নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

অতি মাত্রায় ন্যাকামিযুক্ত পোস্ট, যারা ন্যাকামি সহ্য করতে পারেন না তারা ঢুকে মেজাজ বিলা করেন না :|

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

মাঝেমাঝে নিজেকে খুব ভালো মানুষ মনেহয়। তখন ছোটখাট একটু রিস্কের মধ্যে পড়ে গেলে মনেহয়, "ওরে আল্লাহ আমি এইবার শেষ!:("



আজকাল ছোটখাট অসুখে পড়লেই মৃত্যু চিন্তা হয়। রাতের বেলায় এই চিন্তা বেশি হয়। সকালবেলা সেসব ভাবলে আবার লজ্জা লাগে:!>



আবার যখন নিজেকে খারাপ মানুষ মনেহয় তখন মনেহয়, আমি যেই খারাপটার খারাপ! আমি কি আর এত সহজে মরবো! খারাপ মানুষ কখনো তাড়াতাড়ি মরেনা! :D



আবার মাঝেমাঝে জীবন নিয়ে গভীর দুঃখবোধ জেগে ওঠে। এটা করা যেত, ওটা কেন করলাম না এই টাইপ আফসোস মনে বিরাজ করে। তখন মনেহয় এখনও কেন দুনিয়ায় আছি? আল্লাহ কেন আমাকে উপরে উঠায় নেয় না?

পরোক্ষণেই মনেহয়, মৃত্যু তো যেকোন সময় হতে পারে। মৃত্যুবরণ করার আগে কিছু কাজ করে যেতে হবে। কি কি করতে হবে এই বিষয়ক একটা লম্বা লিস্ট মাথায় আসে। তখন মনেহয় মৃত্যুটা একটু পরে হলে ভালো হয় :|

মন্তব্য ১০৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

চ।ন্দু বলেছেন: হুম, এরকম আমারও অনেক হয়েছে, এখন আর হয় না। কারন, এখন আমি বাতাসে গা ভাসিযে দিয়েছি, উড়ে চলেছি তো চলেছি-শুনো পাতার মতন, গন্তব্য কৈ জানিনে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

চানাচুর বলেছেন: ga to amio vashiye diyechi onek age... but tao amar emon hocche :(

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মদন বলেছেন: আধ্যাতিক ব্যাপার স্যাপার :(

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

চানাচুর বলেছেন: serokom kichu na asole :(

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

বাংলার হাসান বলেছেন: হুমম বড়ই চিন্তার বিষয়

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

চানাচুর বলেছেন: সত্যিই কি!! :|

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

নেংটি ইদুর বলেছেন: :( :( :( :( :( :(

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

চানাচুর বলেছেন: :| :| :| :| :|

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আধখানা চাঁদ বলেছেন: ন্যাকামি হয় নাই।
জীবনটাই এরকম।
প্রচণ্ড সফল মানুষেরও অপূর্ণতা থাকে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

চানাচুর বলেছেন: কথা বোধহয় সত্য! :(

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

*কুনোব্যাঙ* বলেছেন: মৃত্যুবরণ করার আগে কি কি করতে হবে তার একটা তালিকা তো দিলেনা। সাধারণ দৃষ্টিতে যেসব কাজ চোখে পড়ে সেগুলো হচ্ছে, একজনের সাথে দেখা হতে হবে, তারপর ঘরকন্না, ছোট্ট কিউট কিউট বেবীর মুখ দেখতে হবে, তাদের সাথে হেসে খেলে মেরে পড়িয়ে বড় করে তুলতে হবে, সেই কিউট কিউট বেবীগুলো বড় হয়ে গেলে তাদের কিউট কিউট বেবীদের সাথে হেসে খেলে সময় কাটাতে হবে, , , , , , ইত্যাদি ইত্যাদি আরো কত কি!


আবারও জন্মদিনের শুভেচ্ছা...

