নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের আর্বতে আমার আমি।

সময়ের আর্বতে আমার আমি।

মিলেনা

আমার সম্পর্কে লেখার তেমন কিছুই নাই। খুবই সাদামাটা আমি।

মিলেনা › বিস্তারিত পোস্টঃ

সময় কাকে বলে?

২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৮

মাঝে মাঝে মনে হয়, সময় বলতে আমরা আসলে কি বুঝি? সময়ের আসল ব্যাখা কি? ব্যাক্তি ভেদে কি সময়ের সংজ্ঞা ভিন্ন হতে পারে না? আমার সময়ের ব্যাখা আমার কাছে এক রকম, আপনার সময়ের ব্যাখা আপনার কাছে একরকম। কিন্ত এর তো একটা সাধারন ব্যাখা অব্যশই আছে। কি সেটা?



এই প্রশ্নটা আমি আমার এক বড়ভাইকে করেছিলাম। ওনার ব্যাখা ছিল অনেকটা এই রকম "সময় আসলে কতগুলো মুহুর্তের প্রকাশভাব। উদাহরন দিলে ব্যাপারটা এই ভাবে আসে, এইযে আমি এই ব্লগ লিখছি, এই মুহুর্তকালিন ঘটনাকে আমি সময়ের ব্যাখার সাথে তুলনা করতে পারি। আমার যে ঘটনা গুলোকে আমি মুহুর্তের সাথে যদি মিলাতে না পারি, সেইটা তাওলে আমার সময়ের সাথে সংযুক্ত না। "



আমার প্রশ্ন হলো, উনার ব্যাখা কি আমি চিরন্তন হিসাবে ধরে নিতে পারি?

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৪

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: Time, you old gypsy man!

২| ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫০

মিলেনা বলেছেন: ওল্ড জিপসিম্যানের মাজুমাটা কি? একটা জিনিষ, জিপসিদের ব্যাপারে অনেক গালগপ্প শোনা যায় - আমার ধারনা এইটা ওদের একটা ট্রিক, বানিজ্য্ করার। মাঝে একটা সিরিয়াল দেখেছিলাম, HBO এর, Carnival. ২টা Session এ দেখেছিলাম। চিরন্তন যে বিষয় নিয়ে সিনেমা, গল্প, লেখা হয়, ভালো এবং মন্দের বিরোধ, শেষে যে কোন একজনের জয়।

বাঁশিওয়ালা ভায়া, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মন্তব্য দেবার জন্য। আমি নতুন এই ব্লগে, এখনো ঘোরা শেষ হয়নাই। দেখছি, ভালো লাগলে আইকা হয়ে যাবো, যেন তেন মনে হলে, মাঝামাঝি থাকবো।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৫

মেঘাচ্ছন্ন বলেছেন: স্বাগতম আমাদের এই ব্লগ পরিবারে...

মন খুলে লিখে যান...

অনেক অনেক শুভকামনা & শুভেচ্ছা রইলো...

ভালো & সুস্থ্য থাকুন সব সময়...

হ্যাপি ব্লগিং...

৪| ২৬ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২০

তিমির বলেছেন: আলার কাছে মনে হয় সময় আসলে , জীবন আর মরনের সন্ধি , যতক্ষন না হচ্ছে এটা আমার সময় টিক ততটা।সন্ধিটা হয়ে গেলে আমার আর সমেয়র সাথে কোন সম্পর্ক থাকলনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.