![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রখ্যাত ছড়াকার-নাট্যকার-গীতিকার ও সাংবাদিক সৈয়দ
নাজাত হোসেনকে বাঁচাতে এগিয়ে আসুন। সাংবাদিক-
ছড়াকার-নাট্যকার-গীতিকার ও সজ্জন হিসেবে
সুপরিচিত সৈয়দ নাজাত হোসেন লিভার সিরোসিসে
আক্রান্ত হয়ে দূর্বিসহ জীবন-যাপন করছেন।
চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য
ভারতের কলকাতায় নেয়া হচ্ছে।কিন্তু আর্থিকভাবে
অসচ্ছল এই সংস্কৃতিজন ব্যয়বহুল এ চিকিৎসার ভার
বইতে পারছেন না। তার ছড়া আর ক্ষুরধার লেখনি
বাঁচিয়ে রাখতে সাহায্যের হাত সুপ্রসারিত করুন। মানবিক
কারণে সকলেই এগিয়ে আসবেন প্রত্যাশা তার।
কর্মজীবনে সৈয়দ নাজাত হোসেন দীর্ঘদিন
সম্পাদনা করেছেন চাঁপাই নবাবগঞ্জ থেকে
প্রকাশিত ‘সাপ্তাহিক নবাবগঞ্জ বার্তা’ ও ‘দৈনিক নবাব’।
এছাড়া ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল আই’য়ে দীর্ঘ
১২ বছর এবং মাছরাঙ্গা টিভিতে ২ বছর চাপাইনবাবগঞ্জ
জেলা প্রতিনিধি হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন
করেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের
তালিকাভুক্ত নাট্যকার ও গীতিকার হিসেবে তিন
দশকের বেশী সময় ধরে গান ও নাটক রচনা
করে আসছেন। তার রচিত শতাধিক নাটক বাংলাদেশ
বেতারে এবং ১৭ টি সাপ্তাহিক নাটক বিটিভিতে প্রচারিত
হয়েছে।
প্রখ্যাত ছড়াকার হিসাবে দেশের শীর্ষ স্হানীয়
সব পত্রিকায় তার ছড়া প্রকাশিত হয়েছে এবং হচ্ছে।
বিভিন্ন প্রকাশনী থেকে তার বেশ কিছু ছড়াগ্রন্থ
প্রকাশিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে
প্রকাশিত ছড়াগ্রন্থ ‘ছড়ায় ছড়ায় শুদ্ধাচার’ এ তার লেখা
দুটি ছড়া স্থান পেয়েছে।
বাংলা একডেমি কর্তৃক প্রদত্ত ‘এম নুরুল কাদের
সাহিত্য পুরষ্কার ২০১৪’ তে পুরস্কারের জন্য ৫জন
নির্বাচিত হন। যাদের একজন সৈয়দ নাজাত হোসেন।
সারা জীবন সৎভাবে জীবিকা নির্বাহ করা এই মহান
মানুষটি তার সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে
বছর দেড়েক আগে তার বসত বাড়িটি বিক্রি করে
দেন। এখন ভাড়া বাসায় থাকেন।
সারাজীবন মানুষের বিপদে আপদে পাশে
দাঁড়ানো এই মানুষটি আজ লিভার সিরোসিসে আক্রান্ত
হয়ে আর্থিক অনটন ও চিকিৎসার অভাবে মানবেতর
জীবন যাপন করছেন। তার অবস্থা দিনকে দিন খারাপ
হচ্ছে। দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে
নেয়ার পরামর্শ্ দিয়েছেন চিকিৎসকরা।
দেশজুড়ে তার অসংখ্য বন্ধু, শুভাকাঙ্খি ও পরিচিত জন
রয়েছেন। আসুন তার পাশে দাড়াই, বাড়িয়ে দেই
সাহায্যের দুটি হাত। আমাদের সাহায্যই তাকে বাঁচিয়ে
রাখতে পারে। পারে তার হাসি অমলিন রাখতে। পারে
সাহিত্যের ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে।
তাই যে যা পারুন তাই দিয়ে তাকে সহায়তা করুন। টাকার
অংক নিয়ে ভাববেন না, আপনার সুবিধা অনুযায়ী যে
কোনো অংকের টাকা জমা করুন- সৈয়দ নাজাত
হোসেন, হিসাব নম্বর: ১১২১২২০০০২৮৯৯৪, ফার্স্ট
সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা অথবা
বিকাশ করুন- ০১৭১১০৬৬২৬০।
অধিক শেয়ারের জন্য কপি করে ইন্টারনেটে ছড়িয়ে দিন।
২৭ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৫
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হৃদয়ের সমস্ত শুভ কামনা.........
আল্লাহ রাব্বুল আলামিন তার সহায় হোন।
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৫
ক্যান্সারযোদ্ধা বলেছেন: পাতলে একটু সাহায্যদান করুন সবাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পোষ্টটি ব্লগে দেয়ার জন্য।