নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Michael Rema

Michael Rema › বিস্তারিত পোস্টঃ

রাতে শিশুর ডায়াপার পরিবর্তন করা আবশ্যক

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

বাচ্চা রাতে প্রস্রাব পায়খানা করে ডায়াপার ভেজাবে এটাই স্বাভাবিক। এবং এটি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত চলমান থাকবে, এবং কোন এক সময় বন্ধ হয়ে যাবে। তবে, বাচ্চা শিশু যত দিননা রাতে প্রস্রাব পায়খানা করে ডায়াপার নষ্ট করবে, ততোদিন বাচ্চার ডায়াপার পরিবর্তন করা আবশ্যক। তবে অনেক মা-বাবারাই রাতে ডায়াপার পরিবর্তন করাকে ঝক্কি-ঝামেলা মনে করেন। এবং বাচ্চার ডায়াপার পরিবর্তন না করে ঘুমিয়ে থাকেন। তবে, এটি কোন ঝামেলার কাজ নয়। কারণ, রাতে বাচ্চার ডায়াপার পরিবর্তন না করলে, বাচ্চা কান্নাকাটি শুরু করবে এবং তাতে করে বাচ্চা এবং মা-বাবা সবাই অশান্তিতে থাকবেন।


রাতে কি ধরনের ডায়াপার পরাবেনঃ

রাতে বাচ্চাকে তার সাইজের চেয়ে ১ থেকে ২ সাইজের বড় ডায়াপার পরিয়ে রাখতে পারেন। কারণ, এতে একটি সুবিধা আছে। সাইজে বড় ডায়াপার ব্যবহারে বাচ্চাকে ভিজে ভাব থেকে রক্ষা করবে। জেনে রাখবেন যে, বাচ্চার স্বাভাবিক সাইজের ডায়াপার বাচ্চাকে শুকনো রাখতে পারেনা, কারণ, স্বাভাবিক সাইজের ডায়াপার বাচ্চার ত্বকের সাথে সারারাত লেগে থাকবে, এবং এতে করে বাচ্চা অস্বস্তিতে থাকবে। তবে, বড় সাইজের ডায়াপার শুধুমাত্র রাতে ব্যবহার করবেন। কারণ, দিনে দুপুরে বাচ্চারা খেলাধুলা করে। এবং এই সময় সাইজে বড় ডায়াপার ব্যাবহার করলে প্রস্রাব পায়খানা যেখানে সেখানে পরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই, দিনে দুপুরে, বাচ্চার স্বাভাবিক সাইজের ডায়াপার পরিয়ে রাখবেন।

রাতে ডায়াপার পরিবর্তনকে ঝামেলা মনে না করে, প্রয়োজনে ২ বার পরিবর্তন করুন। এবং অবশ্যই ব্র্যান্ডেড এবং ভালমানের ডায়াপার ব্যবহারে সচেষ্ট থাকুন। কারণ, বাচ্চার স্বস্তিই মুখ্য বিষয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১

কাওসার চৌধুরী বলেছেন: হ্যাপি ব্লগিং.........

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪০

Michael Rema বলেছেন: আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্যে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.