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

চানাচুর বলেছেন: ভাইয়া লিস্টুটারে দিতে লইজ্জা লাগতেছিল :!> তাই বাদ দিছি :D

আবারও থ্যাঙ্ক্যু :)

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

রাসেল ভাই বলেছেন: বুখে আয় বাবুল :)


পুরাই আমার সাথে মিলে গেছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

চানাচুর বলেছেন: thank U :)

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

ইউনুস খান বলেছেন: আবার যখন নিজেকে খারাপ মানুষ মনেহয় তখন মনেহয়, আমি যেই খারাপটার খারাপ! আমি কি আর এত সহজে মরবো! খারাপ মানুষ কখনো তাড়াতাড়ি মরেনা! :P:P:P

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

চানাচুর বলেছেন: :P:P:P

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

দূর্যোধন বলেছেন: আসলেই তো ! হেব্বি ন্যাকামো পোস্ট হৈছে :P :P

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

চানাচুর বলেছেন: বাট আপনার কমেন্টের অবস্থা এতো এ্যাকা যে! :P:P:P

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

বইয়ের পোকা বলেছেন: ন্যাকামিই তো খুজে পেলাম না। সবই তো সইত্য কথা :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

চানাচুর বলেছেন: ন্যাকামি জিনিসটা মাঝে মাঝে একটা কলা মনেহয় আবার মাঝেমাঝে মনেহয় এটি আল্লাহ্‌ প্রদত্ত :)

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

একজন ঘূণপোকা বলেছেন: :( :(

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

চানাচুর বলেছেন: আপনি কি সব পোস্ট পড়েই উদাস হয়ে যান ভাই?/:)

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

শীলা শিপা বলেছেন: কি কি করা লাগবে সেই লিষ্টটা দিয়ে দেন।কাজে লেগে যেতে পারে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

চানাচুর বলেছেন: ভাইরে লজ্জা লাগে তো :#>

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মনে হয় শীঘ্র খুব ভাল কাজ করবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

চানাচুর বলেছেন: কোনো সম্ভাবনা তো দেখছি না :(

কেমন আছেন আপনি?

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

মাথানষ্ট০০৭ বলেছেন: আপায় কি খুব ন্যাকা?

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

চানাচুর বলেছেন: সামটাইমস :!>

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

জামিল হাসান বলেছেন: মৃত্যু চিন্তা করা ভাল মৃত্যু পরবর্তী জীবন এর প্রস্তুতি নেয়া যায় ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

চানাচুর বলেছেন: মোটেও না! মৃত্যুর পরে দুনিয়ার চিন্তাই আমার মাথায় আসে। দু:খজনক হলেও সত্যি :(

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :|

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

চানাচুর বলেছেন: :)

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

সিদ্ধার্থ. বলেছেন: আপনার জন্য দুটো পরামর্শ
১।"দশবাদানিয়া" মুভি টা দেখবেন ।
২।স্টিভ যোভস(আপেল এর প্রাত্তন কর্ণধার ) এর Stanford ইউনিভার্সিটি তে দেওয়া বক্তৃতা টা শুনবেন ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

চানাচুর বলেছেন: দশবাদানিয়া মুভিটা যতদূর মনে পড়ে দেখেছি। নেহা ধুপিয়া না কি যেন লম্বা মতো একটা নায়িকা আছে না? মুভিটা তো ভালো:)

আপনার পরামর্শ মাথায় রাখলাম।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

তেরো বলেছেন: ডার্লিং ভালাছো? আমারে চিনছো? :(( :((

হু,আমার ধারনা আমি অনেক ভালো মানুষ। যখন বদ হইয়া যাই তখনো মনে হয় আহা আমি কত ভালোভাবে বদমাইশি করতেছি,মানুষ তো আরো খারাপ ভাবে করতে পারে। নাহ আমি আসলেই ভালো মানুষ। :| :| :|

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

চানাচুর বলেছেন: হায়রে তুমাকে তো চেনাই যাইতেছিল না!:(( চেহারার এ কি হাল তুমার! হুগাইয়া মুগাইয়া কি অবস্থা হইছে ডার্লিং এর চেহারা!! :((

ইশ! ভালো মানুষ না হাতি! বাগানে বাগানে ঘুরলেই কি চলবো?:-/ আমার কথা তো একটুও ভাবোই না /:)

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: nekami jomlo na :(

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

চানাচুর বলেছেন: :((

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

সালমাহ্যাপী বলেছেন: আহা মৃত্যু নিয়ে চিন্তা করলেই কেমুন জানি লাগে :-& :-&

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

চানাচুর বলেছেন: আমার খুব কষ্ট হয় :(

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

হাছুইন্যা বলেছেন: ন্যাকামি জানি কাকে বলে?? ;)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

