নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Michael Rema

Michael Rema › বিস্তারিত পোস্টঃ

কুকুর পুষার আগে কয়েকটি পরামর্শ

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬

ঘরে নতুন কিছু আসলে সবাই একটু আবেগাপ্লুত থাকেন এটাই স্বাভাবিক। তেমনি, ঘরে কুকুর আসলেও ঠিক একই রকম ভাল লাগা জন্মায় সবার মনে। তবে, ঘরে এই নতুন অতিথিকে ঘরে আনার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই জেনে রাখা উচিৎ। কারণ, কুকুর এমনই এক ভাল বন্ধু এবং প্রভু ভক্ত যে, মালিকের জন্যে সে, নিজের জীবন বাজী রাখতেও প্রস্তুত। তাই, এমন এক বন্ধুকে সারা জীবন কিভাবে যত্ন নেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করা প্রয়োজন।

আপনার প্রিয় কুকুরের জন্য যথেষ্ট পরিমাণে বাজেট থাকতে হবে। কারণ, কুকুরের জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার, প্রয়োজন যথার্থ চিকিৎসা এবং আরও অনেক কিছু। তাই, যদি কুকুরের পিছনে ব্যয় করার মত যথেষ্ট পরিমাণ অর্থ না থাকে, তাহলে ঘরে কুকুর না আনলেই ভাল। আর যদি মনে করেন, প্রচুর পরিমাণে ব্যয় করা সম্ভব, তাহলে এসব অবশ্যই মাথায় রাখবেন।

আপনার পরিবারে যারা থাকেন, তাদেরকে জিজ্ঞেস করবেন আগে ভাগেই যে, কেমন ধরণের কুকুর সবার পছন্দ। কারণ, কারও কারও কুকুর ছানা, এবং কারও কারও প্রাপ্ত বয়স্ক কুকুর পছন্দ। তাই, কেমন সাইজের কুকুর ঘরে আনলে মানানসই হবে, সেটি আগে থেকে জেনে রাখবেন।

আরেকটি বিষয় জেনে রাখবেন যে, বড় পশমের কুকুরের তুলনায় ছোট পশমের কুকুরের রক্ষণাবেক্ষণ এবং যত্ন নেওয়া খুবই সহজ। তাই, যদি ঘরে কুকুর পোষতেই চান, তাহলে ছোট পশম দেখে কুকুর বাছাই করতে পারেন। তবে সবকিছু আপনার উপরই নির্ভর করে।

এইটা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে, কুকুরের স্বভাবে প্রকারভেদ রয়েছে। এবং কুকুরের এই স্বভাবের কথা না জেনেই ঘরে পুরুষ কিংবা মাদী কুকুর আনেন। এবং পরবর্তীতে ঝামেলায় পরে যান। তাই, কি ধরণের কুকুর পোষা ভাল হবে, সেই সম্পর্কে অবশ্যই পশু ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে রাখবেন।

অবশেষে, কুকুর বদমেজাজি কিনা, সেটা অবশ্যই করবেন। কারণ, কুকুর যদি বদমেজাজি হয়, তাহলে সে যাকে তাকে কামড়িয়ে বসতে পারে এবং আপনাকেই বরং ঝামেলায় ফেলে দিতে পারে।

অতএব, ঘরে কুকুর পোষার আগে উপরে উল্লেখিত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪

লাবণ্য ২ বলেছেন: শুভ ব্লগিং!

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৩

Michael Rema বলেছেন: আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্যে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.