![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনামণির সুস্বাস্থ্য নিয়ে প্রত্যেক মা বাবাই অনেক চিন্তিত। কিভাবে খুব সহজে বাচ্চাকে পরিষ্কার রাখা যায়, তা নিয়েই মাথা ঘামান। তাই, বাচ্চার নানারকম প্রসাধনী এবং ডায়াপার ক্রয় করে থাকেন। তবে ডায়াপার ব্যাবহার নিয়ে অনেকেরই মনে সংশয় রয়েছে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে, ডায়াপার ব্যাবহার বাচ্চার জন্য কতটুকু স্বাস্থ্যকর অথবা ভাল।
বিভিন্ন অসতর্কতার কারনবশত ডায়াপার ব্যাবহারের পর বাচ্চার ত্বকে নানারকম সমস্যার সৃষ্টি হয়। যেটাকে ডায়াপার ব্যাবহারের ফল হিসেবে গণ্য করা হয়। এটা বাবা মায়েদের ভুল ধারনা। কারণ, ডায়াপার ব্যাবহারের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শিশুর ত্বকের সমস্যা কিছু অসতর্কতার অংশ মাত্র। শিশু ঘনঘন প্রস্রাব পাইখানা করে। তাই, যেখানে সেখানে হামাগুড়ি দিয়ে যাতে কোন সমস্যার সৃষ্টি না করে, সেইকারণেই বাচ্চাকে ডায়াপার পরানো হয়। ভালমানের ডায়াপার কিনতে ভিজিট করুন এই লিঙ্কে।
অনেক মা না বুঝে বাচ্চাকে অনেকসময় ধরে ডায়াপার পরিয়ে রাখে। তাতে করে বাচ্চার ত্বকে সমস্যা দেখা দেই এবং বাচ্চা অনেক কষ্ট পায়। বাচ্চা যতবার প্রস্রাব পায়খানা করবে, ততবার ডায়াপার পরিবর্তন করলে ভাল। এবং প্রত্যেকবার পরিবর্তনের সময়, ডায়াপার ব্যাবহৃত জায়গা ভালমত পরিষ্কার করতে হবে। এবং ঝামেলা এড়ানোর অন্যতম রাস্তা হল, ডায়াপারের সাইজ মেনটেইন করতে হবে। যাতে করে অধিক পরিমাণে টাইট না হয়ে যায়। টাইট ডায়াপার পরালে বাচ্চার ত্বকে র্যাশ-এর প্রভাব দেখা দিবে বেশী।
ভালমানের ডায়াপার পরানোয় খেয়াল রাখতে হবে বেশী। ভাল এবং উন্নতমানের ডায়াপার ব্যাবহার করতে পারলে বাচ্চা ভাল থাকবে। সুতরাং, বাচ্চার জন্য ডায়াপার ব্যাবহার অবশ্যই ভাল। এইসব তথ্য বাবামায়েদের জানা অত্যন্ত জরুরী। কারণ, এতে করে, ডায়াপার ব্যাবহারের প্রতি, বাবামায়েদের যে অনীহা, তা দূর হবে। এবং, ডায়াপার ব্যাবহারের প্রতি বাবামায়েদের যে একটা নেগেটিভ চিন্তাধারা তা দূর হবে।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
Michael Rema বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
হাসান মাহবুব বলেছেন: অতিরিক্ত ডায়াপার নির্ভরতা; জেনে নিন ৫ টি সাইড এফেক্ট ও কিছু সমাধান।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
Michael Rema বলেছেন: আপনাকে ধন্যবাদ
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
ব্লগার_প্রান্ত বলেছেন: আমরা জানি আপনি চালডাল কোম্পানির লোক
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১
Michael Rema বলেছেন: আপনি ঠিক বলেছেন। আমি চালডাল-এর একজন এমপ্লয়ি।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: ডায়পারের অনেক দাম।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
Michael Rema বলেছেন: ডায়াপার ছাড়াও কিন্তু বাচ্চা পালন সম্ভব। এই লেখাটি শুধু তাদের জন্য, যারা বাচ্চার জন্যে ডায়াপার ব্যবহার করে কিন্তু নিম্নমানের। নিম্নমানের ডায়াপার ব্যবহারের ক্ষেত্রে বাচ্চার যে ক্ষতি হয়, সেইকারণে বাচ্চার জন্য ডায়াপার ব্যবহার না করলেই ভাল।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
পবিত্র হোসাইন বলেছেন: সুরক্ষিত হোক সকল শিশু