নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজপথ থেকে বলছি

রাজপথ_থেকে_বলছি

রাজপথ থেকে বলছি

রাজপথ_থেকে_বলছি › বিস্তারিত পোস্টঃ

কর্নেল সৈয়দ কামরুজ্জামান বনাম সহ ব্লগারের মামা , কে সত্য?

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১২

আমাদের এক সহ ব্লগার তার মামার বেচে যাওয়ার লোম হর্ষক কাহীনি বর্ননা করেছেন।

Click This Link

কিন্তু দুঃখজনক হলো কর্নেল সৈয়দ কামরুজ্জামান এর টিভি সাক্ষাৎকারের সাথে উনার মামার বক্তব্যের কোনো মিলই নাই। বিষয়টা খতিয়ে দেখা প্রয়োজন। বের করা প্রয়োজন আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কেনো একজন বক্তা দেশের এমন খারাপ পরিস্হিতিতে কেনো মিথ্যা কথা বলবে। কি স্বার্থ?

কে সত্য সহ ব্লগারের মামা নাকি কর্নেল সৈয়দ কামরুজ্জামান।

মন্তব্য ৩১ টি রেটিং +১০/-৭

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৫

রাজপথ_থেকে_বলছি বলেছেন: যারা মাইনাস দিবেন, দয়াকরে কারনটা বলে যান।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০

ময়ুরবাহন বলেছেন: আপনার পাগলামির জন্য মাইনাস ৷

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১

রাজপথ_থেকে_বলছি বলেছেন: বুঝে কথা বলুন.....না বুঝে ফাউল কমেন্ট করবেন না।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০

রাজপথ_থেকে_বলছি বলেছেন:

http://www.youtube.com/watch?v=QUY41OEnMyA

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২২

মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনার জ্ঞাতার্থে ,
কর্ণেল কামরুজ্জামান এখানকার একজন পরিচিত ব্লগারের মামা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫

রাজপথ_থেকে_বলছি বলেছেন: হতেই পারে। তাহলে উনি যদি সত্য হন, ধরে নিতে হবে অন্যজন মিথ্যা বলছে। কারন এক ঘটনাট ২টা বর্ননা হতে পারে না। যুক্তি দিয়ে কথা বলুন।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৮

েদউিত বলেছেন: you are right, the blogger who said lt col syed kamruzzaman is his uncle, is a liar and criminal..he is spreading lies here with a motto. the truth would be exposed very soon. the fact is, nothing,nothing and nothing can justify this brutal killing of officers!!

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০

নাজনীন খলিল বলেছেন:
আমি আপনাকে প্লাস দিচ্ছি।

তবে বিষয়গুলো এখনো তদন্তাধীন।আসল সত্যটা কি তা বেরিয়ে আসুক ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৩

রাজপথ_থেকে_বলছি বলেছেন: আপু প্লাস কিংবা মাইনাসের জন্য লিখাটা আমি দেই নাই। কাল রাত থেকেই জিনিষটা খটকা লাগছিলো, যাস্ট সেয়ার করতে চেয়েছি।

===================================
অফ টপিক: মেলায় আপনার বইটা কিনবো মনে করেছিলা, কিন্তু কি থেকে কি হয়ে গেলো?

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৫

সব্যসাচী প্রসূন বলেছেন: কেউ একজন নিশ্চয় চাপাবাজি করেছেন....এমন হতে পারে ঐ ব্লগার অন্যদের সেন্টিমেন্ট নিয়ে জাস্ট খেলা করেছেন....কারণ লে: কর্ণেল কামরুজ্জামান বিভিন্ন চ্যানেলে সাক্ষাতকার দিয়েছেন....সব জায়গায় একই কথা বলেছেন...বানিয়ে কথা বললে কিছুটা অসামঞ্জসতা থাকত...কিন্তু তা ছিল না...কারও কানের চেয়ে আমি আমার নিজের কানকেই বেশী বিশ্বাস করি.....শুধু কামরুজ্জামান না আরও কয়েকজন মুক্তিপ্রাপ্ত সেনা একই ধরণের কথা বলেছেন...উনার মামা সাক্ষাতকার দিচ্ছেন না কেন তাহলে কে মিথ্যা বলেছে বের হত....এই মুহূর্তে চাপাবাজি না করাই শ্রেয়...