চানাচুর বলেছেন: আজাইড়া জিনিসকে নিয়ে ত্যানা পেঁচিয়ে এ্যাঁএ্যাঁ করা:)

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: :> :> :>

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

চানাচুর বলেছেন: B-)) B-))

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

চানাচুর বলেছেন: B-)) B-))

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

সামাজিক জোছনা বলেছেন: ন্যাকামী পোস্টে মন্তব্য করুম না X( :P

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

চানাচুর বলেছেন: সিরিয়াস ব্লগারের কমেন্টে গুল্লি মারি X( :P

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

চানাচুর বলেছেন: সিরিয়াস না গালিবাজ* হবে :P

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

মাহী ফ্লোরা বলেছেন: চানাচুর আপা! :D

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

চানাচুর বলেছেন: আরে ফ্লোরা আপা যে:D কেমন আছেন?:D

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

সিদ্ধার্থ. বলেছেন: নায়িকা দের আমি খুব বেশী চিনি না ।সবাই কে একই রকম লাগে । :-* তবে মুভি টার বিষয় বস্তু "do before die" নিয়ে ।স্টিভ যোভস এর Stanford ইউনিভার্সিটি তে দেওয়া বক্তৃতা টার লিংক টা দিলাম ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

চানাচুর বলেছেন: হুম মরার কয়েক মাস আগে হিরো জানতে পারে সে মারা যাবে... তারপর এই নিয়েই কাহিনী...

আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন :)

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :| :((

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

চানাচুর বলেছেন: :)

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ন্যাকামি ভালা পাই

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

আমি তুমি আমরা বলেছেন: অ্যাঁ B:-) B:-)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

চানাচুর বলেছেন: valo achen? :)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

চানাচুর বলেছেন: valo achen? :)

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

চানাচুর বলেছেন: বাড়তি কমেন্ট মুছতেপারিনা কেন X(

৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন:


যার যেথা মজে মন
কিবা হরি কিবা ডোম........ /:)

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪০

েরজা , বলেছেন:


জনাবা চানাচুর , আপনি আছেন কেমন ?

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

তানজু রাহমান বলেছেন: অত্যন্ত গভীর লাগল আপনার লেখাটা। ন্যাকামির মাঝে লুকিয়ে আছে একজন দায়িত্ববান নাগরিক 8-|

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

পেস মেকার বলেছেন: ভাবী কেমন আছেন?

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: কি খবর চানাচুর? কেমন আছ? অনেকদিন তোমার কোন দেখা সাক্ষাত নাই যে? সব খবর ভালো?

৩৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমেই দুঃখ প্রকাশ করছি, অফ টপিক মন্তব্য করার জন্য।

কিছুক্ষন আগে একটি খবর জানতে পেরে, আপনার সাহায্য চাইতে এলাম। যত দূর জানি, আপনি জাবি তে পড়ছেন। সম্প্রতি সেখানে র‍্যাগিং এর নামে একটি ছাত্রীকে নির্যাতন করা হয়েছে।( বিস্তারিত এইখানে)। আপনি কি কোন ভাবে এই ঘটনাটি সত্যতা সম্পর্কে জানতে পারবেন কি? এখন মনে হয় অনেক বিভাগের পরীক্ষা চলছে। তাই আমি ব্যক্তিগত যোগযোগ করে অনেকের কাছে যেতে পারি নি।

আর যদি সম্ভব হয়, আপনাদের প্রক্টরের ফোন নাম্বার কি আমাকে দেয়া যেতে পারে? র‍্যাগিং সম্পর্কে আপনাদের বিশ্ববিদ্যালয়ের স্ট্রীক মনোভাবের কথা আমি জানি। তার মধ্যেও কিভাবে এই ঘটনাটি ঘটল, তা ভেবে অবাক হচ্ছি।

অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখছি। ভালো থাকবেন। বিরক্ত করার জন্য দুঃখিত।

৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :-P

৩৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

নরাধম বলেছেন:
চানাচুর দেখি এখন ব্যাপক উদাস মার্কাও পোস্ট দেয়, একটু আধটু বড় হইয়া গেছ মনে লয়!

৩৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬

ক্লান্ত দুচোখ বলেছেন: ভোর বেলা মিজাজটা পুরাই বিলা হয়া গেলো! X(

ঘুমাইতে যাইগা...

৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: হাই চানাচুর !! কেমন আছেন ??


পোস্টে এত ন্যাকা ন্যাকা গন্ধ কেন ?? B-))

৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আমি তুমি আমরা বলেছেন: আমি ভালই আছি। আপনার খবর কি?

৪১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

জাওয়াদ তাহমিদ বলেছেন: আপু মনে হয় সামান্য ডিপ্রেশনে ভুগছেন।
মাঝে মাঝে আমারো এমন মনে হয়।

সবচেয়ে ভাল হয়, কোন কঠিন কাজে নিজেকে জড়িয়ে ফেললে।

এইগুলা চিন্তা করার টাইম পাবেন না। :P :P :P :P

৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

সবুজ ভীমরুল বলেছেন: ন্যাকামির সংগা কি? /:)

৪৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

আমি তুমি আমরা বলেছেন: আপনার দেখি ব্লগে ছয় বছর হয়ে গেল। ছয় বছর পূর্তির অভিনন্দন :)

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

চানাচুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!! :) আমি ভুলে গেছিলাম।

৪৪| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ছয় বছর পূর্তির অভিনন্দন.......

কি খবর? ব্লগে কি হরতাল দিলেন নাকি? দেখাই যায় না...।

৪৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২২

সাধারন বলেছেন: চানাচুর,তুমি তো পুরাই আধ্যাতিক খাইয়া গেস... :-*

৪৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩

তেরো বলেছেন: তুমি দেখি একদম হারায় গেছো !! আমি কতদিন ঘুরে ঘুরে যাই। দেখি ই না।

আমারে মনে আছে?? :| :|

৪৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: পোস্ট ডিলিট কেনো? কোনো ঘটনা মিস করলাম নাকি? B:-)

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

চানাচুর বলেছেন: জ্বিনা ভাল্লাগে না :(

৪৮| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হুমমমম........বন্দী নিয়তি.....

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

চানাচুর বলেছেন: বন্দী নিয়তি না... সামুতে আর ব্লগিং এর পরিবেশ নাই :( এটা সত্যি কথা। কিছুদিন পর আপনিও রিয়ালাইজ করবেন।

৪৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

আউলা অনিন্দ্য বলেছেন: নতুন কোন লেখা নাই কেন?

৫০| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩২

আউলা অনিন্দ্য বলেছেন: নতুন কোন লেখা নাই কেন?

৫১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

আউলা অনিন্দ্য বলেছেন: নতুন কোন লেখা নাই কেন?

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

চানাচুর বলেছেন: ভাল্লাগে না আউলাদা :(

কেমন আছেন?

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

চানাচুর বলেছেন: ভাল্লাগে না আউলাদা :(

কেমন আছেন?

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

চানাচুর বলেছেন: ভাল্লাগে না আউলাদা :(

কেমন আছেন?

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

চানাচুর বলেছেন: ভাল্লাগে না আউলাদা :)

কেমন আছেন?

৫২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

চানাচুর বলেছেন: হায় খোদা আমার কি চোখের সমস্যা হলো নাকি!! কমেন্ট করি... অথচ চোখে দেখিনা কেন :| :|

৫৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

চানাচুর বলেছেন: আমার কমেন্ট যায় কই! :-*

৫৪| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৪

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: যতবার রিপ্লাই দিছেন.....পড়তে পড়তেই তো অনিন্দ্য দাদা আউলাইয়া গেছে মনে হ্য়..... /:)

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

চানাচুর বলেছেন: তখন একটু সমস্যা হয়েছিল। আমি কমেন্ট করেছি অথচ পোস্ট হচ্ছিল না। অনেক পরে পোস্ট হয়েছে #:-S #:-S #:-S

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

চানাচুর বলেছেন: উনি নামেই আউলা!! উনি তিনবার জন্মগ্রহণ করলেও আউলাবেন না!! এমন লোক উনি!! /:)

৫৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

আউলা অনিন্দ্য বলেছেন: ৩-৪ বার রিপ্লাই দেখে এমনই আউলায় গেসি, আধা বছর পর ঘুম ভাংসে :P

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৯

চানাচুর বলেছেন: কি খবর আপনার?/:)

৫৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৯

নীল জানালা বলেছেন: এইসবি বিয়ার বয়স হওয়ার লক্ষন।
বি.দ্র. এই অভিমতখানা বিনামূল্যে বিতরন করা হৈল।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

চানাচুর বলেছেন: ধন্যবাদ/:)/:)

৫৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

নীল জানালা বলেছেন: শুভ শুভ শুভ দিন,
চানাচুরের জন্মদিন।


আমি চানাচুর খামু...

