![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হেঁ! হেঁ! হাসছ তোমরা আমায় দেখে?
- অকারণে কাঁশছ তোমরা? অনিচ্ছাতেও গলা ঝেকে।
- সময় আসে সময় যায়।
- ভাগ্যি আমার বিপরীতে।
- সময় দাঁড়ায়, সময় যায়।
- দেখবে তুমিই আমার থেকে।
- বিড়াল কেমনে গর্জে উঠে।
- দিনেই আমি থাকব গুটে।
- তোমরা দেখ সূর্য উঠে, তারপরে যায় দিগন্তে ছুটে।
- রাতেই আমি উঠব জেগে।
- রাতের শিকার রাতেই জুটে।
- করিনি যা বছরান্তে, করব সেটাই এক প্রভাতে।
- যদি আল্লাহ্ সহায় থাকে।
©somewhere in net ltd.