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৫

নাজনীন খলিল বলেছেন:
@ মেহরাব শাহরিয়ার, উনি যে লিঙ্কটি দিয়েছেন--সেই ব্লগারও এখানে সুপরিচিত।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: গত দুইদিন ঐ ধরণের পোস্ট দিলে অনেক পয়েন্ট পাওয়া যেত , হতেও পারে পয়েন্ট পেতে এমন পোস্ট লিখেছেন । আজ হলে লিখতেন না

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪২

সব্যসাচী প্রসূন বলেছেন: সহমত @ মেহরাব শাহরিয়ার.... যদি তাই হয়ে থাকে তবে খুবই খারাপ হয়েছে....সত্যটা আমাদের জানা উচিৎ

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪২

নাজনীন খলিল বলেছেন: @সব্যসাচী প্রসূন, না জেনে কোন ব্লগার সম্পর্কে এরকম উক্তি কাম্য নয়। আর হ্যাঁ একটি সাক্ষাতকারই বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়--
আলাদা আলাদা করে নয়।

আগেই বলেছি বিষয়টি তদন্তসাপেক্ষ।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫

রাজপথ_থেকে_বলছি বলেছেন: আমাদের ব্লগে আমরা যারা নিয়মিত আসা যাওয়া করি, সবাই অনেকটা ভাই ভাই এর মতোই.....একজন অন্যজনকে বিশ্বাস করতে চাই। এমতাবস্হায় পরিচিত কেই শুধু + কিংবা বাহাবা পাওয়ার জন্য চাপাবাজী করবেনা এটা বিশ্বাস করতেই কম্ফোর্ট ফিল করবো।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: আমিও শিওর হয়ে কিছু বলতে চাই না @ নাজনীন আপু

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: আমিও শিওর হয়ে কিছু বলতে চাই না , কেবল অন্য সবার জবানবন্দী থেকে ঐ পোস্টটা ভিন্ন সেটাই বললাম । আহত হলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী@ নাজনীন আপু

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩

সব্যসাচী প্রসূন বলেছেন: @নাজনিন খলিল... আমি এমন হতে পারে কথাটা বলেছি... কামুরুজ্জামান এরই মধ্যে বেশ কয়েকটি সাক্ষাতকার দিয়েছেন...একটা সব চ্যানেলে দেখিয়েছে আরেকটা এটিএন বাংলায় হ্যালো বাংলাদেশ নামক অনুষ্ঠানে... ঐখানে উনি মুক্তি পাবার অল্প কিছুক্ষণের মধ্যেই সাক্ষাতকার দিয়েছেন...উনি ছাড়াও আরও কয়েকজনের সাক্ষাতকার প্রচারিত হয়েছে....সবার বক্তব্য প্রায় একই রকম...কাউকে আঘাত করা আমার কাম্য নয়...কারও সম্পর্কে বাজে মন্তব্যও আমি করছি না....আমরা সবাই সত্যি ঘটনাটা জানতে চাইছি..... উক্ত ব্লগারের মামা তাহলে মিডিয়াকে সত্যিটা জানাক...

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৫

রাজপথ_থেকে_বলছি বলেছেন: সত্যটা জানতে দিন।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭

লুকার বলেছেন:

জনাব, এটা তো সহজেই অনুমেয় যে বেঁচে ফেরা অফিসাররা কী বিবৃতি দেবে তা শিখিয়ে দেয়া হয়েছে। কোন সংস্থা নিশ্চয়ই চাইবে না তাদের সুনাম নষ্ট হয়, এমন কিছু মিডিয়াতে যাক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০২

রাজপথ_থেকে_বলছি বলেছেন: আপনার কথায় যথেস্ট যুক্তি আছে। তবে আলোচ্য পোস্ট টা যদি চাপাবাজী না হয় তাহলে এখান থেকেই সরকার অনেক গুলো ক্লু পেতে পারেন (যদি তাদের স্বদিচ্ছা থাকে)। আদারওয়াই রায় আর্মীদের পক্ষেই একতরফা ভাবে চলে যাবে।

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৬

চাচামিঞা বলেছেন: হুম.......চিন্তার বিযয়, তবে এদের মধ্যেই যেকোনো ১ জন যে চাপা বাজী করছে এ বিষয়ে কোনো সন্দেহ রইলো না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৪

রাজপথ_থেকে_বলছি বলেছেন: আরে, চাচামিঞা যে, আছেন কেমন?

