নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসাধারণ দেশের সাধারণ একজন নাগরিক।নিজের সম্পর্কে তেমন কিছুই বলার নেই।

অবাস্তব প্রতিবিম্ব

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে

অবাস্তব প্রতিবিম্ব › বিস্তারিত পোস্টঃ

কাতুকুতু বুড়ো(by সুকুমার রায়)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার,
কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার !
সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ী

কাতুকুতুর কুল্পি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ী।
কোথায় বাড়ী কেউ জানে না, কোন্ সড়কের মোড়ে,
একলা পেলে জোর ক'রে ভাই গল্প শোনায়
প'ড়ে।
বিদ্ঘুটে তার গল্পগুলো না জানি কোন্ দেশী,
শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে
বেশী। না আছে তার মুণ্ডু মাথা, না আছে তার মানে,
তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর
পানে।
কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সয়ে,
গায়ের উপর সুড়সুড়ি দেয় লম্বা পালক লয়ে।
কেবল বলে, "হোঃ হোঃ হোঃ, কেষ্টদাসের পিসি—
বেচ্ত খালি কুমড়ো কচু হাঁসের ডিম আর
তিসি।
ডিমগুলো সব লম্বা মতন, কুমড়োগুলো বাঁকা,
কচুর গায়ে রঙ–বেরঙের আল্পনা সব আঁকা।
অষ্ট প্রহর গাইত পিসি আওয়াজ ক'রে মিহি, ম্যাও ম্যাও ম্যাও বাকুম বাকুম ভৌ ভৌ ভৌ
চীঁহি।"
এই না বলে কুটুৎ ক'রে চিমটি কাটে ঘাড়ে,
খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর
হাড়ে।
তোমায় দিয়ে সুড়সুড়ি সে আপনি লুটোপুটি, যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই
ছুটি।।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: awesome

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

আরণ্যক রাখাল বলেছেন: awesome

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: সুকুমার রায় বলে কথা!

শিরোণামে সুকুমার রায় ঠিক করে দিন।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আগে পড়া হয়নি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.