তখন
নাস্তিকদের চেতনা জাগে না। যখন ইসরাইলি
বুলেটের বিনিময়ে কোন ফিলিস্তিনী পাথর মারে
এবং তাতে ইসরাইলি কেউ সামান্য আঘাত পায় আসিফ,
তাসলিমাদের
মত বিতাড়িত রিফিউজি দালালদের চেতনা জাগ্রত হয়ে
যায়।
.
পরিশেষ, এ কেবল আমার ব্যক্তিগত মতামত। কারো
দ্বিমত থাকলে কমেন্টে ঝেড়ে ফেলুন।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০২

কলাবাগান১ বলেছেন: আমেরিকা এমন একটা 'হারামী' দেশ যে ক্যান্সারের ঔষুধ আবিস্কার করে আর তা মুসলমানদের ব্যবহার করতে দেয় না....

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৬

ক্যান্সারযোদ্ধা বলেছেন: ভাই ঠিক বুঝলাম না। একটু ক্লিয়ার করবেন? ধন্যবাদ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৭

নাবিক সিনবাদ বলেছেন: ১০০% সহমত, ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১০

ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৩

হেলাল হোসেন বলেছেন: ৫০% একমত। কারণ এখন পর্যন্ত আই এসের বিষয়টি আমিরিকার সাথে যুক্ত থাকার কোন নিশ্চিত প্রমাণ মিলেনি আমার কাছে অন্তত। তাই আমি আপনার প্রথম ভাগের সাথে একমত হতে পারলাম না। ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০১

ক্যান্সারযোদ্ধা বলেছেন: শেখার মত কিছুই লিখেছেন। ধন্যবাদ।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

-সাইরাস বলেছেন: আপনার নিক দেখে কৌতুহল হচ্ছে, যদি কিছু মনে না করেন :) আপনি ক্যান্সারযোদ্ধা ?

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

ক্যান্সারযোদ্ধা বলেছেন: একজন ক্যান্সারী কি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখবে? ধন্যবাদ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৯

নতুন বলেছেন: সপ্তাহখানিক আগেও মুক্তমনা নামধারী নাস্তিকদের
মুখে আইএস-আইএল
জঙ্গির জিকির শুনতাম।


আইএস এর সাথে মুক্তমনা নামধারী নাস্তিকদের কি সম্পক` বুঝলাম না?

আইএ্স আমেরিকার তৌরি। আর তাকে নাস্তিকরা চুপ হয়ে যাবে কেন?

আরেকটা জিঙ্গাসা<< নাস্তিক/ঈহুদী/বিধমীদের তৌরি ঔষুধ ব্যবহার কি জায়েজ আছে? সেটা কি হালাল ঔষুধ?

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

ক্যান্সারযোদ্ধা বলেছেন: আইএসের সাথে মুক্তমনা নামধারী নাস্তিকদের সম্পর্ক হচ্ছে এই যে, তারা আইএসের কর্মকাণ্ড ইসলামের ঘাড়ে চাপাতে চায়। তাসলিমা নাসরিনের লেখাগুলা পড়ে থাকলেই জানবেন হয়তো।
আইএস আমেরিকার তৈরি যদি নাই হবে তাহলে আমেরিকা কেন আইএস দমনের নামে মুসলিম দেশগুলোতে তাণ্ডব চালাবে?
আর মানুষের জন্য কল্যাণকর কিছুই ইসলামে হারাম নয় এটা আপনার জানাই আছে।
After all, thanks a-lot for inspiring me.

৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

নতুন বলেছেন: তাসলিমা নাসরিন নাস্তিক হতে পারে কিন্তু তার সমস্যা তিনি ধম`বিদ্বেষী।

ধমের` বিপক্ষে যুক্তি পেতে ভাল নাস্তিকের কথা শুনতে নিচের মানুষের কথা শুনে দেখতে পারেন।
rechard dawkins

https://www.youtube.com/watch?v=-GedXBfx07g
https://www.ted.com/talks/richard_dawkins_on_our_queer_universe

bill nye <<
https://www.youtube.com/watch?v=k9yQEG7mlTU

২৪ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৫

ক্যান্সারযোদ্ধা বলেছেন: ভাই নাস্তিক কি না জানি না। তবে আমি এগুলা পড়েছি।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯

-সাইরাস বলেছেন: কখনোই না, ভালো লাগছে আপনার স্পিরিট দেখে । এখনকার যুগে এটা কোন সমস্যাই না, ঠিকভাবে চিকিৎসা নিলে সেরে ওঠবেন :)

২৪ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৬

ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইসলামে কোন এজেন্টের
প্রয়োজন নেই। কিন্তু ভিন্ন ধর্মীদের ইসলাম
বিরোধী এজেন্ট প্রয়োজন। তারা যে পরিমান
বিকৃত মস্তিষ্কের অধিকারী তাতে পশ্চিমা বিশ্বে ঐ
সব কাজ সহজে এবং সস্তায় করতে পারে।
অসাধারণ বলেছেন।
খাঁটি কথা,
সত্য ভাষন,
মোক্ষম বচন।
-সাইরাস বলেছেন: কখনোই না, ভালো লাগছে আপনার স্পিরিট দেখে । এখনকার যুগে এটা কোন সমস্যাই না, ঠিকভাবে চিকিৎসা নিলে সেরে ওঠবেন :)
হৃদয়ের সমস্ত শুভ কামনা আপনার জন্য।

@সাইরাসঃ আপনি কি লেকার্স?এক্স কাউয়া ফ্রম ভুতের গল্লি?

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫১

ক্যান্সারযোদ্ধা বলেছেন: হেঁ হেঁ! দারুণ তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.