![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাচ্চচার স্বস্তির জন্যে ডায়াপার ব্যবহার একটি অবিচ্ছেদ্য অংশ। তবে, বাচ্চার জন্যে আরামদায়ক এবং স্বস্তিকর কিছু বেছে নেওয়াটাই মুখ্য উদ্দেশ্য। তাই, কিছু জিনিস জেনে রাখা জরুরী। কিছু প্রয়োজনীয় তথ্য জেনে রাখলে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায়।
১। বাচ্চার জন্যে যে ডায়াপার ব্যবহার করবেন, সেগুলো প্রতিদিন বাইরে ফেলে দিবেন বা নষ্ট করে ফেলবেন। কারণ, ময়লা ডায়াপার শুধুমাত্র দুর্গন্ধই ছড়ায় না, বরং সেগুলো জীবাণু ছড়াতে পারে, যেটা আপনার বাচ্চার জন্যেই ক্ষতিকর।
২। দিনে দুপুরে বাচ্চার সাইজের ডায়াপার ব্যবহার করতে পারেন, তবে রাতে চেষ্টা করবেন এক সাইজ বড় ডায়াপার ব্যবহার করার জন্যে। এবং শক্ত ডায়াপার ব্যবহার এড়িয়ে চলুন। কারণ, এটি বাচ্চার ডায়াপার পরিহিত জায়গা এবং কোমরের আশেপাশের স্থান দাগের সৃষ্টি করতে পারে, এবং রাতে বাচ্চার কান্নাকাটির অন্যতম কারণ হয়ে দাঁড়াবে।
৩। যদি ডায়াপার পরিহিত জায়গা লালচে আকার ধারন করে ফুসকুড়ির সৃষ্টি করে, তাহলে বুঝবেন ডায়াপার র্যাশ হয়েছে। এসময় কিছুদিন ডায়াপার ব্যবহার না করলেও চলবে। এবং অবশ্যই শিশু ডাক্তারের পরামর্শ নিয়ে রাকবেন।
৪। ডায়াপার পাল্টানোর সময় অবশ্যই ভালকরে হাত ধুয়ে নিবেন। কারণ, হাতে জীবাণু থাকলে সেটা আপনার জন্যেও যেমন ক্ষতিকর, বাচ্চার জন্যেও তার চেয়ে বেশি ক্ষতিকর প্রভাব ফেলবে।
৫। বাচ্চার জন্যে অবশ্যই উন্নতমানের এবং আরামদায়ক ডায়াপার ব্যবহার করুন। এতে করে আপনাকেও ডাক্তারের পিছনে ছুটতে হবেনা, এবং আপনার বাচ্চার স্বস্তিতে থাকবে।
অতএব, বাচ্চার প্রতি খেয়াল রাখা প্রত্যেক মা-বাবারই দায়িত্ব এবং কর্তব্য। তাই, সস্তার ডায়াপার ব্যবহার না করে, ভাল ও উন্নতমানের এবং আরামদায়ক ডায়াপার ব্যবহারে সচেষ্ট থাকুন।
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
Michael Rema বলেছেন: নজসু আপনাকে ধন্যবাদ!
২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
ওমেরা বলেছেন: জী ভাল বলেছেন অবশ্যই ভালো মানের ও আরাম দায়ক ডায়াপার ব্যবহার করা উচিত ।
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
Michael Rema বলেছেন: ওমেরা আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
নজসু বলেছেন: ভালো পোষ্ট।
ধন্যবাদ।