![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোহার সভ্যতায় ধরেছে মরিচা,
তুমি এই একবিংশ শতাব্দীর আগাছা!
তোমার নেই কোনো পরমত সহিঞ্চুতা!
তুমিই নিকষ আতঙ্কের মূল হোতা।
তোমার ধারালো ক্ষমতা আছে বটে!
শেয়ালের শেয়ালীপনায় মুরগিরা পিছু হটে!
যারা গুহার দিকে ফিরে ভ্রান্তিতে পিঠ ঠেকে,
তারা বিশাল জগতেই কিই বা দেখে?
তারা কলম, কি বোর্ডের কি মান বোঝে?
কাপুরুষের আঁধারে ভোঁতা পাপমুখ গুঁজে!
তোমাকে আমি ঘৃণাক্ষরে স্মরি!
এ্যাশট্রে তে থেতলে দিলাম অহঙ্কারের জরি!
কলমের কালিতেই আমার ক্রোধ জ্বলবে,
পথ কুকুরের ঘেউ ঘেউ তবু আপন স্বরেই
চলবে!
এই অশ্রাব্য সমাজে আমাকে পাঠালেন স্রষ্টা!
তোমরাই যেখানে বাইরে "পীর"
আর ভিতরে বেশ্যা- ভ্রষ্টা!!
লিখেছে আমার বন্ধু।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১
কানিজ রিনা বলেছেন: বেশ্যার কোনও জেন্ডার নাই। পুরুয মহিলা উভয়ই।
যারা ব্যাভিরীর রাজত্ব্য কায়েম করে। নিত্য মদ্যপান
করে। কাছের মানুষকে ক্ষতিগ্রস্ত করে সে কুকুর
থেকেও অধম। নামাজ রোজা দিয়ে ভেক ধরে
নিজের কৃতকরম লুকানো যায়না। তারা সৃষ্টির
অভিশাফ। অভিশপ্ত মানব কুকুর। ধিক্কার কখনও
ঘেউ ঘেউ হতে পারেননা।
২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৩
ক্যান্সারযোদ্ধা বলেছেন: হুম।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: kanizrina বলেছেন: বেশ্যার কোনও জেন্ডার নাই। পুরুয মহিলা উভয়ই।
সহমত
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৬
ক্যান্সারযোদ্ধা বলেছেন: আই অলস এগ্রি উইথ ইউ!
৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ঝাঝালো কবিতা ।
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২২
ক্যান্সারযোদ্ধা বলেছেন: হুম.। ধন্যবাদ।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভেতরে বাইরে এক করতে পারাটাইেতা সবচে বড় সাধনা!!!
বৈপরিত্য বসবাস সকলেরই!!!
দ্বি-চারিতা বা বহুচারিতাকেই কেউ ভাবে যোগ্যতা, কেউ করে অনুশোচনা. কেউবা আবার বিকারহীন!
২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
ক্যান্সারযোদ্ধা বলেছেন: এটাই তো আপেক্ষিকতা!
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪
নাবিক সিনবাদ বলেছেন: ভালোই লিখছে