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২২

লুকার বলেছেন:
ক্লু দিয়া সরকার কী করব?
সমস্যা একদিনে হয় নাই। সমাধানের ইচ্ছা থাকলে সরকার না সেনাবাহিনী সেইটা অনেক আগেই করতে পারতো।
যে ব্লগার মামার রেফারেন্স দিছে, ঐ বেচারা মামারে এখন তারা খোঁজাখুজি করব সাইজ করার লাইগা। ঐ পোস্টেই দেখেন ২ জন মামার পরিচয় জানতে চাইছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭

রাজপথ_থেকে_বলছি বলেছেন: উনি সম্ভবত আর রেসপন্ড করছে না। নিজের বোকামির জন্য নিজে নিশ্চই এখন আংগুল কামড়াচ্ছেন।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

পারভেজ বলেছেন: কর্নেল সৈয়দ কামরুজ্জামান ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন।
উনি প্রথমে যা বলেছিলেন পরে তার থেকে বেশ সরে এসেছেন।
উনাকে আমার মোটেই বিশ্বাসযোগ্য মনে হয়নি।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

জেরী বলেছেন: কর্নেল সৈয়দ কামরুজ্জামান কাল রাতে মুন্নী সাহাকে এটিএন বাংলায় হ্যালো বাংলাদেশ নামক অনুষ্ঠানে কথা বলার সময় অনেক কিছু এড়িয়ে গেছে কিন্তু আজ দেখলাম বেশ দৃঢতার সাথে কথা বলছে।

এটা দেখে নিজেও কনফিউজড???

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

আইরিন সুলতানা বলেছেন: পারভেজ, জেরী সহ অনেক ব্লগারদের কিছু কিছু মন্তব্য যথেস্ট যুক্তিযুক্ত...

তবে তারপরও আমরাই তো আমরা ব্লগে বসে এই সিদ্ধান্ত নিতে পারিনা ..তাই আমার মনে হয় ..যারা ঘটনার সাক্ষী ছিলেন তাদের উচিৎ হবে যে কোন রকম চাপের উর্ধ্বে থেকে মিডিয়াতে সঠিক বক্তব্য দেয়া..সব সাক্ষীদের বক্তব্য এক সাথে শোনা উচিৎ ।

এটা প্রতক্ষ্যদর্শীদের দ্বায়িত্ব সঠিক ঘটনাটা তুলে ধরা জাতীয় স্বার্থে ...এখানে কেবল পেশাগত অংশটুকু দেখলে তা আমাদের বিভ্রান্তিতে রাখবে।

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৬

হমপগ্র বলেছেন: উনি রাতে বলেছিলেন, উনি জানেন না শাকিলকে ঠিক কোনখানে হত্যা করা হিয়েছিল। অথচ আজ সকালে বললেন, মেজর শাকিল মরার আগ পর্যন্ত নাকি তিনি শাকিলের সাথেই ছিলেন।

আপনি বলুন কথাটা কতখানি অসংলগ্ন। কেন যেন মনে হচ্ছে, এটা তার সাজানো বক্তব্য!

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫০

রাজপথ_থেকে_বলছি বলেছেন: জানিনা কোনটা সত্য, তবে আপনার কথাকটাকেই সত্য মনেকরতে কম্ফোর্ট ফিল করবো।

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫

রবিনহুড বলেছেন: কামরুজ্জামানের বক্তব্য অসংলগ্ন মনে হচ্ছে।

শাকিল উনার গানম্যানএর কাছ থেকে পিস্তল নিয়ে জোয়ানকে গুলি করেছিলেন। নিজের পিস্তল দিয়ে নয়। (টিভিতে দেখা এক জোয়ানের বক্তব্য অনুসারে।)।

সেনা সদস্যরা সেনাদের পক্ষ নিয়েই বক্তব্য দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.