![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুকুর প্রভুভক্ত হলেও অনেক কুকুর আছে, যেগুলো মানুষের কথা মানতেই চাইনা। তাই, কুকুরের প্রয়োজন সঠিক প্রশিক্ষণ। সেটা প্রথম অবস্থায় যেকোনো কুকুরের জন্যেই প্রয়োজন। সঠিক প্রশিক্ষণের ফলে আপনার কুকুর আপনার পোষ মানবে এবং কারও ভয়ের কারণ হবেনা তাহলে চলুন দেখে নেই, আপনার প্রিয় কুকুরকে কিভাবে সঠিক প্রশিক্ষণ দিবেন।
খেলার মাধ্যমে প্রশিক্ষণঃ
আমরা সবাই জানি যে, খেলার মাধ্যমে যা কিছুই শেখানো হয়, সবকিছুই সবার ভাল আয়ত্বে আসে। তাই, আপনার প্রিয় কুকুরকে খেলার মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারেন। এতে করে আপনার এবং কুকুরের দুজনেরই ভাল পরিশ্রম হবে, এবং আপনার কুকুর ভালভাবে প্রশিক্ষিত হবে।
খাওয়ানোর মাধ্যমে প্রশিক্ষণঃ
আপনি যখনই লক্ষ্য করবেন যে, আপনার প্রিয় কুকুর আপনার কথা শুনছেনা, তাহলে আপনার প্রথম কাজ হবে, কুকুরকে খাওয়ানো। তাই, যথেষ্ট পরিমাণে কুকুরের খাবার কিনে রাখুন। কুকুর খাওয়া পেলেই আপনার কথা শুনতে শুরু করবে।
সময় ধরে ধরে প্রশিক্ষণঃ
কুকুরকে প্রতিদিন একই সময় প্রশিক্ষণ দেওয়া ভাল। কুকুরকে নির্দিষ্ট সময় ধরে ধরে প্রশিক্ষণ দিলে কুকুর ভাল শিখতে পারে। এবং যা কিছুই শেখানো হয়, সবকিছুই আয়ত্ব করতে পারে। তাই, সময়ের একটা তালিকা তৈরি করতে পারেন। গবেষণায় পাওয়া গেছে, কুকুরের ছয় সপ্তাহের একটা ট্রেনিং রয়েছে যেটি কুকুরকে প্রশিক্ষণ দিতে অনেক উপকারি। এবং এই সময় কুকুরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যায়।
কুকুরের মৌলিক বিষয় জেনে প্রশিক্ষণঃ
প্রত্যেক কুকুরেরই কিছু না কিছু মৌলিক বিষয় আছে, যেগুলো জেনে রাখা জরুরী। এইসব বিষয় জেনে সেইভাবে কুকুরকে প্রশিক্ষণ দিলে কুকুর খুব তাড়াতাড়ি শিখতে পারে।
তাই, আপনার কুকুরকে সঠিক প্রশিক্ষণ দিন। আর আপনি নিরাপদে থাকুন, আর অন্যকেও নিরাপদে রাখুন।
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯
Michael Rema বলেছেন: রাজীব নুর আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে একটা বিষয় জানেন কি? মানুষের চেয়ে কুকুররাই ভাল সঙ্গী। মানুষ বিপদে দূরে চলে যায়, কিন্তু কুকুর কখনো তা করেনা।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: মানুষের চেয়ে কুকুরের কদর বেশি।