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

চানাচুর বলেছেন: ধন্যবাদ ভাই :)

কিন্তু আজ আমার জন্মদিন না। সার্টিফিকেটের বার্থডে। সামু যে এভাবে বেলুন উড়ায় দিবে সেটা ভাবতেও পারিনি। :!>

আপনাকে তো চিনতে পারছি না, কে আপনি??:)

৫৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

হ্যাপি বার্থডে।

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

চানাচুর বলেছেন: থেংকু B-) B-)

৫৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

নীল জানালা বলেছেন: আপ্নে আমারে চিন্তে না পারলে কি হৈব, আমি কিন্তু আপ্নেরে ঠিকি চিন্বার পারসি। আপনে হৈলেন আমগো খালেদা মেডাম। কারন আপনেরো সার্টিফিকেট জন্মদিন আছে।

ঠাট্টা করলাম গো ম্যাডাম, সার্টিফিকেটের জন্মদিন আমারটাও ভিন্ন। আর আমারে চিনার কিসু নাই। আমি হৈলাম অচিনপুরের বাসিন্দা। তবে সামুতে নামে বেনামে অনেক আগে থেইকা ব্লগাই। আগের নিকগুলা মারা পরসে আরকি।

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

চানাচুর বলেছেন: আপনার এই নিকটাও মনেহয় মারা পড়বে :(:(

৬০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

কস্কি বলেছেন: চানাঙ্কেল!! :-P

এক্টা আফসোস রইয়াই গেল!! :(


আপ্নের সেই ঐতিহাসিক দুর্ভিক্ষ ও এহন অবধি হইলো না!!! আর আমার সেই কুট্টিকালে কেনা লাইলী- মজনু ডাইলভাজাগুলা ও আপ্নেরে দেয়ার আগেই পইচ্চা গেলো!!!!! :( (ব্লগের পয়লা পোস্টের কথা মনে আছে তো??? না সেইসব দিনের কথা ভুইল্লা গেছেন?? )

ভালো থাকেন .......বেশীবেশী বাঁশ যাতে মানুষরে দিতে পারেন .............. সেই দোয়াই রইলো .............

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

চানাচুর বলেছেন: ঐ কাগু কান্দো ক্যা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/

৬১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

কস্কি বলেছেন: কান্তাছি কারণ গতপরশু যে আমার একমাত্র চানাঙ্কেলের জন্মদিন ছিলো ওইটা জানতাম ই না!!! :(

তাই দুইদিন পরেই কইলাম “শুভ জন্মদিন চানাঙ্কেল" এত্তগুলা দোয়া রইলো আপ্নের লইগ্গা!! :)


তা জন্মদিন উপলক্ষে আমারে কিন্তুক ছানার পোলাও খাওয়াইতেই অইবো!!! B-) একদিন কইলাম আমি আপ্নেরে গুশ দেওয়া নুডল্স খাওয়াই ছিলাম, ভুলি নাই কিন্তুক!! ;) (শেষবারের মতোন খোঁটা দিয়া গেলাম!! )


~•~.....................T C & G B....................~•~

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

চানাচুর বলেছেন: তোমার জন্মদিনের উইশ পেয়ে আবেগ্লাপুত হয়ে গেছি কাগু। এত্তোগুলি থ্যাংকস :)

৬২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩০

কস্কি বলেছেন: ছানার পোলাও কই???????????? ??????? X(( X(( X((

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

চানাচুর বলেছেন: আমি কমেন্ট ছবি দিতে ভুলে গেছি!! :( :|

Click This Link

৬৩| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৭

Ash৯৪ বলেছেন: Miss Chanachuuurrr apni onek bhalo ekta manush. Asha kori obosshoi apni apnar list er shob gulo korte shofol hoben.

১৫ ই জুন, ২০১৮ ভোর ৬:১৮

চানাচুর বলেছেন: ইনশাআল্লাহ! থ্যাংকিউ থ্যাংকিউ B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.